প্রত্যেকটা টবের লেবু গাছে ফলে ভরে আছে 13টি লেবুর ভ্যারাইটি দিয়ে তৈরি এই ছাদ বাগান

Описание к видео প্রত্যেকটা টবের লেবু গাছে ফলে ভরে আছে 13টি লেবুর ভ্যারাইটি দিয়ে তৈরি এই ছাদ বাগান

#rooftop_farming #rooftop_Orange_Garden

প্রত্যেকটা টবের লেবু গাছে ফলে ভরে আছে ১৩ টি লেবুর ভ্যারাইটি দিয়ে তৈরি এই ছাদ বাগান।
আমরা এখন যারা বাগান করি প্রায় সকলের ছাদ বাগানে লেবু গাছ কিছু না কিছু আছে বা আমরা নতুন নতুন জাত সংগ্রহ করছি কিন্তু সেই গাছের সঠিক পরিচর্যা একমাত্র বলে দিতে পারে আপনাদের প্রিয় চ্যানেল।

খুব সহজভাবে এই গাছ ছাদ বাগানে করা সম্ভব প্রত্যেক আড়াই থেকে তিন মাস অন্তর একবার মিক্স খাবার দিতে হবে।

১৫ দিনে একবার বাদাম খোলের জল কিংবা সবজি পচা তরল সার এখানে ব্যবহার করা হয়। মাঝেমধ্যে কীটনাশক ও ফাঙ্গাস প্রবলেম হলে ওষুধ ব্যবহার করা হয়।

মাটিতে সব সময় জৈব খাবার ব্যবহার করা হয় যাতে মাটির উর্বররা শক্তি খুব ভালো থাকে।

গাছগুলি প্রথমে ছোট অবস্থায় ছোট টপ ও ধীরে ধীরে এর থেকে দু বছর অন্তর টব পরিবর্তন করতে হবে একেবারে বড় জায়গায় বসিয়ে দিলে গাছের গ্রোথ কিন্তু ভালো হবে না।


এছাড়া রোজ দুপুরবেলায় নতুন একটি করে ভিডিও ছাড়া হয় একটু ফলো করলে ভালো বাগান করা আপনার পক্ষেও সম্ভব হবে।
বিভিন্ন ধরনের গাছের পরিচর্যা রুফট অফ বাগান কিভাবে সাজাবেন এছাড়া, কোথায় গাছ ভালো পাবেন কোথায় কীটনাশক ওষুধ এছাড়া ফাঙ্গাস এই ধরনের প্রবলেম এর জন্য সব ধরনের সুবিধা পেতে থাকবেন এই চ্যানেল থেকে রোজ দুপুর একটা সময় একটি করে নতুন ভিডিও আসে শুধুমাত্র আপনাদের জন্য ফলো করুন আর নিজেদের মতন করে বাগান তৈরি করুন।

Комментарии

Информация по комментариям в разработке