একজন মানুষের জীবন, সম্পদ, মানসম্মান আল্লাহর কাছে এত দামি যে, কোরআন ও হাদিসে এসব বিষয়ের সুরক্ষা ও নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত কঠোর সব নির্দেশনা দেওয়া হয়েছে। আল কোরআনে তো আল্লাহ একজন মানুষ হত্যা করাকে গোটা মানব-জাতিকে হত্যার মতো জঘন্য অপরাধ বলে আখ্যায়িত করেছেন। ইরশাদ হয়েছে, ‘যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করল।’ সূরা মায়েদা : ৩২। অন্যদিকে একজন মানুষের জীবন রক্ষাকেও গোটা মানবজাতির জীবন রক্ষা বলে সাব্যস্ত করেছেন। ইরশাদ হয়েছে, ‘এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে।’ সূরা মায়েদা : ৩২। যেহেতু একজন মানুষের জীবনের দাম এত বেশি, তাই এর সুরক্ষা ও নিরাপত্তার জন্যও প্রয়োজন কঠোর আইন ও বিধান। আর তাই আল্লাহতায়ালা মানুষের জীবনের সুরক্ষা ও নিরাপত্তার জন্য কিসাসের মতো কঠোর শাস্তির বিধান দিয়েছেন। কিসাস হচ্ছে কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে এর শাস্তিস্বরূপ ঘাতককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা। কোরআনে বলা হয়েছে, ‘হে ইমানদারগণ! তোমাদের প্রতি নিহতদের ব্যাপারে কিসাস গ্রহণ করা বিধিবদ্ধ করা হয়েছে।’ সূরা বাকারা : ১৭৮। আবার এই কিসাসের মধ্যে আল্লাহ মানবজাতির জীবন নিহিত রয়েছে বলে জানিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘হে বুদ্ধিমানগণ! কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পারো।’ সূরা বাকারা : ১৭৯। আয়াতের উদ্দেশ্য হচ্ছে, অন্যায়ভাবে যখন কোনো ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে তখন সে এতটাই অপাঙেক্তয় হয়ে যায় যে, সে পৃথিবীতে থাকার, মনুষ্যসমাজে বাস করার অধিকার হারায়। সে হয়ে পড়ে মানবসমাজের এক মরণঘাতী ব্যাধি, মানবসমাজ টিকে থাকার জন্য যার অপসারণ অপরিহার্য। আর অপসারণের কাজটিই হয় কিসাস তথা ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে। ফলত, এ কথা সুনিশ্চিতভাবেই বলা যায় যে, কোনো ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর মানেই অন্যান্য মানুষের নিরাপদ জীবন লাভ। কেবল মানুষের জীবনই নয়, বরং মানুষের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের সুরক্ষার জন্যও আল্লাহ কোরআনে কঠোর নির্দেশনা দিয়েছেন।
এ আয়াত এ কথাই প্রমাণ করে, কেউ ইচ্ছাকৃতভাবে বিনা বিচারে কোনো ইমানদারকে হত্যা করলে তার শাস্তি হবে চিরকালীন জাহান্নাম এবং সে আল্লাহর গজব ও অভিশাপের শিকার হবে আর তার জন্য রয়েছে কঠোর আজাব। এ ছাড়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করাকে কুফরি বলে আখ্যায়িত করেছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘মুসলমানকে গালি দেওয়া ফাসেকি এবং তাকে হত্যা করা কুফরি।’ বুখারি, মুসলিম। এ হাদিসদ্বয় দ্বারা বোঝা যায়, কোনো ব্যক্তি তার মধ্যে ইমান থাকা অবস্থায় অন্য মোমিন মুসলমান ভাইকে হত্যা করতে পারে না। কারণ মুসলমান তো কেবল সে-ই হতে পারে, যার হাত ও মুখ থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে। যেমন এক হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘খাঁটি মুসলমান হচ্ছে সে, যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।’ আরেক হাদিসে এসেছে, ‘প্রত্যেক মুসলমানের জন্য অন্য মুসলমানের জীবন, সম্পদ ও সম্মানে অন্যায় আঘাত করা হারাম।’ মুসলিম।
