🔴Live থাই সরপুটি মাছের পোনা বিক্রয়ের ঢল ||

Описание к видео 🔴Live থাই সরপুটি মাছের পোনা বিক্রয়ের ঢল ||

🔴Live থাই সরপুটি মাছের পোনা বিক্রয়ের ঢল || ‎@FishLivebd 

সরপুঁটি বা সরনা পুঁটি বা সরাল পুঁটি বা কুর্টি (বৈজ্ঞানিক নাম: Puntius sarana) (ইংরেজি: Olive barb) একটি স্বাদুপানির মাছ।




দেহ কিছুটা চাপা এবং রুপালি বর্ণের, আকার প্রায় ৬০ সেমি বা ১৮ইঞ্চি পর্যন্ত লম্বা হয়।সাদাটে বা রূপালী দেহবর্ণের এ মাছটি । কানকোর উপরে সোনালী দাগ বিশিষ্ট এ মাছটির পাখনাসমূহ লালচে বা কমলা রংয়ের।


কার্প মাছের সাথে এ মাছ চাষ করে সবথেকে ভালো ফল পাওয়া গেছে । কার্প মাছের সাথে প্রতি শতকে ৫-১০ টি সরপুঁটির পোনা মজুদ করলে ৩-৬ মাসের মধ্যে ১৫০-২০০ গ্রাম ওজনের হয়ে যায়।একক চাষের ক্ষেত্রে শতকে ৯০-১১০ টি সরপুঁটি মাছের পোনার সাথে ৫-৬ টি কার্প মাছের পোনা মজুদ করলে পুকুরের পরিবেশ ভালো থাকবে।একক ভাবে চাষ করলে বছরে দুইবার চাষ করা সম্ভব।


সরপুঁটি মাছ সাধারণত তৃণভোজী। এরা ক্ষুদি পানা, এ্যাজোলা, নরম ঘাস, কলাপাতা, নেপিয়ার ঘাস ইত্যাদি খেয়ে থাকে।তবে পুকুরে চাষের সময় আশানুরূপ ফল পাওয়ার জন্য সম্পূরক খাদ্য দেওয়া প্রয়োজন।


চাষিদের ভুলের কারণে এ মাছের ক্ষতরোগ ও পরজীবি আক্রান্ত হতে বেশি দেখা যায়।অনেক চাষি সরপুঁটিকে খাদ্য হিসেবে গোবর দিয়ে থাকে।যার ফলে পুকুরের পরিবেশ নষ্ট হয় এবং মাছ ক্ষতরোগ ও পরজীবি আক্রান্ত হয়।


এ মাছ শান্ত স্বভাবের। খুব সহজেই অন্য মাছের সাথে চাষ করা যায়।




আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন থাই সরপুঁটি মাছের পোনা।
থাই সরপুঁটি মাছের পোনা। এগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি।




নিজস্ব লোক ও পরিবহন দ্বারা হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে।
বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।


এখন বর্তমানে আমাদের কাছে,
১.৫ থেকে ২ ইঞ্চি সাইজের পোনা রয়েছে ।
এগুলো হাজার/ পিস হিসেবে বিক্রি করা হয়।


থাই সরপুঁটি মাছের পোনা ক্রয় করতে যোগাযোগ করুনঃ
===============================
মো.আজিজুল হক
মোবাইলঃ
01757-206572
01827-558050 ( Imo/WhatsApp )
ধলা, ত্রিশাল, ময়মনসিংহ।
=============================






Note :-All Video copyright by Fish Live bd


PLEASE do ✔,Like, ✔Comment, ✔Share ✔&Subscribe.




























থাই সরপুঁটি মাছের পোনা,
সরপুঁটি মাছ,
সরপুঁট,
সরপুঁটি মাছের পোনার দাম,
থাই_সরপুঁটি যেভাবে চাষ করবেন,
সরপুঁটি মাছের পোনা,
সরপুঁটি মাছের বৈশিষ্ট্য,




Fish Live BD
হৃদয়ে মাটি ও মানুষ
bangladesh
চাষ পদ্ধতি রেনু পোনার দাম
fish seeds
মাছের পোনা কোথায় পাওয়া যায়
মাছের পোনার দাম
documentary
মাছ চাষ
মাছের পোনা
Fish Farming News
বাংলা মাছের মিশ্র চাষ
Fish Farming Tips and Tricks
মাছের রেণু পোনা
fish farming advice
অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া
মাছের পোনার বাজার

Комментарии

Информация по комментариям в разработке