টাকা ধারের চুক্তিপত্র লেখার নিয়ম । কি কি না থাকলে চুক্তিপত্র কার্যকর হবেনা।

Описание к видео টাকা ধারের চুক্তিপত্র লেখার নিয়ম । কি কি না থাকলে চুক্তিপত্র কার্যকর হবেনা।

টাকা ধারের চুক্তিপত্র লেখার নিয়ম । কি কি না থাকলে চুক্তিপত্র কার্যকর হবেনা।
আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে চুক্তিপত্র লিখতে হয়, সেটা হতে পারে ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত প্রয়োজনে। তাছাড়া যেকোন লেনদেনের কাজে লিখিত চুক্তিপত্র আমাদের দৈনন্দিন আমাদের জীবনকে আরও সহজ করে দেয়। যেকোন সম্পদ ক্রয়-বিক্রয় কিংবা ভাড়া অথবা আর্থিক যেকোন লেনদেনের কাজে চুক্তিপত্র করা থাকলে উভয়পক্ষ দায়বদ্ধ থাকেন, ভবিষ্যতে তারা কেও কথার বরখেলাফ করতে পারেননা, চুক্তিপত্রের বরখেলাফ হলে কিংবা প্রতারনার শিকার হলে যেকোন পক্ষ আইনের সহায়তা নিতে পারেন। লেনদেনের পরবর্তী সময়ে যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপযুক্ত সাক্ষির উপস্থিতিতে চুক্তিপত্র সম্পাদনের কোন বিকল্প নেই।
প্রিয় দর্শক, রেডিটুরিডিং চ্যানেলে আপনাকে জানাই সাদর আমন্ত্রন। আপনি যদি আজকেই আমাদের চ্যানেল প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেননা, ভিডিওটিতে লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।
তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও।

রেফারেন্স লিংকঃ
https://ready2reading.com/%e0%a6%9a%e...

Комментарии

Информация по комментариям в разработке