বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার এর সম্মিলিত আয়োজনে নদী বিষয়ক অনলাইন বক্তৃতা প্রতিযোগিতা ২০২১ এ চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী @MSIKHAN (মোঃ সাইফুল ইসলাম খান)। নদী বিষয়ক বই উপহার দিয়ে আমাকে প্রতিযোগিতায় অংশ নিতে স্পন্সর করেছিল আরজু আফরিন ক্যাথি।
নদী একটি ছোট্ট নাম। অথচ কত গভীর, কত প্রশস্ত ব্যাঞ্জনায় ছড়িয়ে আছে মানুষের জীবনে। মানুষের সঙ্গে তার কত সখ্য, আবার বৈরিতাও আছে। নদীর প্রবহমান ধারা মানুষের গতিশীল জীবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সুখ-দুঃখ, হাসি-কান্নার এক অমরগাথা বুকে নিয়ে নদী নিরন্তর ছুটে যায় উৎস থেকে মোহনা অবধি। নদীর এই নিরন্তর ছুটে চলার সঙ্গে মানুষ নিবিড়ভাবে একাত্ম হয়। নদীর বুকে জাল ফেলে ভাগ্যান্বেষণে বসে থাকে জলের সন্তান- জেলেরা। জীবিকার তাগিদে এরা নদীর বিক্ষুব্ধ ঢেউয়ের সঙ্গে মিতালি পাতে। নদীর কথা বললেই ভেসে ওঠে বাংলাদেশের মুখ। নদী মানেই তো বাংলাদেশ। দেশজুড়ে জালের মত ছড়িয়ে থাকা অসংখ্য নদী দেশের মাটিকে করেছে উর্বর। নৈসর্গিক সৌন্দর্যকে করেছে অসাধারণ। আর দুকূলের মানুষকে করেছে লড়াকু।
নদীর বুকে আলো-ছায়া বিকেল। নব উদয়ের রক্তিম আভা। শ্রাবণের আসমান জলরেখা, মাঝির উদাস করা গান- বড়ই মনোহর। নদীর পলিদ্বীপে সোনা ফসল ফলায় মাটির সন্তান, কৃষকেরা। দুপাশের অবারিত সবুজ মাঠ, মাঝে মাঝে কৃষকপল্লী, জেলেপল্লী, দূরের বাঁশঝাড়- কয়েকটি তালগাছসহ অপরূপ নান্দনিক শোভামণ্ডিত। নদীর দু’তীরের নৈসর্গিক সৌন্দর্য কেমন রহস্যঘেরা, হৃদয়ছোঁয়া।
নদী মেখলা আমাদের এই দেশ সত্যিই এক অনুপম সৌন্দর্যের স্বপ্নভূমি। আমাদের দেশে এমন কোন জেলা খুঁজে পাওয়া যাবে না, যেখানটায় নদী প্রবাহিত হয়নি। আমাদের সুঃখ, দুঃ খ, হা সি- কা ন্না র সঙ্গে নদী জড়িয়ে আছে গভীর ভাবে। নদী পথে সহজ যোগাযোগকে কেন্দ্র করে নদী তীরে প্রাচীন কালে সভ্যতার গোড়াপত্তন ঘটেছিল। ব্যয়বহুল সড়ক নির্মাণ ছাড়াই শুধু নৌযান বানালেই একস্থান থেকে অন্যত্র স্বল্প খরচে ভ্রমণ করা যায়, মালামাল পরিবহণ করা যায়।
লণ্ডন নগরীর টেমস নদীর কথা কল্পনা করে হয়ত আমরা সবাই নস্টালজিক হই। কিন্তু আমাদের প্রাণের শহর ঢাকার বুড়িগঙ্গা-কে আমরা দখলে-দূষণে ষোল কলা পূর্ণ করেছি। আগে যেখানে মানুষ পুকুর-দীঘি খনন করত আজ সেখানে চলছে ভরটের আয়োজন।
নদী বাঁচে যদি।
সবুজ মায়ায় দেশটা ভরে, সোনার ফসল উঠবে ঘরে নিত্য নিরবধি।
প্রতিযোগিতার ভিডিও লিঙ্ক: • Md Saiful Islam Khan ID 1073 -- নদী বিষয়...
✅Facebook Page► / msikhan11
✅My Twitter► / msikhan11
✅Email► [email protected]
Tags:
River Speech, RiverFlix, Baroari Debate, Best Baroari, Bangladeshi River, Riverland country, Riverine Bangladesh, নদী বিষয়ক অনলাইন বক্তৃতা প্রতিযোগিতা ২০২১, নদীমাতৃক দেশ, নদীর প্রয়োজনীয়তা, নদী মেখলা, নদী রচনা, নদী বিষয়ক রচনা, আমাদের ছোট নদী, বারোয়ারি বিতর্ক, নদী বিষয়ক বক্তৃতা, নদী বার্তা, নদী পরিব্রাজক দল, নদী বাঁচাও, নৌকা, নাও, নদ-নদী, টেমস নদী, বুড়িগঙ্গা নদী, চ্যাম্পিয়ন বক্তৃতা, সেরা বক্তৃতা, সেরা বারোয়ারি, চ্যাম্পিয়ন বারোয়ারি
Информация по комментариям в разработке