জীবন সঙ্গী কেমন হওয়া উচিত ? ❤️ | শান্তির বারোতা |
১
জীবন সঙ্গী, মানে একটি জীবনের সর্বক্ষণের সঙ্গী।সেই জীবন সঙ্গী কেমন হওয়া উচিত?
আজ আমরা এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব।
পশু পাখী থেকে মানুষ, সকলের একজন সঙ্গিনীর ভীষণ দরকার।
যার সঙ্গে সুখ দুখ, আনন্দ, হাসি কান্না সব কিছুই নির্দ্বিধায় ভাগ করে নিতে পারব, এমন সঙ্গীর সন্ধানে সকলেই থাকে।
আমাদের জীবনের একটা ভাগ কাটে বাবা মা এর কাছে, পরিবারের কাছে, জীবনের আর দুটি অংশ মানে যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত কাটে জীবন সঙ্গিনীর সাথে।
২
তাই সেই জীবন সঙ্গী নির্বাচন করা, বা জীবনে মনে মন মেলানোর মানুষ টা খুব গুরুত্বপূর্ণ।
"কোন বিবাহিত মানুষ সুখী হতে পারে না যদি না সেই আনন্দে দুজনেরই সমান ভাগ থাকে।এটা কখনোই সম্ভব নয় যে দুজন মানুষের ধ্যান- ধারণা, মনোভাব সবই একই রকম হবে।"
দুজনের ভালোবাসা শুধু মাত্র পরিনয়ের দৃষ্টির মধ্যেই থাকে না, আদর্শ দম্পতির সর্বশ্রেষ্ঠ প্রেম আর ভালোবাসা হল, পরস্পর হৃদয়কে, মনকে জানতে চাওয়া, বুঝতে চাওয়া।
স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত?
৩
যতটা তারা একে অপরের মন বুঝে চলতে পারবে, সংসার তত সুখী হবে। কোন সম্পর্ক সুন্দর, সুস্থ রাখতে স্ত্রীদের ভূমিকা অপরিসীম। কারণ একটি মেয়ে যতটা ত্যাগ স্বীকার করতে পারে, যতটা নরম হতে পারে একটি ছেলে সেটা পারে না। কিন্তু ছেলেদের মন ও খুব নরম। তবে ওরা কোন বিষয়ে পদক্ষেপ নিতে লজ্জা করে বা ভয় পায়।
===============================================================
কি কি নিয়ম মেনে চললে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে?
একে অন্যের প্রতি মনের যত্ন নেওয়া:
৪
একে অপরের প্রতি সহমর্মিতা, একজন অন্যজনের মনের সব কথা বুঝতে পারা, আমার কিসে ভালো হবে সেটা না ভেবে আমাদের কিসে ভালো হবে সেটা দেখাই হল, সুখে জীবন যাপন করার মূল রহস্য।
একে অপরের প্রতি দৃষ্টি ভঙ্গি থাকুক সুস্থ:
৫
একটি সম্পর্কের মধ্যে যদি কাঁদা ছোড়া ছুড়ি হয়, তাহলে সে সম্পর্কের মধ্যে কোন প্রাণ থাকে না। বর্তমানে অসুস্থ সম্পর্ক চারিদিকে বিদ্যমান। একে অপরের ছোট করে, নিজের মতকে প্রাধান্য দেওয়া সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর সমান।
দুজনের মূল্যবোধ:
৬
দুটি মানুষের মধ্যে মূল্যবোধ, কোন বিষয়ে পদক্ষেপ নেওয়া, কোন বিষয় নিয়ে গভীর আলোচনা করা তখনই সম্ভব যখন দুজনেই হবে সমকক্ষ।
মানসিক পরিপক্বতা:
৭
সকলের মানসিক পরিপক্বতা সমান নয়।তবে শেখার ইচ্ছা থাকলে এটিও আয়ত্ত করা সম্ভব। আমি একটু কম বুঝতেই পারি, কিন্তু আমি কম বুঝে যদি বেশি বোঝার ভান করি তখনই বাঁধে সমস্যা। শুরু হয় ইগোর লড়াই।
বিশ্বাসী এবং নির্ভরযোগ্য:
৮
সম্পর্কের মধ্যে বিশ্বাস হল, সম্পর্কের আত্মা। আমার জীবনের সঙ্গী তাঁর প্রতি আমি যেন চোখ বুজিয়ে বিশ্বাস স্থাপন করতে পারি, বা আমার উপরে সে যেন চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারে এটুকু দায়িত্ব দুজনকেই নিতে হবে।
সততা:
৯
কোন সম্পর্কের মধ্যে সততার স্থান সবার আগে। সৎ মানুষ সব কাজে জয়ী হয়, ছলনা কখনো সততা কে টপকে যেতে পারে না। তাই সম্পর্কের মধ্যে যেন কখনও ছলনার প্রবেশ না ঘটে। যদি ছলনার প্রবেশ ঘটে তাহলে তার মূল্য একদিন না একদিন ঠিক চোকাতে হবে।
১০
পরিশেষে বলার, জীবন সঙ্গী কেমন হওয়া উচিত তার কোন নির্দিষ্ট ব্যাখা নেই। জীবন তো একটা সমুদ্রের মতো। যেখানে মাঝে মাঝেই ঢেউ আছড়ে পড়বে, কখনো কখনো প্রবল বেগে ঝড় উঠবে। তবে সব কিছুকেই সামলানো সম্ভব যদি, হাতে থাকে একটি শক্ত হাত।
জীবন সঙ্গী কেমন হওয়া উচিত ? ❤️
| শান্তির বারোতা |
ট্যাগ:
জীবন সঙ্গী, জীবন সঙ্গী কেমন হওয়া উচিত ?, শান্তির বারোতা , life partner, zim's story, sad story, love story, romantic story, জীবন সঙ্গীর কি গুন থাকা উচিত । পাত্র পাত্রীর কি দেখে বিয়ে করব । কোন গুন গুলো দেখে বিয়ে করা উচিত, জীবন সঙ্গীর কি গুন থাকা উচিত, পাত্র পাত্রীর কি দেখে বিয়ে করব, কোন গুন গুলো দেখে বিয়ে করা উচিত, স্বামী স্ত্রী নির্বাচন করার নিয়ম, পাত্র পাত্রী বাছাই করার নিয়ম, ইসলামী জীবনসঙ্গী খোঁজার নিয়ম, ভালো পাত্রী চেনার উপায়, পাত্রী দেখার কৌশল, মেয়েরা কেমন ছেলে বিয়ে করবেন, ইসলামের দৃষ্টিতে পাত্র নির্বাচন, ইসলামের দৃষ্টিতে পাত্রী নির্বাচন, ইসলামে কেমন ছেলে বিয়ে করা উচিত, কেমন মেয়ে বিয়ে করব,
https://www.youtube.com/@BrainMasti/v...
Информация по комментариям в разработке