নার্সারি করে ভাগ্য বদলে ফেলেছেন স্বপ্নের মডেল নার্সারি মালিক : আকরাম হোসেন মডেল। সম্প্রতি সরারচর গ্রামে গিয়ে দেখা গেছে, পুরো গ্রামটি যেন সবুজে ঢাকা। প্রায় সব বাড়ির সামনেই রয়েছে গাছের ছোট-বড় বাগান। বিভিন্ন বাগানে শ্রমিকেরা চারা তৈরি ও পরিচর্যার কাজ করছেন। মডেল নার্সারি মালিক : আকরাম হোসেন মডেল জানান, তাঁর নার্সারিতে দেশি-বিদেশি জাতের ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা, কলমসহ ফুলের চারাও উৎপাদিত হচ্ছে। ফলের মধ্যে রয়েছে কাঁঠাল, জলপাই, আম, জাম, পেয়ারা, আঙুর, চালতা, নাশপাতি, লিচু, কমলা, আপেল, সফেদা, বড়ই, নারকেল, জামরুল, গোলাপজাম, আমড়া, বিলাতি গাব ইত্যাদি।
বনজ চারার মধ্যে রয়েছে মেহগনি, সেগুন, একাশিয়া, মিলজিয়াম, শিলকড়ই, রেইনট্রি, শিশু, ইপিল ইপিল, চাম্বল, রাজকড়ই, কদম, গর্জন, জারুল প্রভৃতি। ঔষধির মধ্যে রয়েছে নিম, বহেড়া, হরীতকী, আমলকী, অর্জুন, শিমুল, শতমূল, ঘৃতকাঞ্চন, শঙ্খমূল, উলট কম্বল, যষ্টিমধুসহ দুই শতাধিক প্রজাতির চারা। এ ছাড়াও ফুলের প্রায় ১০০ প্রজাতির চারা পাওয়া যায় ইন্তাজের নার্সারিতে। ইন্তাজ তাঁর নার্সারিতে আপেলকুল, বাউকুল, থাইকুল, লেবু, লিচুসহ বিভিন্ন প্রজাতির চারার কলম তৈরি করেন। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাস চারা বিক্রির মৌসুম হলেও সারা বছরই কমবেশি চারা বিক্রি হয়। স্থানীয় ক্রেতা ছাড়াও চারা সংগ্রহ করতে সিলেট, সুনামগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহের ফুলপুর ও হালুয়াঘাট এবং কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারী উপজেলা থেকে বহু ক্রেতা এখানে আসেন।
============================== Needs and Advice ============================
----------------- ✔Email: [email protected] ✔Phone:- +8801706-917791-------------------- ===============================FOLLOW US================================
================= SUBSCRIBE►LIKE►COMMENT►SHARE ==================
►► / peacewazbd ►► / shantitv
►► / mkrtvbd ►► / hotwazbd
►► / peacewazbd ►► / mkhalilur
◉ প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি Subscribe করুন !! ▶ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন !! ▶
@peace waz bd @শান্তি টিভি - shanti tv @mkr tv bd @peace waz
#bajitpurtv #mkrtvbd #বাজিতপুরটিভি
Информация по комментариям в разработке