১ কাপ চায়ের দাম দেড় লাখ টাকা! Bijoy TV

Описание к видео ১ কাপ চায়ের দাম দেড় লাখ টাকা! Bijoy TV

#চা

এক কাঁপ চায়ের দাম দেড় লাখ টাকা। মধ্যপ্রাচ্যের দেশ দুবায়ে ভারতীয় বংশদ্ভুত এক উদ্যোক্তা এই চা বিক্রি করে বেশ সাড়া ফেলেছেন। শুধু তাই নয়, ভাইরাল এই চা খেতে দুবায়ের সেই ক্যাফেটিতে রীতিমতো মানুষের উপচে পরা ভিড় থাকে।
চাপ্রেমীদের কাছে চা অমৃতের চেয়ে কম কিছু নয়। বিশ্বের যেখানেই যান না কেন, সেখানকার চায়ের স্বাদ নিতে তারা কখনোই ভোলেন না। তবে আপনি যদি দুবাই ভ্রমণে যান তাহলে দেড় লাখ টাকার এক কাপ চা কোনোভাবেই এড়িয়ে যাবেন না। কারণ এই চা খেতে রীতিমতো মানুষের উপচে পরা ভিড় লেগে থাকে।
দুবায়ের ডিআইএফসি এমিরেটস ফিন্যান্সিয়াল টাওয়ারে জনপ্রিয় সেই ক্যাফের নাম বোহো ক্যাফে। ক্যাফেটির মালিক ভারতীয় বংশদ্ভুত উদ্যোক্তা সুচেতা শর্মা। ২৪ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি হওয়ায় তিনি বিখ্যাত এই চায়ের নাম দিয়েছেন ‘গোল্ড কারাক’ টি।
তবে এই স্বর্ণ মোটেই কাপে ডেকোরেশনের জন্য নয়, চাইলেই চায়ের সঙ্গে এই স্বর্ণ পেটে চলে যাবে আপনার। আর এই স্বর্ণ মাখা এক কাপ চায়ের দাম ৫ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় লাখ টাকারও বেশি। তবে শুধু সোনার চা নয়, সোনার কফি, সোনার গুঁড়া দিয়ে তৈরি ক্রসোঁও এই ক্যাফের অন্যতম আকর্ষণ।
এই লাখ টাকার চা বা কফি পরিবেশন করা হয় রূপোর একটি কাপে। এরপর ওপর থেকে ২৪ ক্যারেট সোনার প্রলেপ সাজিয়ে দেয়া হয়। কেউ চাইলে চা শেষ করার পর রূপোর কাপটি সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারেন।

copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

Комментарии

Информация по комментариям в разработке