সমাস পর্ব-৩।Somas Part-3। বহুব্রীহি সমাস (Bohubrihi Somas)। বাংলা ব্যাকরণ (Bangla grammar)।

Описание к видео সমাস পর্ব-৩।Somas Part-3। বহুব্রীহি সমাস (Bohubrihi Somas)। বাংলা ব্যাকরণ (Bangla grammar)।

সমাস আলোচনা পর্বের ৩য় অংশ । এই পর্বে বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করেছি।

বহুব্রীহি সমাস : যে সমাসে পূর্ব বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে সমস্তপদে অন্য কোনো ব্যক্তি,বস্তু বা পদার্থকে বোঝায় ,তাকে বহুব্রীহি সমাস বলে । বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয় এবং সমস্যমান পদগুলোর কোনোটার অর্থ না বুঝিয়ে বিশেষ কোনো অর্থ নির্দেশ করে ।
ব্যাসবাক্য করার সময় যে,যার/যাহার প্রভৃতি শব্দ ব্যবহৃত হবে । যেমন -
সমান কর্মী যে = সহকর্মী,বহুব্রীহি আছে যার = বহুব্রীহি।
এরপর রয়েছে বহুব্রীহি সমাসের প্রয়োজনীয় কিছু নিয়ম ।
বহুব্রীহি সমাসের প্রকারভেদ । বহুব্রীহি সমাস সাধারণত আট প্রকার ।

আট প্রকার বহুব্রীহি সমাসের সংজ্ঞাসহ উদাহরণ দিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে ।

ফেসবুক পেইজ লিংক :
  / sm.bangla88  

Комментарии

Информация по комментариям в разработке