01742900012
এক পুজিতে দুই ব্যাবসা ড্রিংকিং ওয়াটার এবং বেটারি ওয়াটার ব্যবসার আইডিয়া 01742900012
ড্রিংকিং ওয়াটার ব্যাবসা মানুষের খাদ্য তালিকা
আর যা কিছু থাকুক বা না থাকুক, বিশুদ্ধ খাবার পানি অবশ্যই থাকতেই হবে। অন্য সব কিছু না খেয়ে বাঁচা যায়, কিন্তু পানি না খেয়ে বাঁচা যায় না। শহরাঞ্চলে বিশুদ্ধ খাবার পানি এখন দুর্লভ জিনিসে পরিণত হয়েছে। কারণ ওয়াসার মাধ্যমে যে পানি সরবারহ করা হয়, সেটা খাবার উপযোগী নয়।
বাধ্য হয়ে এখানকার মানুষকে খুঁজে হয় পানি বিশুদ্ধ করার বিকল্প উপায় অথবা বিশুদ্ধ পানির সন্ধান। এর মধ্যে বাসা-বাড়ির জন্য পানি ফুটানো, বিশুদ্ধকরণ মেশিন ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। আর অফিস আদালতে বোতলজাত পানি অথবা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ করা জারের পানি পান করতে হয়। দিনে দিনে মানুষ যেহেতু শহরমুখী হচ্ছে, তাই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের চাহিদাও সমান হারে বেড়েই চলেছে। এই চাহিদাকে মাথায় রেখে আপনি গড়ে তুলতে পারেন আপনার ব্যবসা। দিতে পারেন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট।
ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট
কিছু জায়গা আর হাতে ভালো পুঁজি থাকলে স্থাপন করতে পারেন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। একটি প্লান্ট তৈরি করতে তিন-চার কাঠা জায়গা হলেই হবে। আর বিএসটিআইয়ের ম্যানুয়াল অনুযায়ী একটি পূর্ণাঙ্গ প্লান্ট তৈরি করতে পুঁজি লাগবে প্রায় ৫ থেকে ১৫ লাখ টাকা।
তবে ব্যবসা শুরুর জন্য আপনার থাকতে হবে কিছু প্রয়োজনীয় কাগজপত্র। এ ব্যবসা শুরু করার আগে আপনার লাগবে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ইনকরপোরেশন সার্টিফিকেট, ভ্যাট রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, বিএসটিআই সার্টিফিকেট, আইসিডিডিআরবি সার্টিফিকেট ইত্যাদি।
যেভাবে শুরু করবেন
একটি পূর্ণাঙ্গ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করতে প্রথমে পানি রাখার জন্য একটি রিজার্ভ ট্যাংক তৈরি করতে হবে। যদি ওয়াসার পানির ব্যবস্থা না থাকে, তাহলে সাবমার্সেবল মেশিনের সাহায্যে মাটির গভীর থেকে পানি তোলার ব্যবস্থা করতে হবে। এরপর তৈরি করতে হবে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এই প্লান্টের মাধ্যমে ফিল্টার পদ্ধতিতে পরিশোধন করে খাওয়ার উপযোগী করে তোলা হয় সাধারণ পানি।
ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের সঙ্গে একটি ল্যাবও তৈরি করতে হবে।
#Water #Treatment #Business #Bd #Jar #Best #Business #পানির #ব্যবসা #মেশিন #অল্প
01742900012
@Hydrotech Water Technology
(১)আপনি কি পানির ফিল্টার এর ব্যবসার কথা ভাবছেন??????
(২) পানি বিক্রির ব্যবসার কথা ভাবছেন??
(৩) বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করতে চান??
এক্ষুনি কল করুনঃ01742900012
আপনি কি 2/3/4/5/6/7/8 লক্ষ টাকার মধ্যে কোন লাভজনক ব্যবসা করতে চান?
