সরপুঁটি মাছ চাষে অল্প খরচে ৫ মাসে দ্বিগুণ আয় | থাই সরপুঁটি মাছ চাষ পদ্ধতি | Thai Puti Fish Farming
ভালো মানের সরপুঁটি মাছের পোনার জন্য
যোগাযোগ করুনঃ-
মোবাইল নম্বর :- 01774-818158
what's app + imo 01794690275
ময়মনসিংহ ত্রিশাল ধলা
সরপুঁটি মাছ :-
এই মাছটি কে সাধারণত আমরা সরপুঁটি, রাজপুঁটি বা থাই সরপুঁটি নামে চিনি।
এর আদিবাস দক্ষিণ পূর্ব এশিয়ায়, ১৯৭৭ সালে থাইল্যান্ড থেকে প্রথম মাছটি এদেশে আনা হয়।
তাই মাছটি থাই সরপুঁটি নামে বেশি সমাদৃত।
এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাই যে কোন জলাশয়ে চাষ করা সম্ভব।
তবে কার্পজাতীয় মিশ্রচাষে এ মাছের সবচেয়ে ভাল উৎপাদন হতে দেখা গেছে।
কার্পমাছের সাথে শতকে ৫ থেকে ১০ পিচ করে মজুূদ করলে ৫ থেকে ৬ মাসের মধ্যে ২০০/৩০০ গ্রাম সাইজের হয়ে যায়।
প্রজননকাল :- সরপুঁটি ১ বছরের মধ্যে বয়ঃসন্ধি লাভ করে।
মে মাস থেকে ডিম দেওয়া শুরু করে, প্রাকৃতিক ভাবে স্রোতস্বিনী নদীতে ডিম দিয়ে থাকে।
আমরা সাধারণত হ্যাচারীতে কৃত্রিম ভাবে উৎপাদিত পোনা পেয়ে থাকে।
চাষ পদ্ধতি :- সরপুঁটি পুকুরের সকল স্তরে বিচরণ করে, তাই কার্পজাতীয় মিশ্রচাষে অতিরিক্ত হিসাবে শতকে ৫ থেকে ১০ পিচ করে মজুূদ করতে পারেন।
অথবা একক চাষও করতে পারেন, সেক্ষেত্রে শতকে ৬০ থেকে ৭০ পিচ সরপুঁটি এবং পানির পরিবেশ ঠিক রাখার জন্য শতকে ৫/৬ পিচ কার্পমাছ দিতে পারেন।
একক চাষে এই মাছ বছরে ২ বার চাষ করা সম্ভব।
কার্পমাছের পুকুুর যেভাবে প্রস্তত করেন, সরপুঁটি মাছের জন্যও একই পদ্ধতি অনুসরণ করবেন।
খাবার ব্যবস্হাপনা :- সরপুঁটি সাধারণত তৃণভোজী।
এরা ক্ষুদি পেনা, এ্যাজোলা, নরম ঘাস, কলাপাতা, নেপিয়ার ঘাস ইত্যাদি খেয়ে থাকে।
পাশাপাশি ২৪% প্রোটিন সমৃদ্ধ সম্পূরক খাবার এদের দেহ গঠনে খুবই প্রয়োজন।
রোগ-বালাই :- চাষীদের ভূলের কারনে সরপুঁটি মাছ ক্ষতরোগ এবং পরজীবীতে আক্রান্ত হতে বেশি দেখা যায়।
অনেক চাষীকে দেখা যায় সরপুঁটি কে খাবার হিসাবে গোবর প্রয়োগ করতে, তাতে করে পানির পরিবেশ খারাপ হয়ে মাছগুলো ক্ষত এবং পরজীবীতে আক্রান্ত হয়।
আমার পরামর্শ হল যদি বায়োসিকিউরিটি মেনে মাছ চাষ করেন তাহলে গোবরকে কখনো খাবার হিসাবে ব্যবহার করতে পারবেন না।
এই মাছ খেতে খুবই সুস্বাদু হওয়ায় বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে, দামও মুটামুটি ভাল।
তাই কার্পজাতীয় মিশ্রচাষে সরপুঁটি চাষ করে বাড়তি কিছু টাকা আয় করা সম্ভব।
সরপুঁটি,সরপুঁটি মাছ চাষ পদ্ধতি,#রাজপুঁটি_মাছ_চাষ,সরপুঁটি মাছ,থাই সরপুঁটি মাছ,#Thai_Sorpoti_Fish_Farming,How to bd fish farming,All Fish Sell BD,থাই সরপুঁটি মাছের পোনা, সরপুঁটি মাছের খাবার কি, সরপুঁটি মাছ, #সরপুঁটি_মাছ_চাষ_পদ্ধতি ও খাবার, পুকুরে সরপুটি মাছ চাষ করে লাভ,
Tag.
থাই সরপুটি মাছ চাষ পদ্ধতি,সরপুটি মাছের,পোনা,sorpori fish farming, 2025 সালের নতুন সরপুঁটি মাছের পোনা, রাজপুটি মাছের পোনা, সরপুঁটি মাছের ধানী পোনা, পুটি মাছের ধানী, পুটি মাছ চাষ পদ্ধতি, সরপুঁটি মাছের মিশ্রচাষ, সরপুঁটি মাছের একক চাষ পদ্ধতি, রাজপুটি মাছের পোনা চাষ,পুটি মাছ চাষ পদ্ধতি, সরপুঁটি মাছের পোনা কোথায় পাওয়া যায়, সরপুঁটি মাছের লাভজনক চাষ পদ্ধতি, সরপুঁটি মাছের পুকুর প্রস্তুতি, সরপুঁটি মাছ চাষের নিয়ম, সরপুঁটি মাছের পোনা উৎপাদন,fish farming,sorputi fish,মাছ চাষ,catfish
#fishfarming #fishfarmingbangladesh #magur_macher_pona #hybridmagurfarming #aquaculture #fishfarmingbd #fishfarminginbangladesh #fishfrysale #magurfish
Информация по комментариям в разработке