ভন্ড হিজবুত তাওহীদ -হিজবুত তাওহীদের ভন্ডামি ফাঁস-হিজবুত তাওহীদের নামাজ পড়া।
তাদের কিছু মতবাদঃ
হিযবুত তাওহীদের ভ্রান্ত মতবাদ (পর্ব ১)
.
বর্তমানের ইসলাম প্রকৃত ইসলাম নয়
.
হিযবুত তওহীদ। ১৯৯৫ সালে হোমিও ডাক্তার খ্যাত বায়াজীদ খান পন্নী নামক জনৈক ব্যক্তির দ্বারা টাঙ্গাইল করটিয়ায় এটির প্রতিষ্ঠা লাভ করে। এটি নামধারী একটি ইসলামিক দল হলেও মূলত এটি ইসলাম ধ্বংস করার গোপন ষড়যন্ত্র। সম্রাট আকবর যেমন সব ধর্ম মিলিয়ে দ্বীনে এলাহী নামক একটি ধর্মের গোড়াপত্তন করেছিল, ঠিক তেমনি বায়েজিদ খান পন্নীও সম্রাট আকবর প্রতিষ্ঠিত দ্বীনে এলাহী নামক ধর্মের মতই হেযবুত তওহীদ নামক এ নতুন ধর্মটি আবিষ্কার করেন।
.
হিযবুত তাওহীদের বক্তব্যঃ
.
বর্তমানে আমরা যে ধর্মটিকে এসলাম হিসেবে দেখছি যেটাকে ধর্মপ্রাণ মানুষ অতি যত্ন সহকারে পালন করার চেষ্টা কোরছেন, যে এসলামটাকে সর্বত্র স্কুল কলেজ মাদ্রাসায় ও পীরের খানকায় শেখানো হোচ্ছে সেটা প্রকৃত এসলাম নয়। [এসলাম শুধু নাম থাকবে, পৃষ্ঠা ৯]
.
যাত্রাদলের বন্দুকের সঙ্গে আসল বন্দুকের যতটা পার্থক্য, প্রকৃত এসলামের সঙ্গে বর্তমান এসলামের ততটাই পার্থক্য। এ দুটির চলার পথ সম্পূর্ণ বিপরীত। [এসলাম শুধু নাম থাকবে, পৃষ্ঠা ৯]
.
হাদিসের বক্তব্যঃ
.
আল্লাহ পাকের মনোনিত দ্বীন ইসলামের হিফাযত তিনি নিজেই করবেন। যে দিন ইসলাম এবং মুসলিম থাকবে না সে দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে দিন দুনিয়াতে কোনো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মুমিন থাকবে না, সে দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। [সহীহ মুসলিম, হাদিস নং ১৪৮; তিরমিযী, হাদিস নং ২২০৭]
.
হযরত আব্দুল্লাহ ইবনে উমার (রাদিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার সকল উম্মতকে আল্লাহ তায়ালা কখনও ভ্রান্ত (বিকৃত) বিষয়ের উপর ঐক্যবদ্ধ করবেন না। [জামে আত তিরমিযী, হাদিস ২১৬৭; আবু দাউদ, হাদিস ৪২৫৩]
.
সাওবান (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার উম্মাতের একটি দল সর্বদাই হক্বের উপর প্রতিষ্ঠিত থাকবে। তাঁদের সঙ্গ ত্যাগ করে কেউ তাদের কোন অনিষ্ট করতে পারবে না। এমন কি এভাবে আল্লাহর আদেশ (অর্থাৎ কিয়ামত) এসে পড়বে আর তারা যেমনটি ছিল তেমনটিই থাকবে। [সহীহ মুসলিম, হাদিস নং ৪৭৯৭]
.
সুতরাং হাদিসের ভাষ্য হচ্ছে উম্মাতের একটি দল সব সময় হক্বের উপর থাকবে। যদি ইসলাম বিকৃত হয়ে যায় তাহলে এ হাদিসকে ভুল বলতে হয় (নাউযুবিল্লাহ)। হিযবুত তাওহীদের সমর্থকদের নিকট প্রশ্ন রইল, আপনি কার দিকে ফিরে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের দিকে, নাকি পন্নি সাহেবের হাদিস বিরোধী বক্তব্যের দিকে?
keywords:
shantonu kaisar, islamic youth BD, self-madeTanjim,mehrab Hossain official, hezbut tawheed, hezbut tawheed namaz, হেযবুত তাওহীদ, Hizbut Tawhid, Hossain Mohammad Salim, হিযবুত তাওহীদ, বায়জীদ খান পন্নী, হেযবুত তওহীদের নামাজ, hijbut toihid, হোসাইন মোহাম্মদ সেলিম, hezbut tawheed bangladesh,হিজবুত তাওহীদ, bhojpuri video hd, হিজবুত তাওহীদের নামাজ, হিজবুত তাওহীদ তালাশ, হিজবুত তাওহীদ সম্পর্কে, hossain mohammad salim, হিজবুত তাওহীদের নামাজ পড়া, হিজবুত তাওহীদের ভন্ডামি ফাঁস, হিজবুত তাওহীদ কি,
Информация по комментариям в разработке