আর কতকাল ভাসবো আমি দুঃখের সারী গাইয়া | আব্দুল আলীম | গোলাম মাওলা | আব্দুল লতিফ | কালজয়ী গান |

Описание к видео আর কতকাল ভাসবো আমি দুঃখের সারী গাইয়া | আব্দুল আলীম | গোলাম মাওলা | আব্দুল লতিফ | কালজয়ী গান |

বিখ্যাত ইসলামী গান: আর কতকাল ভাসবো আমি
দুঃখের সারী গাইয়া
কথা ও সুর: আব্দুল লতিফ
কন্ঠ: গোলাম মাওলা
প্রযোজনা ও পরিবেশনা: রেডিও কথন_Radio Kothon
...................................................................................

আর কতকাল ভাসবো আমি 
দুঃখের সারী গাইয়া
জনম গেল ঘাটে ঘাটে (আমার)  
ভাঙা তরী বাইয়া রে আমার
ভাঙা তরী বাইয়া ॥
 
পরের বোঝা বইয়া বইয়া 
নৌকার গলই গেছে খইয়া রে  
আমার নিজের বোঝা কে বলিবে রে 
রাখবো কোথায় যাইয়া ॥
 
এই জীবনে দেখলাম নদীর 
কতই ভাঙা গড়া 
আমার দেহ তরী ভাঙল শুধু 
না জাগিল চড়া
 
আমার ভবে কেউ কি আছে 
দুঃখ কবো কাহার কাছে রে
আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে
তোমার পথ চাইয়া ॥

#Radiokothon #রেডিওকথন #ইসলামীগজল #আব্দুলআলীম #কালজয়ীগান

Комментарии

Информация по комментариям в разработке