থর মরুভূমি | বেঁচে ফেরার এক বিরামহীন লড়াই | Thar Desert | Jaisalmer, Rajasthan | Bengal Discovery

Описание к видео থর মরুভূমি | বেঁচে ফেরার এক বিরামহীন লড়াই | Thar Desert | Jaisalmer, Rajasthan | Bengal Discovery

This channel will be publish only Documentaries on archaeological interests, ancient architectural monuments, historical places, old Heritage, Human Lifestyle, Hat Bazaar & also share to be traveling experience. Actually It's an educational channel.
................................................................................
.................................................................
খরচ....
থর মরুভূমি ভ্রমণে কত টাকা খরচ হবে - তা নির্ভর করবে মূলত আপনি এখানে কিভাবে আসছেন তার উপর।
যেমন, আপনি যদি সেখানে রাত কাটাতে চান-তাহলে মরুভূমির বুকে যে হোটেল বা রিসোর্ট ক্যাম্পগুলো রয়েছে (ডেজার্ট ক্যাম্প) সেগুলো আগে থেকেই অনলাইনে বুকিং করতে হবে। তা না হলে এখানে এসে বুকিং করতে চাইলে-তৎক্ষনাত বুকিং নাও পেতে পারেন। তবে অফ সিজনে আসলে-অবশ্যই যে ক্যাম্পে থাকতে চান-সেই ক্যাম্পের মোবাইল নাম্বার অনলাইন থেকে নিয়ে কল করে কথা বলে আসবেন-কারণ মার্চ থেকে অক্টোবর পর্যন্ত মরুভূমির ডেজার্ট ক্যাম্পগুলো বন্ধ থাকে। তবে কোন কোন ক্যাম্প কর্তৃপক্ষ অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বুকিং নেয়।

থর মরুভূমিতে আপনি যদি ক্যাম্পে রাত কাটাতে চান-তাহলে অনলাইনে যখন বুকিং করবেন-তখনই জানতে পারবেন কত টাকা লাগবে।
অন্যদিকে, আপনি-জায়সালমিরে যে হোটেলে উঠবেন-তারাও ক্যাম্প পরিচালনা করে- না হলে অন্য ক্যাম্পগুলোর সাথে তাদের একটা লিংক থাকে। তাই যে হোটেলে উঠবেন-তাদের সাথে কথা বলেও ক্যাম্প বুকিং করতে পারবেন।

আপনি যদি জায়সালমীর পৌঁছানোর পর সরাসরি মরুভূমির ক্যাম্পে যেতে চান-তাহলে জায়সালমীল শহরে হোটেলে উঠার কোন প্রয়োজন হবে না। আর এক্ষেত্রে হোটেল ভাড়া, মরুভূমিতে আসা এবং ফিরে যাওয়ার জন্য জিপগাড়িভাড়া, সাফারি গাড়ি, উঁটের পিঠে ঘুরাঘুরিসহ মরুভূমিতে বিভিন্ন রাইডিংসহ ক্যাম্পে রাত্রিযাপন এবং নৈশভোজ- ২৪ঘণ্টার জন্য এই পুরো প্যাকেজে দুজনের জন্য খরচ পড়বে আনুমানিক ৭ হাজার টাকা। তবে সিজনে চার্জ পড়বে সর্বনিম্ন কমপক্ষে ৯/১০ হাজার টাকা।

তবে এখানে ৪ তরকা মানের ক্যাম্পও রয়েছে। অর্থ্যাৎ আপনি কি ধরণের ক্যাম্পে থাকবেন-তার উপরই নির্ভর করবে খরচ। বিভিন্ন ক্যাম্প মান ভেদে চার্জ নেয় ১০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত-২৪ ঘণ্টার জন্য।(এ হিসাব কাপলের ক্ষেত্রে প্রযোজ্য)
একা গেলেও যে ‍খুব বেশি খরচের হেরফের হয়-বিষয়টি তা নয়। সামান্য একটু কম খরচ হয়।
আবার, আপনি যদি জয়সালমীরে হোটেলে উঠেন এবং আলাদা করে গাড়ি ভাড়া নিয়ে শুধু মরুভূমি দেখেন-তাহলে শুধু গাড়িভাড়াটাই লাগবে-আর এক্ষেত্রে খরচ পড়বে সর্বোচ্চ ৩ হাজার টাকা। তবে এভাবে এলে মরুভূমিতে রাত কাটানোর অভিজ্ঞতা আপনার হবে না।
............................................................................................
..................................................................

Music
Ibn Al-Noor by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. https://creativecommons.org/licenses/...
Source: http://incompetech.com/music/royalty-...
Artist: http://incompetech.com/

Hitman by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. https://creativecommons.org/licenses/...
Source: http://incompetech.com/music/royalty-...
Artist: http://incompetech.com/

Also credit www.pexels.com
.................................................................................
...........................................................

থর মরুভূমি | বেঁচে ফেরার এক বিরামহীন লড়াই | Thar Desert | Jaisalmer | Rajasthan

Комментарии

Информация по комментариям в разработке