পুরান ঢাকার লাল দুর্গ প্রাচির। লালবাগ কেল্লা।লালবাগ কেল্লা কোথায় অবস্থিত।লালবাগ কেল্লার ইতিহাস।

Описание к видео পুরান ঢাকার লাল দুর্গ প্রাচির। লালবাগ কেল্লা।লালবাগ কেল্লা কোথায় অবস্থিত।লালবাগ কেল্লার ইতিহাস।

আমি এই ভিডিও তে দেখিয়েছি লালবাগ কেল্লা।লালবাগ কেল্লা কোথায় অব, স্থিত বলা হয়েছে। তাছাড়া লালবাগ কেল্লা ⚡ লালবাগ কেল্লার ইতিহাস || Lalbagh Fort History

ইতিহাস থেকে জানা যায়, সম্রাট আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ ১৬৭৮ সালে দুর্গের উদ্যোগ ও নির্মাণকাজ শুরু করেন। দুর্গের একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পরই আজম শাহ দিল্লিতে চলে যান। তার এক বছর পর তৎকালীন সুবেদার নবাব শায়েস্তা খাঁ সেই নির্মাণকাজ পুনরায় শুরু করেন। 


কিন্তু ১৬৮৪ সালে নবাব শায়েস্তা খাঁ'র কন্যা পরী বিবি মৃত্যু পর শায়েস্তা খাঁ এ দুI র্গটিকে অপয়া মনে করেন এবং  অসমাপ্ত অবস্থায় এর নির্মাণকাজ বন্ধ করে দেন। পরীবিবিকে মসজিদ ও দরবার হলের মাঝখানে সমাহিত করা হয়। 


‘লালবাগ কেল্লা’ বলতেই যে ছবিটি সবার কাছে পরিচিত, এটি মূলত পরীবিবির সেই সমাধি। মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি "আওরঙ্গবাদ" বদলে "লালবাগ" নামকরণ করা হয়। আর দুর্গটি তখন পরিচিতি পায় লালবাগ দুর্গ নামে। 

 

 ⚡প্রবেশ টিকেট মূল্য || Lalbag Fort Ticket Price

লালবাগ কেল্লার প্রবেশ গেটের ডান পাশেই রয়েছে টিকেট কাউন্টার। বাংলাদেশী পর্যটকদের জন্যে প্রবেশ টিকেট মূল্য জনপ্রতি ২০ টাকা, স্টুডেন্ট দের জন্য ১০ টাকা । সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্যে ১০০ টাকা এবং বিদেশী পর্যটকদের টিকেটের মূল্য জনপ্রতি ২০০ টাকা। ৫ বছরের নীচে বাচ্চাদের প্রবেশ করতে টিকেট এর প্রয়োজন নেই।


⚡ লালবাগ কেল্লার সময়সূচী ২০২৪ || Lalbag Kella Opening Time & Off Day

লালবাগ কেল্লা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। অক্টোবর থেকে মার্চ মাসে  সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। মাঝখানে দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত বন্ধ থাকে। শুক্রবার দপুর ১২ঃ৩০ থেকে ২ঃ০০ পর্যন্ত বন্ধ থাকে। লালবাগ কেল্লার সাপ্তাহিক বন্ধ প্রতি রবিবার এবং সোমবার শধুমাত্র দুপুর ২ঃ৩০ থেকে খোলা থাকে। এছাড়া সকল সরকারী ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ থাকে।

 

⚡যাওয়ার উপায় || How To Go

ঢাকার গুলিস্তান, নিউমার্কেট, নীলক্ষেত, শাহবাগ, টিএসসি অথবা আজিমপুর এসে রিকশায় করে যেতে পারবেন লালবাগ কেল্লায়। এছাড়া ঢাকার যে কোন জায়গা থেকে সিএনজি অথবা ব্যাক্তিগত গাড়িতে করে করে সরাসরি লালবাগ কেল্লায় আসতে পারবেন।


⚡ট্যুর প্ল্যান ||  Nearby Attractions

লালবাগ দুর্গ ভালো করে ঘুরে দেখার জন্যে অন্তত দুই ঘন্টা সময় নিয়ে যেতে হবে। দুর্গ ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে কাছাকাছি অবস্থিত আরও কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখতে পারেন। লালবাগ কেল্লা থেকে সহজেই আহসান মঞ্জিল, তারা মসজিদ, আর্মেনিয়ান চার্চ, হোসেনি দালান, সদরঘাট, শোয়ারীঘাট অথবা ঢাকা ইউনিভার্সিটি এলাকা ঘুরে দেখতে পারেন। 


#লালবাগ_কেল্লা

#লালবাগ_কেল্লা_কোথায়_অবস্থিত

#লালবাগ_কেল্লার_ইতিহাস

#লালবাগ_কেল্লা_বন্ধ_কবে

#লালবাগ_কেল্লা_সাপ্তাহিক_বন্ধ


#bditpublish




লালবাগ কেল্লা 



লালবাগ কেল্লা সময়সূচী 

লালবাগ কেল্লার ইতিহাস 

লালবাগ কেল্লা বন্ধ কবে

লালবাগ কেল্লা সাপ্তাহিক বন্ধ 

 

Комментарии

Информация по комментариям в разработке