STAR: 16.07.2022
গান : নং 09.
না বুঝিয়া বিষ খাইলে
**********
না বুঝিয়া বিষ খাইলে বিষে কি আর ছাড়ে,
জমে ধরে যারে। (2)
1/ পাক পরোয়ার হুকুম করেন ফেরেশতারও ঠাই,
আমার হুকুম তামিল করো ভাবার কিছুই নাই,(2)
আল্লাহর হুকুম পাইয়া সবাই দেরি নাহি করে,
সিজদাতে লুটাইয়া পড়ে আদমেরই তরে,(2)
আজাজীলে ভুলের তরে অহংকারে মরে,
আদমেরে সিজদা দিতে অস্বীকার সে করে,(2)
আল্লাহর হুকুম না মানিয়া, লানত নেয় সে ঘাড়ে।
2/ আদি পিতা আদম নবী জান্নাতেরও বাসী,
সেথায় দুইজন মিলে মিশে থাকতেন হাসি খুশি,(2)
আল্লাহর হুকুম না মানিয়া তারাও ভুল করেন,
প্রায়শ্চিত্ত করিবার তরে ভবেতে আসেন,(2)
ভবেতে আসিয়া দেখেন সবই অন্ধকার,
চলিতেছেন কাঁদিতেছেন । ব্যাথার ই পাহাড়,(2)
বিবি হাওয়া তাহার সনে তিনশো বছর ঘুরে।
3/ একদা মুসা নবী তুড় পাহাড়ে করলেন পদার্পণ,
আল্লাহর সম্মুখ ঘটে তখন ভাবের আলাপন,(2)
আল্লাহয় বলেন ওহে মুসা শোনো মনো দিয়া,
মাইনষের গোস্ত খাইবার লাগি পরান যায় জ্বলিয়া,(2)
থালা ছুরি নিয়া নবী ঘুরেন দ্বারে দ্বারে,
তামামও দুনিয়া চষেন গোস্ত মিলে না রে,(2)
নিজের গোস্ত না দিয়া সে পইরা গেছেন ফেড়ে।
4/ সাইয়্যিদুল মুরসালীন নবী মোহাম্মদ যার নাম,
(আল্লায়) যাহার তরে অর্পণ করলেন এই না ধরা দাম,(2)
নবীর চাচা আবু জাহেল । কালেমা পড়ে নাই,
দহন জালায় দিন কাটে তার শীতলতা নাই,(2)
নবী বলেন ওহে চাচা করি যে মিনতি,
কালেমাটা পড়েন চাচা
রাখিয়া পিরিতী,(2)
না রাখিয়া নবীর কথা করলেন অপমান,
রক্তাক্ত করিয়া ফেলে দেহ আরো প্রাণ,(2)
(নবীর) আপন হইয়া আবু জাহেল হাম্মাম হয় সে পরে।
5/ মক্কা ফাতাহ করে নবী আসিলেন ফিরিয়া,
গাদিরে খুম অভিষেক বানান আল্লাহর হুকুম পাইয়া,(2)
নবীর বংশ আহলে বাইয়াত কোরআনেরও বাণী,
আমরা অজ্ঞানতার ফেড়ে পড়ে বিধান নাহি মানি,(2)
আহলে বাইতের প্রতি যারা মহব্বত রাখলো না, জাহেলিয়াতের মৃত্যু যে তার দলিলের ঘোষণা,(2)
বাইয়াত হইয়া রকু
দেওয়ান, শুকরিয়া গুজারে।
End 07.10.2022.
Информация по комментариям в разработке