আহা মরি মরিরে! কি রূপ মাধুরী! - সাধক - Aha Mori Mori Re

Описание к видео আহা মরি মরিরে! কি রূপ মাধুরী! - সাধক - Aha Mori Mori Re

আহা মরি মরিরে! কি রূপ মাধুরী!
ও বামা কে আসে- হাসিতে হাসিতে ঘনবরণী!

বিবসনা নবীনা রমণী, এলায়ে পড়েছে বেণী,
চরণে নূপুর কটিতে কিঙ্কিণী,
আসব আবেশে লোহিত লোচনী।।

বামার ভালে শিশু শশী, সীমন্তে সিন্দুর,
পীযূষপূর্ণ পীন-পয়োধর,
অসি-মুণ্ডধরা, বরাভয়া মুণ্ডমালিনী।।

সাধক হৃদয় ভাবেতে ধন্য, নিরূপমা নারী নহে সামান্য,
ত্রিতাপহারিণী, শিবের কামিনী, বিশ্বপ্রসবিনী, ভূবনমোহিনী।।

Комментарии

Информация по комментариям в разработке