একটি আদর্শ জৈব পদ্ধতিতে ছাদ বাগান করতে হলে কি কি,কীটনাশক,অনুখাদ্য, ব্যবহার করবেন/ organic material /

Описание к видео একটি আদর্শ জৈব পদ্ধতিতে ছাদ বাগান করতে হলে কি কি,কীটনাশক,অনুখাদ্য, ব্যবহার করবেন/ organic material /

#organic_product #organic_material

শুধুমাত্র জৈব ভাবে বাগান করতে গেলে এই সমস্ত প্রোডাক্ট গুলি আপনাকে ব্যবহার করতে হবে। যেমন আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক ফাংগিসাইড ও অনুখাদ্য ব্যবহার করে থাকি।

তবে এখন আর রাসায়নিক কোন কিছু ব্যবহার করার প্রয়োজন হবে না আপনি জৈব ভাবে করতে পারেন বাগান।

যেমন ভালো ভিটামিন ভালো ফাংগিসাইড ভালো কীটনাশক ও নিম তেলের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের সয়েল বা মাটি উন্নত করার জন্য যা কিছু দরকার সবকিছু পাব জৈব ভাবে।

কারণ আমরা সব হে বাগান করি আমাদের এখান থেকে লাশ বা ক্ষতি হওয়ার কোন কিছু নেই আমরা যেটুকু ফল ফলাতে পারব সবজি ফলাতে পারব সবকিছু জৈব ভাবে করতেই পারি।

পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জৈব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।

আমরা ছাদে যারা অল্প সবজি করছি সবাই চেষ্টা করলে এরকম জৈব ভাবে বাগান করতেই পারে।

সব সময়ের জন্য মাটি নষ্ট হবেনা মাটি ভালো থাকবে একই মাটিতে আমরা দীর্ঘদিন গাছ বসাতে পারব।

এর সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের জৈব খাবার অর্থাৎ হাড় গুড়ো সিংকুচি বাদাম খোল নিম খোল মিক্স খাবার লেদার মিল ব্যবহার করতে পারি।


শুধু আজ নয় আমরা দীর্ঘদিন জৈব ভাবে যদি বাগান করি একটা সময় আমাদের গাছের চেহারা গাছের গ্রোথ সব সময় একই পর্যায়ে থাকবে।

এর আগেও আমি একটা জৈব কোম্পানির সঙ্গে ভিডিও করেছিলাম যেখানে সবকিছু জৈব ভাবে করা সম্ভব।

এই ধরনের ভিডিও গুলো প্রত্যেককে শেয়ার করবেন যে জৈব ভাবে ও সুন্দর সুষ্ঠু ছাদ বাগান করা সম্ভব।

রোজ দুপুর একটায় নতুন ভিডিও থাকে আপনাদের জন্য একটু ফলো করলেই ভালো বাগান করা সম্ভব হবে।

Комментарии

Информация по комментариям в разработке