#সেভেনসিস্টার্স #sevensister
ভারতের সেভেন সিস্টার্স আঞ্চলিক রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ কেন ?| Seven Sisters of India
ভারতের সেভেন সিস্টার্স কেন গুরুত্বপূর্ণ ?
ভারতে ‘সেভেন সিস্টার্স’ বা সাত বোনের সংসারে বাংলাদেশের ভূমিকা কী?
ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য—নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল প্রদেশকে সেভেন সিস্টার বলা হয়। এদের মোট আয়তন ২,৫৫,৫১১ বর্গকিলোমিটার। এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয়। এ রাজ্যগুলো ঐতিহাসিকভাবে আজকের ভারতের অন্তর্ভুক্ত ছিল না। আর্যরা সমস্ত ভারত দখল করে। কিন্তু ব্রহ্মপুত্রের পূর্বপাশের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আসতে পারেনি।
এসব অঞ্চলে গারো, খাসিয়া, বোরো, মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল। মিজোরাম এবং মণিপুর রাজ্য আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে যুক্ত। এই আন্তঃনির্ভরতার কারণে ১৯৭২ সালে এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বা সাত বোনের মর্যাদা দেওয়া হয়। ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া এই সাতটি রাজ্যকে একসূত্রে বলার জন্য এই টার্মটি প্রথম ব্যবহার করেন। এসব রাজ্যের রয়েছে চমৎকার ভূখণ্ড, উদ্ভিদ এবং প্রাণীজগত আর প্রাকৃতিক সৌন্দর্যের বাহার। পর্যটকদের আকৃষ্ট করে সহজেই।
আসাম
আসামের রাজধানী দিসপুর। একে ঘিরে রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অরুণাচল প্রদেশ। এর আয়তন ৭৮,৪৩৮ বর্গকিলোমিটার। রাজ্যটি বিলুপ্তপ্রায় ভারতীয় একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণের চেষ্টা করছে। মধ্যযুগে আসাম দুটি রাজবংশ—কোচ এবং অহম দ্বারা শাসিত হতো। কোচদের উৎস ছিল তিব্বতী-বার্মা অঞ্চল এবং অহমদেরও ছিল তাই যারা উত্তর আসাম শাসন করত। এই সময় ভারতবর্ষ অনেক আক্রমণের সম্মুখীন হয়েছে কিন্তু ব্রিটিশ ছাড়া আসাম কোনো বিদেশি শক্তির শাসনে আসেনি। এমনকি মোঘলরা ১৭ বার আসাম আক্রমণ করেও ব্যর্থ হয়।
মেঘালয়
মেঘালয়ের রাজধানী শিলং। এটি ভারতের ২১তম রাজ্য। এর আয়তন ২২,৪২৯ বর্গকিলোমিটার। গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি। ১৯৭০ সালে আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল। ১৯০৫ সালের ১৬ অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে।
নাগাল্যান্ড
নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর একটি। এর আয়তন ১৬,৫৭৯ বর্গকিলোমিটার। ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন ১৯৪৭ সালের ১৪ আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সুফল পায়নি। ১৯৫১ সালের মে মাসে নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয়। এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায়। কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ সমর্থন করেনি। অবশ্য ১৯৬৩ সালে আসাম থেকে আলাদা করে ভারতের ১৬তম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড। উল্লেখ্য, ১৮৭৪ সালে আসাম আলাদা হলেও ১৯০৫ সালের বঙ্গভঙ্গে তাকে আবার বাংলায় যুক্ত করা হয়।
মিজোরাম
মিজোরামের রাজধানী আইজল। এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। এর আয়তন ২১,০৮৭ বর্গকিলোমিটার। এটি দেশের ২৩তম রাজ্য। এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ, নান্দনিক প্রাকৃতিক দৃশ্য, বাঁশের ওপর নির্মিত ঘরের গ্রাম দেয় অপূর্ব সৌন্দর্য। এখানকার গুরুত্বপূর্ণ নদীগুলো—সোনাই, টুইভাওয়াল, তালেং, কোলোডাইন এবং কামাফুলি। খ্রিস্টীয় ১৭৫০ থেকে ১৮৫০ সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করার মাধ্যমে তারা বসতি স্থাপন শুরু করে। তারা নিজস্ব একটি সমাজব্যবস্থার সূচনা করে।
ত্রিপুরা
ত্রিপুরার রাজধানী আগরতলা। এটি ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য। এর আয়তন ১০,৪৮৬ বর্গকিলোমিটার। দীর্ঘ সময়ব্যাপী রাজ্যটি ত্রিপুরি সাম্রাজ্যের শাসনাধীন ছিল। ব্রিটিশরাও শাসন করে। ত্রিপুরা ১৯৪৯ সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয়। ১৯৫৬ সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলে রূপ নেয়।
সেভেন সিস্টার্স বলতে কি বুঝায়?
সেভেন সিস্টার মানে কি?
সেভেন সিস্টার্স এর সবচেয়ে সুন্দর রাজ্য কোনটি?
সেভেন সিস্টার পড়ার ক্রম কি?
সেভেন সিস্টার্স হাইক করতে কত সময় লাগে?
সেভেন সিস্টার্স হাইক কি কঠিন?
সেভেন সিস্টার্সে সাঁতার কাটা যায়?
সেভেন সিস্টার কি ভিড়ে আছে?
সেভেন সিস্টার্স ওয়াক কোথায় পার্ক করবেন?
সেভেন সিস্টার্স কি দেখার মতো?
সেভেন সিস্টার কি কাদা?
মতামত
সেভেন সিস্টার্স কেন বলা হয়
সেভেন সিস্টার্স মনে রাখার কৌশল
সেভেন সিস্টার্স ম্যাপ
সেভেন সিস্টার্স রাজধানী
সেভেন সিস্টার্স ও বাংলাদেশ
সেভেন সিস্টার্স বাংলাদেশের কোন দিকে
সেভেন সিস্টার্স কি
সেভেন সিস্টার্স এর আওতাভুক্ত ভারতের কোন রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী নয়
seven sisters,india geopolitics,bangladesh,bangla news,bangla documentary,সেভেন সিস্টার্স কি,সেভেন সিস্টার্স কোথায় অবস্থিত,সেভেন সিস্টার্স কি ভারতের,সেভেন সিস্টার্স কি ইউনূস,সেভেন সিস্টার্স কি বাংলাদেশের,কোটা সংস্কার আন্দোলন ২০২৪,সেভেন সিস্টার্স কেন এত গুরুত্বপূর্ণ,বাংলা ডকুমেন্টারি
ki keno kivabe,kikenokivabe,infotainment,কি কেন কিভাবে,কিকেনকিভাবে,ভারতের সেভেন সিস্টার্স,সেভেন সিস্টার্স,সেভেন সিস্টার্স কি,ভারতের সেভেন সিস্টার্স রাজ্য,সেভেন সিস্টার্স স্বাধীনতা,সেভেন সিস্টার্স বাবর,সেভেন সিস্টার্স মানে কি,সেভেন সিস্টার্স মনে রাখার কৌশল,সেভেন সিস্টার্স রাজধানী,সেভেন সিস্টার্স কেন বলা হয়,সেভেন সিস্টার্স বাংলাদেশের কোন দিকে,ভারতের সেভেন সিস্টার্স আঞ্চলিক রাজনীতি,সেভেন সিস্টার্স ফলস,সেভেন সিস্টার্স ছন্দ,সেভেন সিস্টার্স ড.ইউনূস
BVNEWS24
BVNEWS24
Bioscope Entertainment
Bioscope Entertainment
Ekattor TV
Ekattor TV
Информация по комментариям в разработке