#rashyatra #harekrishna #krishna #harehare #dailyvlog #motivation #viralvideo
চাকদহের ঐতিহ্যবাহী রাস যাত্রা 2024/কৃষ্ণের বাল্যলীলা
চাকদহের ঐতিহ্যবাহী রাস
চাকদহের ঐতিহ্যবাহী রাস যাত্রা 2024
কৃষ্ণের বাল্যলীলা
রাসলীলা বা রাস যাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব।
"যখন করেন হরি বস্ত্রহরণ।
গোপীদের কাছে তিনি করিলেন পণ।।
আগামী পূর্ণিমাকালে তাঁহাদের সনে।
করবেন রাসলীলা পুণ্য বৃন্দাবনে।।"
শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীবৃন্দ আপনাপন কর্তব্যকর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পন করেছিলেন। প্রথমে শ্রীকৃষ্ণ গোপিনীদের স্ব-গৃহে ফিরে যেতে অনুরোধ করেন; বলেন, তাদের সংসার-ধর্ম পালন করা উচিত। কিন্তু গোপিনীরা নিজেদের মতে দৃঢ় ছিলেন। ভগবান ভক্তের অধীন। শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ়ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণার্থে রাসলীলা আরম্ভ করেন। কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন গর্ব-অহংকারে পূর্ণ হল, তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ যখন রাধাকে নিয়ে উধাও হলেন, তখন গোপিনীবৃন্দ নিজেদের ভুল বুঝতে পারেন। ভগবানকে ‘একমাত্র আমার’ বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ ত্রিজগতের পতি, তাই তাকে কোনো মায়া-বন্ধনে বেঁধে রাখা যায় না। তখন গোপিনীবৃন্দ একাগ্রচিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন। ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন। গোপিনীদের ইচ্ছাকে তিনি সম্মান জানিয়ে ‘যতজন গোপিনী, ততজন কৃষ্ণ’ হয়ে গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন আর গোপীবৃন্দও জাগতিক ক্লেশ থেকে মুক্তিলাভ করেছিলেন। এইভাবে জগতে রাসোৎসবের প্রচলন ঘটে।
রাসলীলা উপলক্ষে গ্রামীণ পণ্যের মেলাও বসে। এছাড়া অনুষ্ঠিত হয় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মণিপুরিরা তাদের নিজস্ব সংস্কৃতি তলোয়ার নৃত্য, মশাল নৃত্য, মার্শাল আর্ট, নাচ, ঢোলক নৃত্যসহ বিভিন্ন নাচ-গান উপস্থাপন করে। মণিপুরিদের উৎসব কেবল আর মণিপুরিদের মধ্যে নেই। এই উৎসবটি এখন ওই এলাকায় সার্বজনীন হয়ে উঠেছে। সিলেট ছাড়াও রাস উৎসব হয় সুন্দর বনের আলোর কোল ঘেষে। এখানে ভিড় করে প্রচুর পুণ্যার্থী।
কৃষ্ণের বাল্যলীলা,শ্রীকৃষ্ণের বাল্যলীলা,কৃষ্ণ বাল্যলীলা,কীর্তণ শ্রী কৃষ্ণের বাল্যলীলা পর্ব 1,শ্রীকৃষ্ণের বাল্যলীলা বাংলা,শ্রী কৃষ্ণের বাল্যলীলা,শ্রী কৃষ্ণের জন্ম লীলা,শ্রী কৃষ্ণের বাল্যলীলা পর্ব 1,বালক কৃষ্ণের লীলা,কৃষ্ণের লীলা,শ্রী কৃষ্ণের বাল্যলীলা অষ্টক গান,অষ্টক গান শ্রী কৃষ্ণের বাল্যলীলা,কৃষ্ণের বাল্য লীলা,কৃষ্ণ লীলা,কৃষ্ণের জন্ম লীলা,রাধা কৃষ্ণের প্রেম লীলা,
#ভগবান শ্রী কৃষ্ণের রাসলীলা,
#শ্রী কৃষ্ণের লীলা কাহিনী,কৃষ্ণের ছোটবেলা,কৃষ্ণ লীলা বাংলা
মায়াপুর এর রথ এবার চাকদহ তে,মায়াপুর এর রথ এবার চাকদহ তেও,রাস পূর্ণিমা
Thanks for watching my vedio
Информация по комментариям в разработке