পদ্মার চরের জীবন | village life in Bangladesh | The life of the people of Padma

Описание к видео পদ্মার চরের জীবন | village life in Bangladesh | The life of the people of Padma

নদীর ভাঙন নিঃসন্দেহে এর তীরের বসবাসকারীদের জন্য এক মারাত্মক অভিশাপ। বিশেষ করে নদীমাতৃক এ বাংলাদেশ। শত সহস্র বছর ধরে এ ভাঙন চলে আসছে। একদা যে অঞ্চল ছিল সমৃদ্ধ জনপদ, আজ তা কালের অতলে হারিয়ে গেছে। সেখানে এখন দিগন্ত ছোঁয়া বিশাল নদী। লাখ মানুষের অব্যক্ত বেদনার কান্না কান পেতে শোনা যায় সে নদীর বুকের ওপর দিয়ে কুল কুল শব্দে বয়ে যাওয়া জলস্রোত থেকে। নদী ভাঙ্গনের বিপরীত চিত্রটিও রয়েছে আমাদের চোখের সামনে। নদনদীর বুক চিড়ে একের পর এক জেগে উঠেছে ধূ-ধূ বালি আর মাটি নিয়ে বিশাল বিশাল চর, যা আজ মানুষের কাছে প্রকৃতির আশীর্বাদ। নদীর এ ভাঙ্গাগড়ার নেশায় তাই তো কবি লিখেছেন, ‘নদীর একূল ভাঙে ওকূল গড়ে এই তো নদীর খেলা।’
ভাঙন কখন শুরু হবে তার নিদিৃষ্ট পরিধি না থাকলেও সচরাচর তা বর্ষাতেই ঘটে থাকে। বর্ষা আসলেই লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কাকে যে কখন নতুন আশ্রয়ের খোঁজে ছুটতে হয় তার কোন ইয়ত্তা নেই।


মানিকগঞ্জ জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত থানাসমূহ হচ্ছে- হরিরামপুর, দৌলতপুর ও শিবালয়।

১৯৯৩-৯৪ সাল থেকে ১৯৯৭-৯৮ সাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত বিষয়সমূহের মাঝে বাঁধ, স্কুল, লঞ্চঘাট, চিকিৎসালয়, রেলস্টেশন, সরকারী অফিস, শিল্প, থানা, পর্যটন কেন্দ্র, বাজার, সেচ প্রকল্প, ধর্মীয় প্রতিষ্ঠান, ফেরিঘাট প্রভৃতি উল্লেখযোগ্য।
ভাঙনে বিলীন তীরের উল্টোদিকে জমি জেগে ওঠে। তবে তা সময় সাপেক্ষ ব্যাপার। বাংলাদেশে এ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি ঘটে থাকে। সহায়-সম্বলহীন মানুষ নতুন জেগে ওঠা জমির জন্য অপেক্ষা করতে থাকে। বুনতে থাকে হারানো ঐশ্বর্য পুণঃপ্রাপ্তির সোনালী স্বপ্ন।


Our Facebook page link ⬇️
  / nirapodvlog  


The most affected police stations in Manikganj district are Harirampur Daulatpur and Shibalaya.

Among the affected areas from 1993-94 to 1996-97 were dams, schools launch ghats. hospitals railway stations government offices industries police stations tourist centers markets irrigation projects religious institutions ferries etc.
  The land awoke on the opposite side of the broken arrow.  However it is a matter of time.  In Bangladesh this process happens very quickly.  Helpless people wait for the newly awakened land.  The golden dream of regaining the lost wealth continues to be woven.  Seraj Talukder's play 'I hear the sound of breaking'



#villagepeople #padmariver #village

Комментарии

Информация по комментариям в разработке