প্রবাসীদের ট্যাক্স রিটার্ন জমা দেয়ার সঠিক নিয়ম
আমাদের অনেক ভাই আছেন যারা প্রবাসে থাকেন ট্যাক্স সিজনে তাদের প্রথম ও প্রধান প্রশ্ন হল, আমাদের ইনকামের তো কোন ট্যাক্স নেই তাহলে আমাদের কি ট্যাক্স দিতে হবে? কিভাবে দিব? কত টাকা? কোথায় দিব? ইত্যাদি, ইত্যাদি।
প্রথম প্রশ্ন হচ্ছে; প্রবাসীদের ট্যাক্স কি আসলেই মৌকুফ / আমাদের উপর ট্যাক্স না থাকলেও কেন ট্যাক্স রির্টান দিতে হবে?
সহজ কথায় প্রবাসিরা রেমিটেন্সের মাধ্যমে সঠিক বৈধ উপায়ে যেই টাকা পাঠায় তাদের সেই টাকাটার ট্যাক্স মৌকুফ। তার মানে অবৈধ উপায়ে টাকা পাঠালে সেটা মৌকুফ হবে না। এখন আপনি ভাবতে পারেন আপনি ট্যাক্স রির্টান দিবেন না, কিন্তু এখানে সমস্যা হচেছ না দেখালে সেই টাকাটা - আপনি আর দেশের কোন বৈধ কাজে ব্যবহার করতে পাবে না, সেটা কালো টাকা হয়ে যাবে।
অন্যদিকে, রেমিটেন্সের টাকা ছাড়াও ঐ টাকা ইনভেষ্ট করে আপনি ইনকাম করলে সেই টাকার উপর কিন্তু ট্যাক্স দিতে হবে। আপনি যদি বাবা-মা, স্বামী-স্ত্রী, সন্তান ছাড়া কাউকে টাকা পাঠান সেটা আপনার টাকা হিসাবে গন্য হবে না। আপনার নিজের একাউন্টে টাকা পাঠাতেক হবে। অন্য দিকে এরা ছাড়া অন্য কাউকে টাকা পাটালে তাদের কিন্তু ট্যাক্স গুনতে হতে পারে। অথবা দেখাগেল আপনার অন্য সহায় সম্পত্তি থেকেও আপনার কিছু আয় আসে, সেটাও কিন্তু আপনাকে দেখাতে হবে এবং তার উপর ট্যাক্স আসলে সেটা প্রদান করতে হবে।
আমরা যদি আর একটু অন্য ভাব প্রশ্ন করে যে, কখন ট্যাক্স দিতে হবে?
টিন থাকলে, করযোগ্য আয় থাকলে, দেশে কোন সহায়স সম্পদ, ব্যাংকে টাকা রাখলে,
অবস্য কিছু কাজ করলে বা করতে চাইলে (৫১ পয়েন্ট আছে) ব্যবসা করলে, ডিপিএস করলে, জমি কিনলে, বড় ইনভেস্ট করলে, গাড়ী - বাড়ি কিনলে, দেশের কোন লাইসেন্স করলে ইত্যাদি
কিভোবে / কোন সম্পদ দেখাবো কোন সম্পদ দেখাবো না?
সকল সম্পদ - আয় - ব্যায় - দেনা পাওনা দেখাতে হবে। জমি -সম্পত্তি, ব্যাংকের টাকা -পয়সা,
অলংকার, গয়না, ফার্নিচার, সকল আয়ের উৎস দেখাতে হবে।
কোন গিফট, দান পেলে বা দিলে তা দেখাতে হবে, ওয়ারিসন কোন সম্পত্তি পেলে তা দেখাতে হবে, সঞ্চয় পত্র / ডিপিএস, লোন থাকলে দেখাতে হবে, আপনার ব্যায় দেখাতে হবে।
কত টাকা ট্যাক্স দিতে হবে?
ফরেন রেমিটেন্স ছাড়া দেশে প্রদত্ত সম্পদের উপর সাধারন হিসাবে যেসব ট্যাক্স আসে তার উপর ট্যাক্স দিতে হবে। ১০ টি খাতের উপর ক্যালকুলেশন করে যা আসবে।
কিভাবে রির্টান দিব?
বাংলাদেশ দুতাবাসে, অনলাইনে https://etaxnbr.gov.bd , দেশে সংশ্লিষ্ট কর অঞ্চলে।
কবে দিতে হবে?
সাধারন ভাবে কর দিবসে বা যদি কোন আপডেট দেশ। ৩০ শে নভেম্বর থাকে -
বিশেষ নিয়ম অনুসারে অনিবাসী : অর্থ উপার্জনের জন্য বৈধ ভিসায়/ পার্মিটধারী বাংলাদেশি দেশে আসার ৯০ দিনের মধ্যে দিতে পারবেন।
আরো দেখুন:
প্রথম ট্যাক্স রির্টার্নে কত সম্পত্তি দেখাবেন? - • প্রথম ট্যাক্স রির্টার্নে কত সম্পত্তি দেখাব...
ট্যাক্স ই-রিটার্ন নাকি সাধারণ পদ্ধতি কোনটা আপনার জন্য ভালো । e-return vs general return - • ট্যাক্স ই-রিটার্ন নাকি সাধারণ পদ্ধতি কোনটা...
যে কোন আইনি প্রফেশনাল হেল্প পেতে
আমাদের ফেসবুকে নক করুন এই লিংকে: / lawhelpbd অথবা
ই-মেইল করুন এই ঠিকানায়: [email protected] অথবা
আমাদের সাইট ভিজিট করুন -আমাদের মেইন (ইংরেজি) ওয়েবসাইট: https://www.lawhelpbd.com
আমাদের বাংলা ওয়েবসাইট: https://bangla.lawhelpbd.com
আমাদের আইনের লেকচার, বই ও টিউটোরিয়াল পেতে চোখ রাখুন: https://ainpathshala.com এ
---------------
Written and Presented by
Adv. Rayhanul Islam
Advocate, Supreme Court of Bangladesh
Head of Chamber, Resolve Legal
Editor-in-Chief, Law Help BD
Founder, Ain Pathshala
For appointment please contact at:
Call or text: +8801711386146 (4pm - 8pm)
e-mail: [email protected]
Информация по комментариям в разработке