BBA in Bangladesh,BBA Subject Review Bangla, BBA Honours Course,বিবিএ অনার্স,top subject for honours

Описание к видео BBA in Bangladesh,BBA Subject Review Bangla, BBA Honours Course,বিবিএ অনার্স,top subject for honours

#bba #bbainbangladesh #BBAhonours

BBA এর পূর্ণরূপ ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন ( Bachelor of Business Administration)। এটা ব্যাবসায় শিক্ষার ওপর যারা পড়াশোনা করতে চাও তাঁদের জন্য একটা ডিগ্রী। এই ডিগ্রী'র অধীনে চার বছর ব্যবসায়, ব্যবস্থাপনা, বিপনন, ব্যাংকিং এইসব বিষয়ের ওপর পড়ানো হয় এবং সব কোর্সগুলা শেষ করে পরীক্ষায় পাস করতে পারলে এই ডিগ্রী পাওয়া যায়। ক্রিয়েটিভিটি প্রকাশের সুযোগ অন্যান্য বিষয়ের তুলনায় কিছুটা কম। অন্তত বিবিএ তে। অনেক প্রফেশনাল কোর্স আছে। পাশ করতে পারলে বস্তায় ভইরা বেতন আনতে হবে বাড়িতে। মোটামুটি এইগুলা হইল সহজ কথাবার্তা। এর চেয়েও বেশি জানতে চাইলে উইকিপিডিয়া অথবা গুগলে একবার ঢু মারতে পার।

যে যে বিষয় পড়ানো হয়ঃ
বিবিএ’র কারিকুলাম এমনভাবে ডিজাইন করা হয় যাতে ব্যবসায় শিক্ষার পাশাপাশি একজন শিক্ষর্থী বিজ্ঞান, মানবিক, সামাজিক বিজ্ঞান প্রভৃতি বিষয়ে অল্পবিস্তর জ্ঞান লাভ করতে পারে। বিবিএ তে বিভিন্ন বিষয়ে (Major) প্রধান বিষয় রয়েছে। সেগুলো হলো:
১. মার্কেটিং
২. হিসাব বিজ্ঞান
৩. ফিন্যান্স ও ব্যাংকিং
৪.ব্যবস্থাপনা
৫. হিউম্যান রিসোর্স ব্যবস্থাপনা


