গজল: চোখের জলে বাধ মানে না
শিল্পী: আইনুদ্দীন আল আজাদ
এলবাম: তাইতো
Song: Chokher Jole Badh Mane Na
Singer: Ainuddin Al Ajad
Album: Taito
শিল্পী: আইনুদ্দীন আল আজাদ এর সকল গজল লিরিক্স সহ এই চ্যানেলে Playlist আকারে পাবেন। ইনশাআল্লাহ।
গজলরে লিরিক্স:
*****মা জননী*****
চোখের জলে বাধ মানে না, বুক ভেঙে যায় চিরে,
মা জননী আসবে কি আর, আমার বুকে ফিরে।
মা জননী আসবে কি আর, আমার বুকে ফিরে।
মায়ের কথা পড়লে মনে, আধার আসে ঘিরে।
মা জননী আসবে কি আর, আমার বুকে ফিরে।
মা জননী আসবে কি আর, আমার বুকে ফিরে।
কেউ ছিলনা পাশে যেদিন, ছিলো শুধু মা,
সেই মায়েরে ভূলে আমি, থাকতে পারিনা।
কেউ ছিলনা পাশে যেদিন, ছিলো শুধু মা,
সেই মায়েরে ভূলে আমি, থাকতে পারিনা।
জীবন যেন বন্ধী আমার, দুঃখের কারাগারে,
মা জননী আসবে কি আর, আমার বুকে ফিরে।
মা জননী আসবে কি আর, আমার বুকে ফিরে।
জনম জনম থাকতে পারি, সব কিছুকে ভুলে,
মায়ের বিয়োগ ব্যাথায় আমি, মরছি তিলে তিলে।
জনম জনম থাকতে পারি, সব কিছুকে ভুলে,
মায়ের বিয়োগ ব্যাথায় আমি, মরছি তিলে তিলে।
ঐ সোনামূখ না দেখিলে, কেমনে রবো ঘরে,
মা জননী আসবে কি আর, আমার বুকে ফিরে।
মা জননী আসবে কি আর, আমার বুকে ফিরে।
নতুন কাপড় পড়ে যেদিন, বিদায় নিল মা,
কি যাতনা সেই জানে, অন্যে জানে না ।
নিজের বাড়ি চলে গেল, সাধের পালকি ছড়ে।
মা জননী আসবে কি আর, এই বুকেতে ফিরে।
মা জননী আসবে কি আর, আমার বুকে ফিরে।
মা জননী আসবে কি আর, আমার বুকে ফিরে।
বিছানাতে থাকতো শুয়ে, রাত হতো গভীর,
ঘুম আসেনা মায়ের চোখে, নীরব নিথর নীর।
বিছানাতে থাকতো শুয়ে, রাত হতো গভীর,
ঘুম আসেনা মায়ের চোখে, নীরব নিথর-নীর।
গভীর রাতে মায়ের আদর, আজো কাদায় মোরে।
মা জননী আসবে কি আর, আমার বুকে ফিরে।
মা জননী আসবে কি আর, আমার বুকে ফিরে।
চোখের জলে বাধ মানে না, বুক ভেঙে যায় চিরে,
মা জননী আসবে কি আর, আমার বুকে ফিরে।
মা জননী আসবে কি আর, আমার বুকে ফিরে।
মা জননী আসবে কি আর, আমার বুকে ফিরে।
#islamic_song #islamic_gojol #bangla_gojol #gojol #song #new_gojol #new_song #naat #islamic_naat #nasheed #islamic_nasheed #nashid #islamic_nashid
#ইসলামিক_গান #ইসলামিক_গজল #ইসলামিক #ইসলামী_সংগীত #ইসলামিক_সংগীত #ইসলামীক #সংগীত #ইসলামিক_নাশীদ #ইসলামিক_নাশিদ #নাশিদ #নাশীদ #ইসলামীক_গান #ইসলামীক_গজল #গান #গজল #বাংলা #বাংলা_গান #বাংলা_গজল #নতুন_গজল #নতুন_গান #পুরাতন_গজল #পুরাতন_গান #আগের_গজল
Информация по комментариям в разработке