কম্পিউটারের ব্রেইন বা সফটওয়্যার তৈরির কারিগর রাইসুল যেভাবে গড়লেন BrainStation 23 | Lead Talk

Описание к видео কম্পিউটারের ব্রেইন বা সফটওয়্যার তৈরির কারিগর রাইসুল যেভাবে গড়লেন BrainStation 23 | Lead Talk

কম্পিউটারের ব্রেইন বা সফটওয়্যার তৈরির কারিগর রাইসুল যেভাবে গড়লেন BrainStation23 | Lead Talk


Passion কে পুঁজি করেই সফল হওয়া সম্ভব যদি থাকে মনোবল। রাইসুল কবির তার সফটওয়্যার তৈরীর passion থেকেই গড়ে তোলেন Brain Station 23, একটি সফটওয়্যার কোম্পানি।
বুয়েটে পড়াকালীন অবস্থায় part-time চাকরি এবং freelancing করার মাধ্যমে তার এই সফটওয়্যার তৈরীর দুনিয়ায় প্রবেশ। ছোট একটি কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে, আজ Brain Station 23 বাংলাদেশের সেরা পাঁচটি কম্পানির একটি হিসেবে নিজের স্থান করে নিয়েছে। দেশের দক্ষ ইঞ্জিনিয়ারদের জন্য একটি ভালো এবং ইন্টারেস্টিং কর্মসংস্থানের সুযোগ তৈরী করার উদ্দেশ্য নিয়ে কম্পানিটি যাত্রা শুরু করে। বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে, শুধু একটি দৃঢ় উদ্দেশ্য এবং ফোকাসের মাধ্যমে রাইসুল কবির, তার কোম্পানিটিকে আজ আন্তর্জাতিক পর্যায় নিয়ে যেতে পেরেছেন। তার বিশ্বাস, ধৈর্যচ্যুত না হয়ে চেষ্টা চালিয়ে গেলে সাফল্য অর্জন করা সম্ভব।
Lead Talk এর আজকের পর্বে রাইসুল কবির জানাবেন তার Passion, Patience and Focus মাধ্যমে অর্জিত সাফল্যের গল্প।

Комментарии

Информация по комментариям в разработке