ত্বলা আল বাদরু আলাইনা বাংলা অর্থ সহ | Tala Al Badru Alayna Bangla Translation.

Описание к видео ত্বলা আল বাদরু আলাইনা বাংলা অর্থ সহ | Tala Al Badru Alayna Bangla Translation.

রাসূল সা: মাক্কা থেকে হিজরত করে মাদিনায় প্রবেশের সময় রাসূল সা: কে দেখে ছোট ছোট বাচ্চারা আনন্দে এই নাশিদটি গাইতে থাকে। সময়ের ব্যবধানে আমাদের থেকে এই নাশিদ টি হারিয়ে যাচ্ছে। অনেকেই হয়তো জানেনও না এটা যে রাসূল সা: এর যুগের নাশিদ!!
• ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এবং আপনার ছোট্ট বাচ্চাটিকে বলতে ভুলবেন না, এটা যে ১৪০০ বছর পূর্বের নাশিদ!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
নাশিদ: ত্বলা আল বাদরু আলাইনা বাংলা অর্থ সহ | Tala Al Badru Alayna Bangla Translation.
___________________________________
আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কানেক্টেড থাকুন:- Facebook page:  / aminiqafila  
___________________________________

L . Y . R . I . C . S

طَلَعَ البَدْرُ عَلَيْنَا
পূর্ণিমা চাঁদ আমাদের উপর উদিত হয়েছে।

مِنَ ثَنِيَّاتِ الوَدَاع
ও'য়াদা উপত্যকা থেকে।
(যে উপত্যকা দিয়ে রাসূল সা: মদীনায় প্রবেশ করেন)

وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا 
এবং উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের কর্তব্য।

مَا دَعَى لِلَّهِ دَاع
যতদিন আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে।

أَيُّهَا المَبْعُوثُ فِينَا!!
হে আমাদের মাঝে প্রেরিত ব্যাক্তি!!

جِئْتَ بِالأَمْرِ المُطَاع
যিনি আল্লাহর পক্ষ থেকে আদেশ-উপদেশ নিয়ে এসেছেন।

جِئْتَ شَرَّفْتَ المَدِينَة 
আপনি এসে এই শহরকে সম্মানিত করেছেন।

مَرْحبََاً يَا خَيْرَ دَاعٍ!!
স্বাগতম হে উত্তম দাওয়াত দাতা!!

أشْرَقَ النُّوْرُ عَلَيْنَا
আমাদের উপর জ্যোতি উদিত হয়েছে।

و تَجَلّٰى بِالْجَمَالِ
এবং সৌন্দর্য প্রকাশ পেয়েছে।

يَغْمُرُ الكَوْنُ ضِيَاءً
মহাবিশ্ব আলোতে প্লাবিত।

و ظَلَامُ اللَّيْلِ زَالٍ
এবং রাতের অন্ধকার কেটে গেছে।

بِحَبِيْبِ اللّه طٰهٰ
আল্লাহর প্রিয় "ত্বহার" ওসিলায়।
(ত্বহা' শব্দটি রাসূল সা: এর নাম)

المُصْطَفٰى بَدْرُ الكَمَالِ
পূর্ণতার পূর্ণিমা চাঁদ মুস্তফা সা:

أنْشَدَ الكَوْنُ سُرُوْرًا
মহাবিশ্ব আনন্দে আবৃত্তি করছে।

مَرْحَبًا يا أزْكٰى الرِّجَالِ!!
স্বাগতম হে পূত পবিত্র লোক!!

جِئْتَ شَرَّفْتَ الْبَرَايَا
তুমি এসে মানব জাতীকে মর্যাদার পথ দেখিয়েছো।

هَادِيًا تَمْحُوْ الضَّلَالِ
গোমরাহীকে নিশ্চিহৃ করে দিয়েছো।

مَرْحَبًا مِنْ كُلِّ قَلْبٍ
সবার হৃদয় থেকে স্বাগতম!

لَكَ تُتْلٰى بِالْجَلَالِ
তাই আপনার সম্মানে কবিতা আবৃতি হচ্ছে।

يا أجَلَّ الْخَلْقِ قَدْرًا!!
হে মর্যাদায় সৃষ্টির শ্রেষ্ঠ মানব!!

يا إمَامَ المُرْسَلِيْن!!
হে রাসুলগণের ইমাম!!

يا خِتَامَ الْأنْبِيَاءِ!!
হে সর্বশেষ নবী!!

يا رَجَا المُسْتَضعَفِيْن!!
হে দূর্বলদের প্রত্যাশী!!

_______________________
সতর্কবার্তা:
আমরা কাউকেই আমাদের ভিডিও পুনরায় ব্যবহার করার অনুমতি দেই না। সুতরাং কেউ আমাদের অনুমতি ছাড়া অন্য কোন চ্যানেলে ভিডিওটি পুুুুনরায় আপলোড করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

#AminiQafila

Комментарии

Информация по комментариям в разработке