অনেক ভূল গল্প প্রচারিত আছে। সত‍্যটা জেনে নিন।

Описание к видео অনেক ভূল গল্প প্রচারিত আছে। সত‍্যটা জেনে নিন।

কেউ বলেছেন বামদেব মায়ের শবদেহ নিজের পিঠে বেঁধে নিয়ে উত্তাল দ্বারকায় সাঁতার কেটে মহাশ্মশানে নিয়ে আসেন, কেউ লিখেছেন বাবার মাতৃশ্রাদ্ধের দিন মানুষের কাঁধে কাঁধে ভারে ভারে খাদ‍্যবস্তু এসে পৌঁছেছিল অলৌকিক ভাবে..
আসলে ঠিক কি ঘটেছিল বামদেব বাবার মাতৃশ্রাদ্ধকে কেন্দ্র করে?
সাধক ব্রহ্মানন্দকে বামদেব কোন অলৌকিক দর্শন করিয়েছিলেন?

এই ঘটনাটি নিয়ে অনেক কাহিনি আছে। বিভিন্ন লেখক ঘটনাটিকে নানান কল্পনার মিশ্রণ করে বিভিন্ন ভাবে তুলে ধরেছেন। সবচেয়ে প্রামাণ্য গ্রন্থ হল " শ্রী বামলীলা "। এই গ্রন্থ লিখেছেন বামদেব বাবার মন্ত্রশিষ‍্য শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায় , যিনি বহুদিন বামদেবের সান্নিধ্য করেছেন। "শ্রীবামলীলা "গ্রন্থটি স্বয়ং তারাক্ষ‍্যাপাজীর ও অনুমোদিত। অতএব এই গ্রন্থে যা বলা হয়েছে সেটাই সবচেয়ে বেশী গ্রহনযোগ‍্য।

তাছাড়া" শ্রীবামলীলা" র এই বক্তব‍্যর সাথে শ্রী বিপুল কুমার গঙ্গোপাধ্যায় এর " মহাপীঠ তারাপীঠ " গ্রন্থের বক্তব্যর অনেকাংশে মিল আছে.. আমরা তাই এই দুটি গ্রন্থের মতকে গ্রহন করেছি।

এছাড়াও হরিচরণ বাবুর পৌত্র শ্রী সমরেশ গঙ্গোপাধ্যায়, যিনি বামদেবের অনেক শিষ‍্য - ভক্তর সান্নিধ্য ধন‍্য ও বহু ঘটনার সাক্ষী - তাঁর কাছ থেকেও তথ‍্য নিয়ে ভিডিওটি নির্মাণ করেছি..

আশা করি ভিডিও টি আপনাদের ভালো লাগবে।
তারা মা ও বামদেব বাবা আপনাদের মঙ্গল করুন। 🙏

মা ত্বং হি তারা চ‍্যানেল।

Комментарии

Информация по комментариям в разработке