৬. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম প্রভৃতি
এছাড়াও দেশের বাইরে উন্নত বিশ্বের দেশগুলোতে Bachelor of Science in Business Administration (BSBA) নামে বিবিএ ডিগ্রী প্রদান করা হয়। এই ডিগ্রীতে মূলত ব্যবসায় প্রশাসনের কারিকুলাম ব্যবসায় শিক্ষার বিষয়ের পাশাপাশি বিজ্ঞানের বিষগুলোর উপর গুরুত্ব প্রদান করা হয়।
একাউন্টিংঃ
HSC তে যেহেতু করেছ(BS) সো খুব সহজ মনে হতে পারে। আসলেও যারা HSC তে একাউন্টিং ভাল পারত,তারা এইখানে এসেও ভাল করে।
ফিন্যান্স এন্ড একাউন্টিং দুটোই বস সাবজেক্ট কোন সন্দেহ নাই। কিন্তু ধৈর্য নিয়ে পড়তে হবে ! দুটোতেই ম্যাথ ভাল পারতে হয়। প্রচুর পড়াশোনা করা লাগে। তবে যারা সায়েন্স থেকে এসেছ তারা একাউন্টিং এভয়ড করতে পার। রেজাল্টে মার খাবা।
প্রাইমারিলি অনেক কিছু ধরতেও পারবা না। বেটার হয় ম্যাথ ভাল পারলে ফিন্যান্স নাও। দুটোই থিওরিটিক্যাল বিষয়টা বেশী গুরুত্ব দেয়। ক্রিয়েটিভিটি প্রকাশের সুযোগ নাই বললেই চলে। অন্তত বিবিএ তে। অনেক প্রফেশনাল কোর্স আছে। পাশ করতে পারলে বস্তায় ভইরা বেতন আনতে হবে বাড়িতে।
ফিন্যান্স ।
খুবভাল সাবজেক্ট। ফিন্যান্স বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মূলধন ব্যয় এখানে তোমাকে গড় মূলধন ব্যয় বের করার জন্য সাধারণ শেয়ার মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় এবং ঋণ মূলধন ব্যয় বের করে গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। ফিন্যান্স খুব ভাল সাবজেক্ট। যদি শিখে বের হতে পার অনেক লাভ। ম্যাথ পারতে হবে কিন্তু। ম্যাথে কাঁচা হলে ভুলেও ফিন্যান্স নেয়ার চিন্তা করবা না। পড়াশোনা অনেক। সো পড়ার ধৈর্য না থাকলে ফিন্যান্সের ছায়াও মাড়াবে না। খবরদার। যদি সেইফ সাইডে থাকতে চাও প্লাস ম্যাথ ভাল পারলে ফিন্যান্স ।
মার্কেটিং
তোমার মাথায় কেগো-পেগো টাইপ বুদ্ধি যদি থাকে মার্কেটিং নাও। বেস্ট তোমার জন্য। বিজনেস লাইনে নিজের ক্রিয়েটিভিটি
দেখানোর জন্য দুনিয়ার সেরা সাবজেক্ট মার্কেটিং ! কি নাই। প্রথাবদ্ধ চিন্তা থেকে নতুন কিছু করার হিউজ সুযোগ আছে মার্কেটিং বিষয়টাতে। মার্কেটিং পার্টের সাথে অনেক কিছু আছে। Research and Development, New Product Designing। পাড়ার মামা চাচারা খালি বিক্রি বাট্টার কথাই চিন্তা করে। কেও আবার বলে 'ডেস্টিনি সাবজেক্ট'। কিন্তু এইটার ফিল্ড বিশাল। তুমি সাথে গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং টা শিখে ফেলতে পারলে তো সোনায় সোহাগা। থিওরি আছে। অনেকই আছে। আবার নতুন কিছু করার মজাও আছে।তবে যারা সায়েন্স থেকে আসতেস আর ম্যাথে যদি দখল ভাল না থাকে। তোমার জন্য মার্কেটিং বেস্ট !
ম্যানেজমেন্ট ।
বিবিএর সাবজেক্ট। কিন্তু জানকি একজন একাউন্টেন্ট, ফিন্যানশিয়াল এনালিস্ট, ব্র্যান্ড ম্যানেজার সবার নিয়োগ দেয় এই ম্যানেজমেন্টের লোকেরাই। আই মিন ভাইভা বোর্ডে একজনকে পাবাই ম্যানেজমেন্ট প্রফেশনের মানুষ। টিমে কাজ করা ভাল পার। পাড়ার ক্রিকেট টিমকে ভাল লিড দিতে পার। পাড়ার লিডার তুমি। লিডারশীপ গ্রহণ করার মানসিকতা যদি থাকে তোমার জন্য এইটা বেস্ট। থিওরিটিক্যাল বেশি।রেজাল্ট করা একটু কঠিন হতেও পারে। কিন্তু লোক ম্যানেজ করাটাই হবে তোমার পেশা ! মজা না? মোটের ওপর তোমার মধ্যে লিডারশিপ জিনিসটা থাকা লাগবে। ডিপ্লম্যাসি থাকা লাগবে। বারগেইন করার ক্ষমতা থাকা লাগবে। তাহলেই এই সাবজেক্ট তোমার জন্য।
ব্যাংকিং !
ব্যাংকিংয়ের ক্ষেত্রে তোমাকে প্রথমে ব্যাংকের সংজ্ঞা, উত্পত্তি ও ক্রমবিকাশ, ব্যাংকের কার্যাবলি, উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। ব্যাংকের আমানত, ব্যাংক হিসাব খোলার নিয়ম বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, কার্যাবলি, ব্যাংকিংয়ের ক্ষেত্রে আধুনিক পদ্ধতির প্রয়োগ ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্ক, দায়িত্ব ও কর্তব্য বর্ণনা, কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা, উদ্দেশ্য, কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি।
ব্যাংকিং খুব ভাল সাবজেক্ট। যদি ব্যাংকিং সেক্টরে আগ্রহ থাকে নিতে পার। তবে সুদে এলারজি থাকা যাবেনা। সুরা অনুসারে সুদ কঠোর কঠোর কঠোর কঠোরভাবে নিষিদ্ধ। আর বাংলাদেশের ৯০% ব্যাংকের মুল আয়ই কিন্তু সুদ। আর সেখান থেকে হবে তোমার বেতন

Related Tag: bba course details in bengali,best career option bba,bba course 2020,bachelor of business administration,বিবিএ কি,বিবিএ মার্কেটিং,subject review bba,bba in bangladesh,best private university for bba in bangladesh,which subject is best in bba,top 5 subjects for honours,b.b.a তে মেজর কোনটি ভাল,bba subject review,bba honours management,what is bba,বিবিএ অনার্স,bba subject review bangla,Subject Review BBA,সাবজেক্ট রিভিউ বিবিএ,বিবিএ পড়ে কি হবে,bba subjects

Комментарии

Информация по комментариям в разработке