এ ছাড়া অন্য এক হাদিসে মোমিনের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে, ‘মোমিন হচ্ছে সেই ব্যক্তি, যাকে মানুষ নিজেদের জীবন ও সম্পদের ক্ষেত্রে নিরাপদ মনে করে।’ তিরমিজি।
সার কথা, ইসলামের দৃষ্টিতে মানুষ হত্যা হচ্ছে একটি জঘন্যতম অপরাধ। এর শাস্তি মৃত্যুদণ্ড। অর্থাৎ নিহত ব্যক্তির বদলায় ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করা। তা ছাড়া ঘাতকের জন্য আল্লাহর রোষানলে পড়ে ধ্বংস হওয়া এবং তার লানতের শিকার হওয়ার মতো কঠোর শাস্তি তো রয়েছেই। এ ছাড়া আখেরাতে তার জন্য অপেক্ষা করছে মর্মন্তুদ শাস্তি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের গোটা জাতিকে এই জঘন্য কর্ম থেকে হেফাজত করুন।হত্যা,গুলি করে হত্যা,জেল হত্যা,হত্যা দিবস,সিনহা হত্যা,পিটিয়ে হত্যা,জেল হত্যা দিবস,বাবা-মা হত্যা,একের পর এক হত্যা,জেল হত্যা দিবস !,জেল হত্যা দিবসে,এমপি আনার হত্যা,হত্যার চেষ্টা,আজ জেল হত্যা দিবস,চেয়ারম্যান হত্যা,বগুড়া বনানী হত্যা,বগুড়া মা ও শিশু হত্যা,জেল হত্যা পোস্টার দিবস,শিশুকে ধর্ষণের পর হত্যা,শোকাবহ জেল হত্যা দিবস আজ,৩রা নভেম্বর জেল হত্যা দিবস,বেদনাবিধূর জেল হত্যা দিবস,গুম অপহরণ হত্যা বন্ধের দাবি,যেভাবে হত্যা করা হয় হানিয়াকে
হত্যার শাস্তি,হত্যার শাস্তি কি,হত্যা বা খুন করার শাস্তি,হিন্দু ধর্ম ত্যাগ করার শাস্তি,মানুষ হত্যার শাস্তি,ইসলামে হত্যাকারীর শাস্তি,আখিরাতে হত্যাকারীর শাস্তি কি,মানুষ হত্যার শাস্তি আবরার হত্যার ভিডিও ফুটেজ,ইসলামে মানুষ হত্যার শাস্তি,হত্যা করলে আখিরাতে কি ধরনের শাস্তি হবে,মুসলমান হত্যা করার পরিণতি,মানুষ হত্যার পরিণাম ও শাস্তি,নাস্তিক হত্যা বৈধ,আবরার হত্যা,বৈধ অস্ত্র দিয়ে কাউকে হত্যা করলে শাস্তি হবে,মানুষ হত্যার শাস্তি আবরার হত্যার ভিডিও ফুটেজ,হত্যা#dua
#ramadan
#iftar
#Mahadi_Hasan_Sumon
#ramadan2024
#Ramadan
#ramadankareem
#ramadanmubarak #islamic #Hadith #jummahmubarak #islamicstatus #Quran #surat #islam #dua #الدعاء #দোয়া #Palestine #مهدى_حسان_شمن #Mahadi_hasan_Sumon #islamicvideo #quran #Dua #মেহেদী_হাসান_সুমন #waz #allah #JummahMubarak #مهدى #hadithquotes #reels #reelsfb #reelsfbシ #reelsvideo #reelitfeelit #reelsinstagram #reelsviralシ #reelsfacebook
#perfume #পারফিউম #foryou #viral #viralshorts #viralvideo #video
#islamicquotes #trending #trendingshorts #trend #travel #tranding #whatsappstatus #bangladesh
হত্যা | হত্যা করার শাস্তি | মানব হত্যা। খুন । জুলুম | Mahadi Hasan Sumon
#mahadi_hasan_sumon
#foryou
#injustice2
#asia
Информация по комментариям в разработке