সোনালি দিন | আবু জাফর মোঃ ছালেহ্ | সামিয়া রহমান লিসা

Описание к видео সোনালি দিন | আবু জাফর মোঃ ছালেহ্ | সামিয়া রহমান লিসা

আবার আসবে সোনালি দিন।
আবার আসবে সেই সোনাঝরা রোদ্দুর।
আবার আসবে ফিরে সেই হিম-স্নিগ্ধ পৃথিবী।
আবার হাসবে আকাশ,
হাসবে অরণ্য,
হাসবে সমুদ্র,
হাসবে ঐ নদী।
এক নতুন সূর্যে, নতুন আলোয় ভরে উঠবে এই পৃথিবী আবার।
পৃথিবীর গভীর গভীরতর ব্যাধি আর থাকবে না তখন।
অনন্ত প্রত্যাশার রুপালি আলোয় ভাসবে চারদিক; মাঠ, প্রান্তর, আকাশ, বাতাস, দিগন্ত সবকিছু।

বাতাসগুলো থেকে উড়ে যাবে শত বছরের দূষণ।
মৃত নদীগুলো আবার ফিরে পাবে খরস্রোত।
পাখিরা আবার ফিরে পাবে ধোঁয়াশামুক্ত স্বচ্ছ আকাশ।
বৃক্ষগুলো আবার তরতর করে বেড়ে উঠবে।
সমুদ্র, অরণ্য থেকে সরে যাবে মানুষের লোভাতুর গ্রাস।
রুগ্ণ পৃথিবীর বহু বছরের ক্ষতগুলো শুকিয়ে যাবে।
সেরে উঠবে এই পৃথিবী আবার।

মানুষের আত্মাগুলো আবার দূষণমুক্ত হবে।
ব্যাধিগ্রস্ত আত্মাগুলো থেকে উড়ে যাবে ক্রোধ, হিংসা, হিংস্রতা, ঘৃণা, লোভ, অহংকার, অসুখ, দুঃখ।
মানুষ আবার ভালোবাসতে শিখবে।
ভুলগুলো আবার শুধরে নেবে।
ভালোবাসার রুপোলি বৃষ্টিপ্রলেপিত সেই নতুন পৃথিবীতে আমরা আবার তখন নতুন করে প্রেমে পড়ব।
খুব করে প্রেমে পড়ব।
ফুসফুস ভরে নেব ভেজা ঘাসের নিবিঢ় গন্ধ।
সমুদ্রের নীল জল উড়াব।
প্রজাপতির অনিন্দ্য ডানায় রঙিন হব।
প্রেমের সেই রক্তিম আলোকচ্ছটা মুঠোয় মুঠোয় করে ছড়িয়ে দেব পৃথিবীর আকাশে আকাশে।
সেই স্নিগ্ধ আলোর বর্ণচ্ছটায় সমস্ত পৃথিবীটা আবার করবে ঝলমল।

আবার আসবে সেই সোনালি দিন।
আবার আসবে সেই হীরকচূর্ণ সন্ধ্যা।
আবার আসবে সেই সোনাঝরা রোদ্দুর।

কবিতার শিরোনামঃ 'সোনালি দিন'
কাব্যগ্রন্থঃ 'উদীচীউষা'
কবিঃ আবু জাফর মোঃ ছালেহ্

Комментарии

Информация по комментариям в разработке