Exclusive: শতবর্ষের ইতিহাসের সাক্ষী টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি! | Mohera Jamidar House | Tangail
ঘুরে আসুন ঐতিহাসিক মহেরা জমিদার বাড়ি | Mohera jomidar bari | Tangail
মহেরা জমিদার বাড়ি
মহেড়া জমিদার বাড়ির (Mohera Jamindar Bari) মত সুন্দর এবং যত্নে সংরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। টাঙ্গাইল সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে আট একর জায়গা জুড়ে মহেড়া জমিদার বাড়ি বিস্তৃত। মহেড়া জমিদার বাড়ি প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন স্বরূপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জমিদার বাড়ির সাথেই ছোট পার্ক, চিড়িয়াখানা, পিকনিক স্পট ও বোট রাইডের ব্যবস্থা রয়েছে। রাজধানী ঢাকার বেশ কাছে হওয়ায় সকালে রওনা দিলে এক দিনেই জমিদার বাড়ি থেকে ঘুরে আসা যায়।
এই জমিদার বাড়ির প্রবেশ পথেই রয়েছে বিশাল দুইটি সুরম্য গেট। বিশাল তিনটি প্রধান ভবনের সাথে নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গোমস্তাদের ঘর, দীঘি ও আরো তিনটি লজ রয়েছে। প্রবেশ পথের আগেই বিশাখা সাগর নামে একটি দীঘি আছে। মূল ভবনে পিছনের দিকে পাসরা পুকুর ও রানী পুকুর নামে আরো দুইটি পুকুর রয়েছে।
মহেরা জমিদার বাড়িতে যে ভবন গুলো রয়েছে
চৌধুরী লজ: মূল ফটক দিয়ে জমিদার বাড়ি প্রবেশের পরেই চৌধুরী লজ দেখা যায়। গোলাপি রঙের ভবনটির পিলার গুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশাখচিত ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা এই ভবনের সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ।
মহারাজ লজ: বাইজেনটাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে ৬ টি কলাম আছে। গোলাপি রঙের মহারাজ লজের সামনের সিঁড়ির বাঁকানো রেলিংটি ও ঝুলন্ত বারান্দা ভবনের শোভা বৃদ্ধি করেছে। ভবনটিতে মোট কক্ষ আছে ১২ টি, সামনে বাগান ও পেছনে একটি টেনিস কোর্ট রয়েছে। এই ভবনটি শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়।
আনন্দ লজ: মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হচ্ছে আনন্দ লজ। নীল ও সাদা রঙের ভবনটির সামনে ৮ টি সুদৃশ্য কলাম রয়েছে। তিন তলা অবস্থিত ঝুলন্ত বারান্দা এ ভবনকে করেছে আরো দৃষ্টিনন্দন। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু-পাখির মূর্তিসহ একটি চমৎকার বাগান আছে।
কালীচরণ লজ: জমিদারী প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত কালীচরণ লজ অন্য ভবন থেকে বেশ আলাদা। ইংরেজি ‘ইউ’ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যোন্য স্থাপত্য শৈলীর জন্য বিকাল বেলা ভবনের ভেতর থেকে সুন্দর আলোর ঝলকানি দেখা যায়।
উপরের ভবনগুলো ছাড়াও মহেরা জমিদার বাড়িতে রয়েছে নায়েব ভবন, কাচারি ভবন ও রানী মহল।
টিকেটের মূল্য
মহেড়া জমিদার বাড়িতে প্রবেশ করতে 100 টাকা প্রবেশ মূল্য প্রদান করতে হয়। গাড়ি থাকলে তার পার্কিং ফি ৫০ টাকা। শিশু পার্কে ঢোকার টিকেট ২০ টাকা। সুইমিংপুলে সাঁতার কাটতে চাইলে দিতে হবে ৩০০ টাকা। বোট রাইডে চড়তে দরদাম করে নিন কারণ ছুটির দিনগুলোতে রাইডে চড়ার মূল্য অনেক বেশি বেড়ে যায়।
#tangail
মহেরা জমিদার বাড়ি,মহেরা জমিদার বাড়ির ইতিহাস,মহেরা জমিদার বাড়ি,মহেরা জমিদার বাড়ী,মহেরা জমিদার বাড়ি কিভাবে যাব,টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি,মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল,টাঙ্গাইল জমিদার বাড়ি,মহেরা জমিদার বাড়ি কোথায়,মহেড়া জমিদার বাড়ি টাঙ্গাইল,মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল,জমিদার বাড়ি,টাঙ্গাইল,মহেরা জমিদার বাড়ির ইতিহাস,মহেরা জমিদার বাড়ি ভ্রমন,মহেড়া জমিদার বাড়ি,মহেড়া জমিদার বাড়ি,মহেড়া জমিদার বাড়ি টাঙ্গাইল,টাংগাইল জমিদার বাড়ি,জমিদার বাড়ি
#টাঙ্গাইল
mohera jomidar bari,মহেরা জমিদার বাড়ি,মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল,mohera jamidar bari,tangail jomidar bari,mohera jomidar bari tangail,মহেরা জমিদার বাড়ি,মহেরা জমিদার বাড়ির ইতিহাস,টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি,মহেরা জমিদার বাড়ী,মহেড়া জমিদার বাড়ি টাঙ্গাইল,মহেরা জমিদার বাড়ি কিভাবে যাব,জমিদার বাড়ি,মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল,মহেরা জমিদার বাড়ির ইতিহাস,tangail mohera jomidar bari,mohera jamidar bari tangail,mohera zamindar bari,jomidar bari
Информация по комментариям в разработке