প্রতি মাসে ফ্যাক্টরী, গোডাউন, কর্মচারী বেতন, পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ করে কমপক্ষে 1,00000 থেকে 2,00000/ টাকা নেট প্রফিট করতে পারবেন। ক্রমান্বয়ে একজন উদ্দোক্তা থেকে শিল্প পতি হওয়ার জন্য চমৎকার একটি পদক্ষেপ হতে পারে বিশুদ্ধ পানি বাজারজাত করনের মাধ্যমে। বিশুদ্ধ পানির অভাব, যেটা বাংলাদেশে এখন অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই আপনি বিশুদ্ধ পানির বাজারজাত করনের বাংলাদেশের যেকোন শহরে করতে পারেন।
ক্রমান্বয়ে এই ব্যবসাকেই আপনি প্রসারিত করতে পারবেন খুব সহজে বিনিয়োগকৃত লাভের টাকা দিয়েই। আপনার পরিশ্রম, উত্তম পরিকল্পনাই আপনার ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি। প্রয়োজনে যোগাযোগ করতে পারেেন আমাদের সাথে
01742900012
HYDROTECH USA
এটা একটা প্রাথমিক অানুমানিক হিসাব। এতে ১০% থেকে ১৫ % লাভ কম বেশি হতে পারে আপনার কাজের দক্ষতার উপর নির্ভর করে। তবে অল্প টাকায় কম ঝুঁকিতে যদি কোন ব্যবসা করতে চান, তাহলে আপনি এই ব্যবসায় নামতে পারেন। এই ব্যবসায় ঝুঁকি কম লাভ বেশি। অতি অল্প সময়েই আাপনার পুঁজি ফেরত পেতে পারেন। এখানে প্রতি মাসে আপনার লাভ এবং খরচের একটা প্রাথমিক ধারনা দেওয়া হলো। আপনার এলাকা অনুযায়ী মার্কেটিং এবং উৎপাদন খরচ কম বেশি হতে পারে। যেটা আপনি নিজে তৈরি করতে পারেন।
এক মাসের আয় ব্যয়ের হিসাব :
ভাড়া -10,000/ যদি নিজের জায়গা না থাকে
বিদ্যুৎ বিল - 4,000/
পানির বিল - 5,000/ যদি নিজের টিউবওয়েল না থাকে
ভ্যান ড্রাইভার বেতন- 02 ★ 8,000 = 16,000/
হেল্পার বেতন 02 = 6000 = 12,000/
অন্যান্য খরচ -3000
প্রতি মাসে মোট উৎপাদন বাবত
খরচ = 50, 000/
প্রতি মাসে আপনার উৎপাদিত পণ্য বিক্রি বাবৎ আয়।
আপনি যদি দৈনিক মাত্র ২০০ টি জার পানি বিক্রি করেন যা খুবই সামান্য বা এক সপ্তাহের চেষ্টায়ই করা যাবে।
প্রতি জার(২০ লিটার পানি) এর বিক্রয় মূল্য যদি ন্যুনতম ৪০ টাকা ধরা হয়, তাহলে ২০০ জারের বিক্রয় মূল্য:
200 ★ 40 ★ 30 = 2,40,000/ (মাসে 30 দিন)
মোট বিক্রয় মূল্য = 2,40,000/
মোট ব্যয় (2,40,000 - 50000)
মোট লাভ= 1,90,000 টাকা লাভ থাকবে নিম্নে।
আমাদের বিশুদ্ধ করা পানি ১০০ভাগ বিশুদ্ধ,খাবার উপযোগী এনং চাইলে আপনি এই পানি বাজারে বিক্রিও করতে পারেন।
আমাদের নম্বরে ২৪ ঘন্টা কল করে খরচ এবং বিস্তারিত জানতে পারবেন।
Some of Our Valued Clients:
★ 1) BANGLADESH ARMY
★2) BRAC
★3) DBL GROUP
★4) MONDOL GROUP
★5) AL MUSLIM GROUP
★6) ELITE GROUP
★7) CUTE DRESS INDUSTRIES LIMITED
★8) KNIT CONCERN GROUP
★9) JAJ BHUIYAN GROUP
★10) PADMA GROUP & so more...........
🏠🏠🏠🏠আমাদের ঠিকানা🏠🏠🏠🏠
অফিসঃ ১৫৬ দক্ষিন কমলাপুর,ঢাকা।
ম্যাপ লোকেশনঃ https://goo.gl/maps/2epreWtwpT6oKVuDA
( লিংকটি "কপি" করে যেকোনো ব্রাউজারে "পেস্ট" করে শুধু ক্লিক করুন!! )💐
Hot Line: +8801973888831
Mobile: +8801742900012, 8801866780033
ওয়েবসাইটঃ https://www.hydrotechbd.com/
ওয়েবসাইটঃ http://www.bdwaterfilter.com/
Facebook: / watertreat.bd
Imo/Whatsapp: 01742900012
#mineral#water#business#bangladesh
Информация по комментариям в разработке