মাত্র ৯৫ হাজার টাকায় প্রাইভেট কার!//বাংলাদেশের বাজারে ইলেকট্রিক গাড়ি বিক্রি, // বাংলা বার্তা

Описание к видео মাত্র ৯৫ হাজার টাকায় প্রাইভেট কার!//বাংলাদেশের বাজারে ইলেকট্রিক গাড়ি বিক্রি, // বাংলা বার্তা

#Private car for only 95 thousand rupees!
=======================================
Technology has brought a lot of things within the reach of people. Another new journey in technology is the electric private car. It is becoming popular in different countries of the world due to its low cost. Even small size and nicely designed electric private cars are available in Bangladesh for only Rs 95,000.

In this private car, four people including the driver can move comfortably. China Longsida Bangladesh Company Limited is selling electric cars in the market of Bangladesh. Their electric vehicles include easy bikes, pickups, vans etc.

There is no battery with a private car priced at Rs 95,000. You have to buy the battery separately and add it. The car needs four batteries. Which will cost 40 thousand rupees. Private car with electric motor, charger and all accessories are provided.

The parts of the electric private car are being imported from China and sold at the Mauna factory in Gazipur. Meanwhile, buyers from different parts of the country are looking for the car. Someone is buying. This has increased the demand for cars. This private car will run up to 120 km on a single charge.

Shamim Hossain, manager of the company's accounts and legal department, said the electric private car is seven and a half feet long and four feet wide. Height from five and a half feet to six feet. It comes with a 1000 watt motor and charge controller, a 48 volt charger, a spare wheel and a tools box. He added that there is no battery with the electric private car. You have to buy the battery separately. Which will cost 40 thousand rupees.



#Electric car sales in Bangladesh market



#মাত্র ৯৫ হাজার টাকায় প্রাইভেট কার!
===================================
প্রযুক্তি মানুষকে অনেক কিছুই হাতের নাগালে এনে দিয়েছে। তার মধ্যে প্রযুক্তির আরেকটি নতুন যাত্রা ইলেকট্রিক প্রাইভেটকার। পরিবেশ বান্ধব-খরচ কম থাকায় পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠছে এটি। এমনকি ছোট আকার ও চমৎকার ডিজাইনের ইলেকট্রিক প্রাইভেটকার মাত্র ৯৫ হাজার টাকায় বাংলাদেশেও পাওয়া যাচ্ছে।

এ প্রাইভেটকারে আরামসে চালকসহ চার জন চলাফেরা করা যায়। বাংলাদেশের বাজারে ইলেকট্রিক গাড়ি বিক্রি করছে চায়না লোংসিদা বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। তাদের ইলেকট্রিক বাহনের মধ্যে রয়েছে ইজি বাইক, পিকআপ, ভ্যান ইত্যাদি।

৯৫ হাজার টাকা দামের প্রাইভেটকারের সঙ্গে ব্যাটারি নেই। আলাদাভাবে ব্যাটারি কিনে সংযোজন করতে হবে। কারে চারটি ব্যাটারি প্রয়োজন। যার দাম পড়বে ৪০ হাজার টাকা। প্রাইভেটকারের সঙ্গে ইলেকট্রিক মোটর, চার্জারসহ আনুষঙ্গিক সব কিছুই দেয়া রয়েছে।

চায়না থেকে ইলেকট্রিক প্রাইভেটকারের যন্ত্রাংশ আমদানি করে গাজীপুরের মাওনার কারখানায় কার রূপান্তর করে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা কারটি সম্পর্কে খোঁজ নিচ্ছেন। কেউবা কিনেও নিচ্ছেন। এতে কারটির চাহিদা বেড়েছে। সিঙ্গেল চার্জে এ প্রাইভেটকারটি ১২০ কিলোমিটার পর্যন্ত চলবে।

প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস অ্যান্ড লিগ্যাল বিভাগের ম্যানেজার শামীম হোসাইন জানান, এ ইলেকট্রিক প্রাইভেটকারটি দৈর্ঘ্য সাড়ে সাত ফুট ও প্রস্থ চার ফুট। উচ্চতা সাড়ে পাঁচ ফুট থেকে ছয় ফুট পর্যন্ত। এর সঙ্গে রয়েছে ১০০০ ওয়াটের একটি মোটর ও চার্জ কন্ট্রোলার, ৪৮ ভোল্টের একটি চার্জার, একটি স্পেয়ার চাকা ও একটি টুলস বক্স। তিনি আরও জানান, ইলেকট্রিক প্রাইভেটকারের সঙ্গে ব্যাটারি নেই। আলাদাভাবে ব্যাটারি কিনতে হবে। যার দাম পড়বে ৪০ হাজার টাকা।



#বাংলাদেশের বাজারে ইলেকট্রিক গাড়ি বিক্রি

Комментарии

Информация по комментариям в разработке