রাজা বল্লাল সেনের প্রাসাদের সন্ধানে || Ballal Bati, Gour, Malda.

Описание к видео রাজা বল্লাল সেনের প্রাসাদের সন্ধানে || Ballal Bati, Gour, Malda.

ইতিহাসের ছোঁয়া মালদহ তথা গৌড়ের পরতে পরতে। সেদিন ফিরোজ মিনার দেখে আমরা রওনা দিলাম সেন বংশের রাজা বল্লাল সেনের প্রাসাদ দেখতে যা বল্লাল বাটী নামে পরিচিত। হঠাতই সামনে এসে গেলো প্রকান্ড এক পাঁচিল। অবাক বিস্ময়ে তাকিইয়ে দেখতে থাকলাম। গৌড়ের ইতিহাসের একটি বই থেকে জানতে পারলাম, বাইশগজী প্রাচীর হিসেবে পরিচিত এই প্রাচীরের উচ্চতা বিয়াল্লিশ ফুট মাত্র। ইটের তৈরী এই প্রাচীরটী নীচের দিকে পনর ফুট মোটা, উপরের দিকে ৮ ফুট ১০ ইঞ্চি মাত্র। জানা যায় এই প্রাচীরের অভ্যন্তরেই ছিল প্রাচীণ গৌড়ের রাজপ্রাসাদ। তখন এই এলাকা চারটী ভাগে বিভক্ত ছিল। উত্তরভাগ আবার ছোট ছোট অংশে বিভক্ত ছিল। ইতিহাস বলে বাইশগজী প্রাচীর ১৪৬০ সুলতান বারবক শাহর সময়ে নির্ম্মিত হয়েছিল। বিরাট এই প্রাচীর দেখে সত্যিই খুব অবাক হয়ে গিয়েছিলাম। বাইশগজী প্রাচীর পার করে অবশেষে আমরা এসে পৌছালাম আমাদের বহু প্রতিক্ষিত রাজা বল্লাল সেনের সেই বাড়ি বা ধ্বংস স্তুপের সামনে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম একটি বোর্ডে লেখা ‘বল্লালবাটি’। শোনা যায় পুরাতত্ববিদ বিমল বন্দোপাধ্যায় একটি মাটির ঢিবি খুঁড়ে বার করেন এই বল্লালবাটি। যদিও এটা বল্লাল সেনের তৈরি কিনা সেটা নিয়ে আছে প্রশ্ন তবে ইতিহাস অনুযায়ী ধরে নেওয়া হয়েছে যে এটি আসলে বল্লাল সেনই বানিয়েছিলেন আর সুলতান বারবক শাহ এটা সংস্করণ করেন বা প্রথম থেকে আবার করে তৈরি করেন। একসময় খুব কাছ দিয়েই বয়ে যেত গঙ্গা। বাইশগজী এই বিশাল পাঁচিল দিয়ে ঘেরা প্রাচীরের ভিতরে ছিল বাগান, পুকুর। প্রাসাদটি গোল ইঁটের স্তম্ভের উপর ছিল। অনেকের মতে স্তম্ভের মাঝে যে বড়ো ফুটো, তার মধ্যে বসানো ছিল শাল কাঠের গুঁড়ি। তার উপর নির্মিত ছিল প্রাসাদ। বল্লাল্ বাটী দেখে আমরা আমবাগানের ভিতর দিয়ে এগিয়ে গেলাম আরেকটি স্থানে।জায়গাটি জাহাজঘাটা নামে পরিচিত। একসময় গৌড় ছিল একটি বন্দর নগড়ী আর এই এলাকাটী সম্ভবত ছিল অভ্যন্তরীণ বন্দরেরই একটি অংশ। বন্দরের কাছে খাল বিল থাকলেও নদীর দেখা নেই । সময়ের সাথে সাথে নদীও তার গতিপথ পরিবর্তন করে একটূ একটু করে সরে গেছে অনেক দূরে। আঠারো শতকের শেষের দিকে নদীটি গৌড়ের পশ্চিম দিকে প্রায় দশ মাইল সরে যায়। সম্ভবত নদী পশ্চিম দিকে সরে যাওয়ার ফলে রাজা মানসিংহ নদীর পূর্ব তীরে অবস্থিত রাজমহলে রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
বন্ধুরা , যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, সেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানলের সঙ্গে থাকবেন এই আশা রাখি ।

ব্যক্তিগত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নিচের মেইল আইডি তে মেইল করুন। [email protected]
WhatsApp করুন ৮২৫০০৫৯৪৩৩ এই নম্বরে।

#বল্লাল_বাটি#ballal_bati_gour#gour_travel_guide#জাহাজঘাটা#বাইশগজী প্রাচীর
Music used in this video:
Ibn Al-Noor by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. https://creativecommons.org/licenses/...
Source: http://incompetech.com/music/royalty-...
Artist: http://incompetech.com/

Stay Connected with me on Social Network :
Twitter :   / manasbangla  
Facebook :   / manasbangla  
Instagram :  / manasbangla  

Комментарии

Информация по комментариям в разработке