স্মৃতির আকাশে হেমন্ত: আমার প্রিয় গায়কের জন্মদিনে কিছু কথা

Описание к видео স্মৃতির আকাশে হেমন্ত: আমার প্রিয় গায়কের জন্মদিনে কিছু কথা

প্রায় রাত একটা। হঠাৎ শুনি হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে "এই কথাটি মনে রেখো" গানটি। প্রথমে মনে হল কোন চ্যানেলে হয়তো চলছে, কিন্তু না, পাশের ফ্ল্যাটে কেউ এমপি থ্রী চালিয়েছে। শুয়ে শুয়েই শুনলাম অনেকগুলি গান। তারপর মনে হল, আজ ষোলই জুন, হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, তিনি আজ ১০৫ বছরে পা দিলেন। ভাবলাম, আজ কিছু লিখেই ফেলি।

হেমন্ত মুখোপাধ্যায় আমার জীবনের একটি অঙ্গ, যদিও তাকে ব্যক্তিগতভাবে চিনতাম না, কিন্তু অনেকবার দেখেছি। আমি প্রথম রবীন্দ্রসঙ্গীত শুনি তার কণ্ঠে, বাড়ীর গ্রামাফোনে। ছ’বছর বয়সে, বাবার লেখা দুটি গান শুনেছিলাম তার কণ্ঠে "পৃথিবী আমারে চায়" ছবিতে। গান দুটি অসম্ভব জনপ্রিয় হয়েছিল। বাবার সঙ্গে নচিকেতা ঘোষের আলাপ থেকে হেমন্তবাবু আমাদের পরিবারের কাছের মানুষ হয়ে উঠেছিলেন। আমার কাছে হেমন্ত মুখোপাধ্যায় এবং রবীন্দ্রসঙ্গীত সমার্থক হয়ে গিয়েছিল।

হেমন্তবাবু শুধু গায়কই ছিলেন না, একজন অসাধারণ সুরকারও ছিলেন। বাংলা ও হিন্দি ছবিতে তার সুর করা গানগুলি যুগান্তকারী হয়ে উঠেছিল। তার গান "নাগিন" ছবির "কৌন বাজায়ে বাঁশুরিয়া" আজও জনপ্রিয়। তার সুর করা গানগুলি আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে।

তিনি ছিলেন আমাদের গর্ব, আদ্যন্ত বাঙালি। তার প্রয়াণের দিন আমি একটি কবিতা লিখেছিলাম, যা আমার আবেগের বহিঃপ্রকাশ। তিনি আমাদের মতো মানুষের কাছে স্বজনবিয়োগের শোক দিয়ে গিয়েছিলেন।

হেমন্ত মুখোপাধ্যায় আমাদের স্মৃতিতে চিরজীবী থাকবেন, যতদিন বাংলা গান থাকবে, ততদিন আমরা তাকে মনে রাখব।


স্মৃতির আকাশে হেমন্ত: আমার প্রিয় গায়কের জন্মদিনে কিছু কথা #HemantaMukherjee #LegendarySinger
#HemantaMukherjee #LegendarySinger #HemantaMukherjeeBirthday #BengaliMusic #RabindraSangeet #Hemanta105 #BanglaGaan #MusicalLegends #HemantaMukherjeeMemories #TributeToHemanta

Комментарии

Информация по комментариям в разработке