সৈয়্যিদেনা ঈমাম হাসান (আ.)’র আবির্ভাব দিবসে বক্তারা বলেন:
অস্থিতিশীল সমাজে শান্তিপ্রতিষ্ঠায়
ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে
ঈমাম হসান (আ.) চিরস্মরনীয়
--------------------------------
প্রিয় নবী হযরত মোহাম্মদ (দ.) এর জেষ্ঠ্য দৌহিত্র, ইসলামের পঞ্চম খোলাফায়ে রাশেদীন, জান্নাতের পুরুষগণের সর্দার হযরত ঈমাম হাসান আল মুজতবা (আ.)’র আবির্ভাব দিবস তথা জন্মদিন পালিত হলো আজ ১৫ রমজান, ১৬ মার্চ ২০২৫ ইং রবিবার।
মুহিব্বীনে আহলে বায়েত ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর কদমমোবারকস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে বিকাল ৩টায়, সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট ইসলামী গবেষক মো. শাহজাহান আলী খানের স্মারক বক্তব্যের মধ্য দিয়ে এ উপলক্ষে শুরু হয় বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল।
রাহে ভাণ্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ- ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফের সাজ্জাদানশিন পীর- বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)’র প্রেসিডিয়াম মেম্বার-
হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)’র
সভাপতিত্বে –
উক্ত আলোচনা সভায় প্যানেল আলোচক হিসাবে বক্তব্য উপস্থাপন করেন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সম্মানিত সভাপতি
ড. মাহফুজ পারভেজ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক
ড. মোহাম্মদ জাফর উল্লাহ,
আয়োজনটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সদস্য সচিব ছৈয়দ মোহাম্মদ ছরোয়ার আলাম (শাহ মিডু)।
তৎকালিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ধারাবাহিক ভাবে হযরত আলী (আ.) এর পরে ৫ম খলিফায়ে রাশেদীন হিসাবে ঈমাম হাসান (আ.) খলিফার ক্ষমতা লাভ করে। বক্তাগণ তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন, সদ্যজাত মুসলিম রাস্ট্রের দুটি আলাদা দলের সম্মুখ যুদ্ধে হাজার হাজার যোদ্ধা সাহাবী ও হাফেজে কোরআন অকাতরে শহীদ হতে দেখে তিনি ক্ষমতার লোভ ত্যাগ করে সন্ধির মাধ্যমে নিজের যৌক্তিক দাবী পরিহার করে সমাজে শান্তি প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন। ঈমাম হাসান (আ.)’র বহু অবদানের মধ্যে এ ঘটনাটি তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন:
জনাব মো. আলগীর, প্রধান পৃষ্ঠপোষক, মুহিব্বীনে আহলে বায়েত ফাউন্ডেশন।
শাহজাদা ছৈয়দ শরিফ হোসাইন (মা.), মোন্তাজেম, চট্টগ্রাম দরবার শরিফ, বোয়ালখালী পৌরসভা।
এ. আর. কামরুল ইসলাম, প্রধান খাদেম, মোহাম্মদীয়া কাফেলা ঐক্য পরিষদ।
সাইয়্যিদ আতিম সুলতান, ছাহেবজাদা, জামাল খানস্থ দরুদ মঞ্জিল, সোলতানিয়া দরবার শরিফ।
রাহে ভাণ্ডার সিলসিলার খলিফা ও চট্টগ্রাম দরবার শরিফের আওলাদ শাহজাদা ছৈয়দ সাইফুল আলম নাইডু।
বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী জনাব মোহাম্মদ আব্দুল হালিম।
ডা. শাহজাদা ছৈয়দ আরেফ হোসাইন (মা.), রাহে ভাণ্ডার সিলসিলার খলিফা এবং মোন্তাজেম, চট্টগ্রাম দরবার শরিফ, বোয়ালখালী পৌরসভা।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নুরুল আবচার, সভাপতি ও মোতওয়াল্লী, হাজী মফজ্জল আহমদ জামে মসজিদ।
রাহে ভাণ্ডার সিলসিলার খলিফা ও চট্টগ্রাম দরবার শরিফের আওলাদ মাওলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত।
মুফতি মাওলানা আবুল কাশেম, প্রিন্সিপ্যাল, সোলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসা, কর্ণফুলি।
মুফতি মাওলানা তানভিরুল ইসলাম, ভাইস প্রিন্সিপ্যাল, সোলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসা, কর্ণফুলি
রাহে ভাণ্ডার সিলসিলার খলিফা জনাব মোহাম্মদ তসলিম,
রাহে ভাণ্ডার সিলসিলার খলিফা জনাব মোহাম্মদ আলী আকবর বাবুল প্রমুখ।
তৎকালিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ধারাবাহিক ভাবে হযরত আলী (আ.) এর পরে ৫ম খলিফায়ে রাশেদীন হিসাবে ঈমাম হাসান (আ.) খলিফার ক্ষমতা লাভ করে। বক্তাগণ তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন, সদ্যজাত মুসলিম রাস্ট্রের দুটি আলাদা দলের সম্মুখ যুদ্ধে হাজার হাজার যোদ্ধা সাহাবী ও হাফেজে কোরআন অকাতরে শহীদ হতে দেখে তিনি ক্ষমতার লোভ ত্যাগ করে সন্ধির মাধ্যমে নিজের যৌক্তিক দাবী পরিহার করে সমাজে শান্তি প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন। ঈমাম হাসান (আ.)’র বহু অবদানের মধ্যে এ ঘটনাটি তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন হতে তিলাওয়াত করেন সোলতানুল আরেফির ক্যাডেট মাদ্রাসার ছাত্র অনওয়ারুল হোসাইন ইবনে আলী এবং বিশিষ্ট ক্বারী জনাব হাফেজ মাওলানা আতাউল করিম,
অনুষ্ঠানের প্রথমার্ধে নাতে রাসুল ও কাছিদায়ে মাওলা হাসান (আ.) পরিবেশন করেন যথাক্রমে
চট্টগ্রাম দরবার শরিফের আওলাদে পাক শাহজাদা ছৈয়দ হোসাইন মোশাররফ ওয়াসেল,
বিশিষ্ট নাত খাঁ মুহাম্মদ আব্দুল্লাহ,
মোহাম্মদ নোমান, সচিব, ঈমাম হোসাইন (রা.) বহুমুখী ইসলামী কমপ্লেক্স, পটিয়া,
বিশিষ্ট নাত খাঁ মোকাররম হায়দার,
বিশিষ্ট নাত খাঁ ও মুহিব্বীনে আহলে বায়েত ফাউন্ডেশনের সিনিয়র মেম্বার জনাব
.................
নিবেদক,
শাহ মিডু,
সদস্য সচিব, মুহিব্বীনে আহলে বায়েত ফাউন্ডেশন
.
#ShahMedu
#AhleBayt
#imamhassan
#islam
#sufism
#Bangladesh
#RaheVander
#ChattogramDarbarSharif
#Chattogram
.
.
Информация по комментариям в разработке