প্রত্যেকটা গাছে ফল ঝুলছে বাছাই করা ফলের গাছ দিয়ে ছাদে ফল বাগান তৈরি করেছেন বামনগাছির বিষ্ণু দা

Описание к видео প্রত্যেকটা গাছে ফল ঝুলছে বাছাই করা ফলের গাছ দিয়ে ছাদে ফল বাগান তৈরি করেছেন বামনগাছির বিষ্ণু দা

#rooftop_farming #fruit_Garden

বিশেষ করে যে গাছগুলি প্রচুর ফল হয় বাছাই করা সেই ফলের গাছ গুলি করেছেন বামন গাছির বিষ্ণু দা প্রথম ভিডিও আপনারা দেখেছেন সেই ভিডিওতে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে বিভিন্ন ধরনের মাছ চিংড়ি কেনার জন্য,
7890713059 আবার আমি ফোন নম্বর দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে Green Friends এর শুধু নাম নিয়ে গেলে ডিস্কাউন্ট অবশ্যই আপনারা পাবেন এটা কোন প্রচার নয় শুধুমাত্র শখেই বলতে পারেন আপনাদের জন্য তিনি করবেন,

এমন কিছু জাত এখানে নির্বাচন করা হয়েছে ফল হতে বাধ্য প্রত্যেকটা গাছে আমরা দেখতেই পাচ্ছি যে সুন্দরভাবে ফল ঝুলে আছে, মন চাইছে প্রত্যেকটা থেকে কিছু না কিছু ফল আমরা একটু খায় কিন্তু সেই ফল খেতে গেলে নিজেদের ছাদে এইভাবে গাছ বসাতে হবে কোন যাতে বেশি ফল হয় কি গাছে বেশি ফল হয় তার প্রত্যেকটার উদাহরণ এই ছাদ থেকে আপনাদেরকে দেব যেমন আগের বারে আমরা দেখিয়েছিলাম কাটিমন আম খুব সুন্দর ভাবে কেটে আমরা সকলের সামনে খেয়েছি আজও এই বাগানে আপেল ধরে আছে তারপরে আপনার পেয়ারা ধরে আছে সবেদা ধরে আছে খুব সুন্দর ভাবে চাষ করা হয়েছে বিভিন্ন ধরনের অ্যাডেনিয়াম বিভিন্ন ধরনের অর্কিড তিনি তার বাগানের মধ্যে তৈরি করার চেষ্টা করছেন খুব সাধারণভাবে পরিচর্যা করে এই ভাবে কাজ করা যায় এটা আমাদের চোখে প্রথম দেখা তবে হ্যাঁ এই ছাদে প্রচুর পরিমাণ গোবর সার ব্যবহার করা হয় যে সার ব্যবহার করলে আর অন্যান্য স্যার সেইভাবে ব্যবহার করার কোন প্রয়োজন নেই।

Green friends YouTube channel এ এই ধরনের ছাদবাগান খুব কম দেখতে পাওয়া যায় তবে যতটুকু আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি আশা করব আলাদাভাবে আপনাদের মন কাড়বে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি।
এখানকার গাছে সেইভাবে কীটনাশক ব্যবহার করা হয় না যতটুকু ব্যবহার করা হয়েছে সেটা বলা হয় এছাড়া আপনারা যদি কেউ চান ওই ছাদে গিয়ে দেখতে তাহলে উপরের নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন কোন অসুবিধা নেই তবে যাওয়ার আগে অবশ্যই ফোন করে নেবেন এলাকার মানুষ অবশ্যই।

Комментарии

Информация по комментариям в разработке