রমনা কালী মন্দির | Ramna Kali Mandir।amgor tv

Описание к видео রমনা কালী মন্দির | Ramna Kali Mandir।amgor tv

রমনা কালী মন্দির ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দিরসমূহের মধ্যে অন্যতম । এটি রমনা পার্কের দক্ষিণে, বাংলা একাডেমির বিপরীত দিকে ২.২২ একর জমির ওপর প্রতিষ্ঠিত ,এটি রমনা কালীবাড়ি নামেও পরিচিত। এটি প্রায় এক হাজার বছরেরও পুরাতন বলে বিশ্বাস করা হয় কিন্তু ইংরেজ আমলে এই মন্দিরটি আবার নতুন করে নির্মাণ করা হয়েছিল । পুরাতন রমনা কালী মন্দিরটি বাংলার নিজস্ব স্থাপত্যরীতির দুর্লভ নিদর্শন ছিলো। কথিত আছে, শংকরাচার্যের অনুগামী দর্শণার্থী সম্প্রদায় এ কালী মন্দির প্রতিষ্ঠা করে। প্রায় পাঁচ শ’ বছর পূর্বে বদ্রী নারায়ণের যোশী মঠের সন্ন্যাসী গোপাল গিরি ঢাকায় এসে রমনায় প্রথমে একটি আখড়া স্থাপন করেন। তখন এ আখড়া কাঠঘর নামে অভিহিত হত। পরে এ স্থানেই হরিচরণ গিরি মূল মন্দিরটি নির্মাণ করেন।
প্রাচীন আখড়ার পাশে হরিচরণ গিরি কর্তৃক নির্মিত মন্দিরটি বাঙালি হিন্দু স্থাপত্য রীতি বহন করলেও তাতে মুসলিম রীতির প্রভাব লক্ষণীয়। মূল মন্দিরটি ছিল দ্বিতল। এর দ্বিতল ছাদের উপর ছিল ১২০ ফুট উঁচু পিরামিড আকৃতির চূড়া। মূল মন্দিরটি চতুষ্কোণাকার, ছাদ উঁচু এবং বাংলার চৌচালা রীতিকে অনুসরণ করে নির্মিত। নথিপত্র প্রমাণে দেখা যায় যে, ষোল শতকের শেষভাগে বিক্রমপুর ও শ্রীপুরের জমিদার কেদার রায় তাঁর গুরুর জন্য এ মন্দিরটি নির্মাণ করান।
কথিত আছে, কালীবাড়ির সামনের দিঘিটি খনন করান ভাওয়ালের রাণী বিলাসমণি। রমনা কালী মন্দিরের উত্তর পাশে ছিল আনন্দময়ী আশ্রম। পশ্চিম দিকে ছিল একটি নাট মন্দির। মন্দিরের বেদীর উপর স্থাপিত ছিল বিষ্ণু ও অন্নপূর্ণা বিগ্রহ।
কালিবাড়ী মন্দিরটি ১৯৭১ সালের ২৭ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমনে বিধ্বস্ত হয়। তারা মন্দির ও আশ্রমটিতে আগুন ধরিয়ে দেয়। মন্দিরের সেবায়তসহ প্রায় এক শ’ সন্ন্যাসী, ভক্ত এবং সেখানে বসবাসরত সাধারণ মানুষ নিহত হয়। এ সময় কালী মন্দিরের পুরোহিত ছিলেন স্বামী পরমানন্দ গিরি।
রমনা কালী মন্দিরে বর্তমানে কালী মূর্তি ছাড়াও আরো বেশ কয়েকটি মন্দির রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো, দুর্গা মন্দির, লোকনাথ মন্দির, রাধা গোবিন্দ মন্দির, আনন্দময়ীর মন্দির।
মন্দিরটির স্থাপত্য শৈলী বহুবার পরিবর্তিত হয়েছে। মন্দিরের সামনে একটি বড় দিঘি আছে যা একসময় উপাসক এবং দর্শনার্থীদের সাঁতার কাটার জন্য একটি জনপ্রিয় স্থান ছিল। বর্তমানে পুকুরটি প্রায় সারাবছর পদ্মগুল্মে পূর্ণ থাকে। প্রতি বছরই পুকুরের মাঝবরাবর বৃহৎ দেবমূর্তি নির্মাণ করা হয়।
রমনা কালী মন্দির এর মূল পূজা হলো কালী পূজা।এখানে দুর্গাপুজোও খুব বড় করে হয়। তাছাড়া সরস্বতী পূজা, বাৎসরিক অনুষ্ঠান সহ নানা ধরনের ধর্মীয় উৎসব এখানে হয়ে থাকে ।বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত আসেন মন্দিরে। বিভিন্ন দেশ থেকেও ভক্তরা আসেন। উৎসবমুখর হয়ে ওঠে এই মন্দির।




আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে । আর ভালো লাগলে লাইক-শেয়ার- কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইলো।



#Ramna_Kali_Mandir
#diwali2020
#kalipuja2024
#Bangladesh_Agniveer
#ramnavami
#kali
#mondir
#রমনা
#কালি_মন্দির #ঢাকা
#ramnavmi2024
#harichand
#temple
#রমনা
#মন্দির
#ঢাকা
#বাংলাদেশ
#তীর্থভূমি
#viralvideo #viralreels #reels

Комментарии

Информация по комментариям в разработке