(E. 31) যাবজ্জীবন মানে কত বছরের কারাদণ্ড? | What does mean by Life Imprisonment in Bangladesh?

Описание к видео (E. 31) যাবজ্জীবন মানে কত বছরের কারাদণ্ড? | What does mean by Life Imprisonment in Bangladesh?

বাংলাদেশ বিদ্যমান পেনাল কোড (দণ্ডবিধি) কিংবা জেল কোড (কারা বিধি) কিংবা অন্য কোনো আইনে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই; যার কারণে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ সম্পর্কে সাধারণের নিকট নানা ধরনের মিথ বা অলীক কাহিনি প্রচলিত রয়েছে। কেউ কেউ দাবি করেন যাবজ্জীবন মানে ১৪ বছর, কেউ বলেন ২০ বছর আবার আদালত-সংশ্লিষ্টরা দাবি করেন ৩০ বছর। প্রকৃতপক্ষে এই বিষয়ে আইনি অস্পষ্টতার কারণেই এমন ভিন্ন ভিন্ন দাবি করা হয়।

যদিও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আতাউর মৃধা বনাম রাষ্ট্র মামলায় রিভিউ পিটিশনের প্রেক্ষিতে এই বিষয়ে চূড়ান্ত মতামত জ্ঞাপন করেছেন। তারপরও এই বিষয়ে অনেকেই অবগত নন। আমরা এই বিষয়টা উপলব্ধি করেই এই এপিসোডে বিস্তারিতভাবে আলোচনা করেছি যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ সম্পর্কে আইনগত অবস্থান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে। আশা করি মনোযোগ সহকারে এই এপিসোডটি দেখার পর সংশ্লিষ্ট কারোরই আর যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে কোনো অস্পষ্টতা থাকবে না।

এপিসোডটি গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন ব্যারিস্টার রিমি নাহ্‌রীণ আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।

আইন সম্পর্কে আপডেট পেতে ল'টিউব বিডির চ্যানেলটি সাব্স‌ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@lawtubebd?su...
আমাদের ফেসবুক পেইজঃ   / lawtubebd  

#LifeImprisonmentBangladesh #PenalCode #BangladeshLaw #LAWTUBEBD

Комментарии

Информация по комментариям в разработке