বাজরিগার পাখি পালন | পাখি রেখে কিভাবে বেড়াতে যাবেন | Pakhi Palon | Budgerigar Bird rearing

Описание к видео বাজরিগার পাখি পালন | পাখি রেখে কিভাবে বেড়াতে যাবেন | Pakhi Palon | Budgerigar Bird rearing

পাখি রেখে কিভাবে বেড়াতে যাবেন বাজরিগার পাখি পালন পদ্ধতি
আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আপনার পাখি রেখে কিভাবে বেড়াতে যাবেন। দেখা যায় ঈদ কিংবা অন্যান্য বন্ধের দিনগুলোতে আমরা অনেকেই গ্রামের বাড়িতে যাই। সেসময় ছয় সাত দিন বা ১০-১২ দিনের একটা বড় গ্যাপ পড়ে যায় এক্ষেত্রে কিভাবে পাখিকে রেখে গেলে পাখিগুলো সুস্থ সবল থাকবে এবং প্রপারলি খাবারদাবার খেতে পারবে সেই নিয়মগুলোই জানব আমরা আজকের এই ভিডিওতে। এখানে উল্লেখিত এই নিয়মগুলো যদি আপনি না মানেন তবে আপনার পাখিগুলো অসুস্থ হয়ে পড়ার কিংবা মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি ২/১ দিনের জন্য বেড়াতে যান সে ক্ষেত্রে আপনি পূর্বে যে খাবার দিয়েছেন পানি দিয়েছেন সেভাবেই একটু বেশি পরিমাণে দিয়ে গেলেই চলবে। কিন্তু আপনি যদি এক সপ্তাহ বা তার বেশি সময়ের জন্য পাখি রেখে কোথাও বেড়াতে যান তবে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে। পূর্বে আপনি যে খাবারের বাটিগুলোতে খাবার দিয়েছেন ওই খাবারের বাটিতে খাবার দেয়া যাবে না পূর্বে যে পদ্ধতিতে পাখিকে পানি খাইয়েছেন সেভাবে পানি খাওয়ানো যাবে না আপনাকে কিছু নিয়ম মেনে পাখিকে পানি দিতে হবে। কারণ আপনি যদি নরমাল পানি ব্যবহার করেন তবে সেটা চার পাঁচ দিনের বেশি ভালো থাকবে না। ফলাফলস্বরূপ পাখির পানির পাত্রে সবুজ রঙের শ্যাওলা পড়তে শুরু করবে এবং পাখি সেগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারে। অন্যদিকে আপনি যদি প্লাস্টিকের পাত্রে পাখির খাবার গুলো দেন তবে নিশ্চিতভাবে পাখি সেগুলো ফেলে দেবে। আপনার পাখি দু'একদিনের ভিতরেই সব খাবারগুলো ফেলে দেবে এবং এর পরবর্তীতে তারা না খেতে পেরে মারা যাবে। আর এজন্যই আজকে আমি আপনাদের সাথে তিনটি আলাদা আলাদা টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে আপনি ৮-১০ দিন পর্যন্ত বেড়াতে গেলে পাখিকে বাড়িতে সুস্থ সকল রাখতে পারবেন।

Комментарии

Информация по комментариям в разработке