যত্ন একেবারে নেই বললেই চলে সাধারণ গাছে ফলছে অসাধারণ ফল/Rooftop fruit Garden overview /

Описание к видео যত্ন একেবারে নেই বললেই চলে সাধারণ গাছে ফলছে অসাধারণ ফল/Rooftop fruit Garden overview /

#rooftop_garden #thai_variety_fruit_garden
অতি সহজে কম যত্ন করে তৈরি করা হয়েছে এই ছাদের বাগান তবে ফুল কিছু থাকলেও ফল বিশেষভাবে চোখে পড়ার মতো ড্রাগন থেকে শুরু করে করমচা সবেদা পেয়ারা এছাড়া নানান ধরনের ফল দিয়ে তৈরি করেছে এই ছাদ বাগান।
তবে যত্ন এত কম সেটা শুনে অবাক হলাম আর দেখেও তাই মনে হল যে সত্যিই যত্ন খুব কম করে ছাদ বাগানের ফল টেস্ট সম্পূর্ণ আলাদা বাজারে কিনে খাওয়ার থেকে তবে এখানে সম্পূর্ণ অন্যরকম ভাবে যত্ন করা হয় সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখি আর হ্যাঁ যারা বাগান করছে তাদেরকে একটু শেয়ার করে দিতে পারেন তাদেরও সুবিধা হবে এই বাগান দেখে কিছু কিছু টিপস তাদের বাগানে কাজে লাগাতে পারবে।

Комментарии

Информация по комментариям в разработке