Lalon Mela 2024 | Kushtia | বাউল সম্রাট লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস | Lalon Festival 2024

Описание к видео Lalon Mela 2024 | Kushtia | বাউল সম্রাট লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস | Lalon Festival 2024

লালন মেলার অজানা ঘটনাগুলো| বাউল সম্রাট লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস | Lalon Festival 2024

লালন মেলা কুষ্টিয়া জেলার একটি ঐতিহ্যবাহী মেলা। এই লালন মেলায় সারা দেশ থেকে তার শিষ্যদের আগমন ঘটে। এছাড়াও দেশ বিদেশ থেকেও অনেক দর্শনার্থীর আগমন ঘটে।
এই লালন মেলায় সারা দেশ থেকে তার শিষ্যদের আগমন ঘটে। এছাড়াও দেশ বিদেশ থেকেও অনেক দর্শনার্থীর আগমন ঘটে। এখানে রাতভর বাউল গানের উৎসব চলে। এই উপলক্ষে মাজারকে রঙ্গিন করে সাজনো হয়। তবে সমালোচনা আছে এই মেলায় সিদ্ধি সেবার আসর বসানো হয়, সাধক ও ভক্তরা এখানে এসে সিদ্ধি সেবন করে।

লালন মেলার ২টি উপলক্ষ বা কারণ রয়েছে।
১.লালনের জন্মবার্ষিকী উপলক্ষে।
২.লালনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে।
লালন মেলা প্রতিবছর দুইবার অনুষ্ঠিত হয়।
১.দোল পূর্ণিমা
২.বাংলা কার্তিক মাসের ১ তারিখ।

Lalon mela 2024 |
লালন মেলা শুরু হচ্ছে আজ ১৮/১০/২০২৪ বৃহস্পতিবার। তবে সপ্তাহখানেক আগে থেকেই দূরদূরান্ত থেকে হাজারো লালন ভক্ত-অনুসারী আসতে শুরু করেছেন কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়। কালী নদীপাড়ের মাঠে বসে গেছে মেলা। লালন আখড়াবাড়ি যেন হাজারো ভক্ত-অনুসারীর পদচারণে মুখর হয়ে উঠেছে।
আধ্যাত্মিক সাধক বাউলসম্রাট লালন ফকিরের ১৩৪তম তিরোধান দিবস আজ। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর আখড়াবাড়িতে তিন দিনব্যাপী আলোচনা লসভাও লালন মেলার আয়োজন করেছে লালন একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকেরা।

মেলা শুরুর আগে থেকেই আখড়াবাড়িতে সাধু–বাউলদের আনাগোনা বেড়েছে, পুরো আখড়াবাড়িতে যেন তিলধারণের ঠাঁই ছিল না। সাধু, বাউলভক্ত আর অনুসারীদের আগমনে অন্য রকম পরিবেশ। ফকির লালন শাহর তিরোধন দিবসে বসেছে তাঁদের মিলনমেলা। কান পাতলেই শোনা যাচ্ছে লালন শাহর কালজয়ী সব গান—‘আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়’, ‘যেখানে সাঁইর বারামখানা’, ‘তিন পাগলে হলো মেলা’, ‘মিলন হবে কত দিনে’।
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন মেলা ও সংগীতানুষ্ঠান। লালনের অনুসারী ও ভক্তরা মূলত নিজেদের মতন সাধুসঙ্গ করছেন। গানে গানে স্মরণ করছেন তাঁদের সাঁইজিকে।
বহুদূর থেকে সাধু–বাউল ও ভক্তরা আসছেন আখড়াবাড়িতে। অনেকেই এসে পৌঁছেছেন। কারও হাতে একতারা, আবার কারও হাতে দোতারা। সবার পরনে সাদা কাপড়ের পোশাক। সন্ধ্যার পরপরই বিভিন্ন অঞ্চল থেকে আসা বাউলেরা সাঁইজির আরাধনায় মত্ত হয়ে পড়েন। চিরাচরিত গুরুবাদী ধর্মের নিয়মে সূর্য ডোবার পরপরই শুরু হয় অষ্টপ্রহরের গুরুকার্য। বাদ্যযন্ত্রে মুখর হয়ে ওঠে পুরো আখড়াবাড়ি।
সাধুভক্তরা বলছেন, এবার তিন–চার দিন আগে থেকেই সাধুভক্তরা আখড়াবাড়িতে ভিড় করতে থাকেন। আখড়াবাড়ি প্রাঙ্গণ বাদ্যযন্ত্র ও গানে গানে মুখর হতে থাকে।
আখড়াবাড়ি ঘুরে দেখা গেল, ছোট ছোট আসন করে বসেছেন সাধু–বাউলেরা। বাদ্যযন্ত্র বাজিয়ে গান করছেন। তাঁদের ঘিরে রয়েছেন দর্শনার্থীরা।

। কুষ্টিয়ার কালী নদীর পারে বিশাল মাঠে মেলায় বসেছে শতাধিক অস্থায়ী দোকান। সেখানে মানুষের সমাগম আরও বেশি। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষ লালনের গান শোনার পাশাপাশি মেলায় কেনাকাটাও করছেন।
১৮৯০ সালের ১ কার্তিক কালজয়ী ভাবুক ও শিল্পী লালন সাঁই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে মৃত্যুবরণ করেন। এর পর থেকে আখড়াবাড়ি চত্বরে তাঁর ভক্ত–অনুসারীরা তাঁদের সাঁইজিকে স্মরণ করে আসছেন। পরে লালন একাডেমি এ আয়োজনের দায়িত্ব নেয়।

ছেঁউড়িয়ায় লালন উৎসব |
যেখানে সাঁইর বারামখানা |

শুরু হয়েছে লালন মেলা ২০২৪ |
লালন মেলা ২০২৪ |
কুষ্টিয়া লালন মেলা |
kushtia lalon Mela |

#kushtia
#lalonmela2024
#tranding
#lalon
#lalonmela
#lalonfokir
#festival
#লালনমেলা
#লালনমেলা২০২৪
#সাইজি
#তিরোধানদিবস
#লালনসংগীত
#travel

Комментарии

Информация по комментариям в разработке