সৌদি আরবের রহস্যময় 'ওয়াদি আল জিন' জিনের এলাকা । রহস্যময় জিন পাহাড়ের রহস্যভেদ । The Magnetic Hill।

Описание к видео সৌদি আরবের রহস্যময় 'ওয়াদি আল জিন' জিনের এলাকা । রহস্যময় জিন পাহাড়ের রহস্যভেদ । The Magnetic Hill।

সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দূরে বা কাছে , দেশে বা বিদেশে আপনার যে যেখান থেকে আমাদের ভিডিও টি দেখছেন সকল কে দৈনিক পত্র পত্রিকা টিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম।(ok) আপনাদের সকল কে আমন্ত্রন জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য। আর আজকের পর্বটি সাজানো হয়েছে। সৌদি আরবের রহস্যময় 'ওয়াদি আল জিন' জিনের এলাকা । রহস্যময় জিন পাহাড়ের অদ্ভুত সব ঘটনা।যেখানে সবকিছু চলে উল্টো | Magnetic Hill কে কেন্দ্র করে মুলুত আজকের পর্বটি সাজানো হয়েছে।

আশা করছি আপানারা সম্পূর্ণ ভিডিও টি দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ।

আর আজকের পর্বে আমাদের কে সার্বিকভাবে রহস্যময় জিন পাহাড় সম্পর্কে সুন্দর ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে ঘুরিয়ে দেখিছেন মুফতি রেদওয়ান ভাই। মুফতি রেদওয়ান ভাই কে অনেক ধন্যবাদ জানাই। এবং তাঁর জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ

সৌদি আরবের মদিনায় অবস্থিত রহস্যময় পাহাড় ওয়াদি আল জিন। বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এটি জিনের পাহাড় নামে পরিচিত। আরবরা এই পাহাড়টিকে ওয়াদি আল আবইয়াজ বা ওয়াদি আল বায়জা বলে থাকে। তবে যে নামেই পরিচিত হোক না কেন এটি, জায়গাটিতে পৃথিবীর অবাক করা ঘটনা ঘটে। সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই জিনের পাহাড়। মদিনা থেকে বের হয়ে কিছু খেজুর বাগান পার হয়ে যেতে হয় এই এলাকাটিতে। খেজুর বাগানের পর পাহাড়ি পথ। এই এলাকার পাহাড়গুলোও ব্যতিক্রম।

#Saudi Arabia's mysterious 'Wadi Al Jin' area of ​​Jinn. Secrets of the Mysterious Jin Hill

#All the strange happenings of the hilarious Jin Hill. Where everything goes upside down

Комментарии

Информация по комментариям в разработке