কোথায় পাবেন পোষা পশু পাখি | পশু পাখির মার্কেট | কাঁটাবন পশু পাখির মার্কেট | Animal Market | Katabon Fish & Pet Animal Market | This is the best place that your pet animals. You can found many pet animal and birds in this markets.
This video was captured in the Afternoon of 21th April of 2018.
ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটে গড়ে ওঠা পোষা প্রাণীর এক জমজমাট বিক্রয়কেন্দ্র “কাঁটাবন ফিশ এন্ড পেট এনিমেল মার্কেট”। নিত্যপ্রয়োজনীয় চাহিদার বাইরে মানুষের শৌখিনতাকে ঘিরেই গড়ে উঠেছে এ পোষাপ্রাণীর বাজার।
মার্কেটটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হওয়ায় এখানে আসার বেশ কয়েকটি রাস্তার সংযোগ ঘটেছে। ফলে যে কেউ অনায়াসে এই মার্কেটে আসতে পারে। মার্কেটটির পূর্বে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পশ্চিমে নীলক্ষেত এবং নিউমার্কেট, দক্ষিনে বুয়েট ও পলাশী রোড এবং উত্তরে হাতিরপুল, এলিফ্যান্ট রোড ও শাহবাগ এলাকা।
বিভিন্ন মানুষের প্রাণী পোষার শখটিকে মাথায় রেখেই এ বাজারে রয়েছে পাখি, মাছ, কুকুর, বিড়াল, খরগোশ, কাছিম থেকে শুরু করে বানর পযর্ন্ত প্রায় সব ধরণের পোষা প্রাণী। তন্মধ্যে দেশি-বিদেশি বিড়াল ৫০০ টাকা থেকে ৫০০০ টাকা, বিভিন্ন বিদেশী ও সংকর প্রজাতির বিড়ালও পাওয়া যায় এখানে। এদের মূল্য সাধারণত: ৫,০০০ থেকে ৬০,০০০ এর মধ্যে। তবে লালন-পালন ব্যয়বহুল হওয়ায় তারা বেশী কুকুর বা বিড়াল রাখেন না বলে বিক্রেতারা জানান। দেশি-বিদেশি মুরগী ৫০০ টাকা থেকে ৩০০০ টাকা, খরগোশ ৩০০ টাকা থেকে ৬০০ টাকা, প্রজাতি ও রংভেদে খরগোশ ও গিনিপিগ ২৫০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে এখানে পাওয়া যায়, বিলাতি ইদুর ৫০ টাকা থেকে ২০০ টাকা, কোয়েল পাখি ৬০ টাকা থেকে ১০০ টাকা।
এছাড়া বাহারি রঙ্গীন পাখি যেমন ঘুঘু, মুনিয়া, ময়না, টিয়া, কোয়েল, তোতা কবুতর, হাঁস-মুরগীর অসংখ্য প্রজাতি রয়েছে এই বাজারে। অস্ট্রেলিয়ান পাখি লাভবার্ড জনপ্রিয় একটি প্রজাতি। রয়েছে লক্ষ্যা, সিরাজী, গোলা, গিরিবাজসহ অসংখ্য প্রজাতির কবুতর। এছাড়াও ভারতীয় পাখি স্ট্রবেরী, পাকিস্তানী পাখি ককাটেল, ম্যাকাও, গ্রেভার্ডসহ রয়েছে নানা প্রজাতির বিদেশী পাখি। বিক্রেতারা জানালেন, এসব পাখির মধ্যে সবর্নিম্ন মূল্য রয়েছে মুনিয়া পাখির, যার দাম জোড়াপ্রতি ২৫০ টাকা। আর ম্যাকাও বা গ্রেভার্ডের মতো বিদেশী পাখির মূল্য সবচেয়ে বেশী। যার দাম ২০ লক্ষ পযর্ন্ত হতে পারে। তবে শুধুমাত্র অগ্রীম নির্দেশ(অর্ডার) অনুযায়ী এই পাখিগুলো সরবরাহ করা হয়। এছাড়া লাভবার্ডের জোড়া ১০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা পযর্ন্ত বিক্রয় করা হয়। দেশী পাখি বিক্রি করা আইনত দন্ডনীয় অপরাধ হওয়ায় এখানে বিদেশী পাখিই বিক্রি করা হয়। মূলত: ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও চীন থেকে এসব পাখি আমদানী করা হয়।
পোষা প্রাণীর যত্নাদি ও দরদাম, কাঁটাবন ফিশ এন্ড পেট এনিমেল মার্কেট, শখের প্রাণী-পাখির জন্য কাঁটাবন মার্কেট, শখের বাজার, মাছ ও পশু-পাখির দোকান, Katabon Fish & Pet Animal Market, Katabon Animal Market, Animal Market in Katabon, Dhaka University Market, Katabon Fish & Pet Animal Market, Aquarium Fish Shop, Katabon Pet Market, katabon dog market price,
katabon cat market, কাঁটাবনের উল্লেখযোগ্য কয়েকটি দোকান, katabon dog shop, katabon bird price, katabon cat price, katabon aquarium, online pet shop in bangladesh, aquarium fish price in dhaka, কাঁটাবন মার্কেট, কাঁটাবন পাখির দোকান, পাখির দাম, কাটাবন পাখির বাজার, বিড়ালের দাম, কাটাবন পাখির দোকান, বিদেশি কুকুরের দাম, কাকাতুয়া পাখির দাম, কাঁটাবন পাখির দোকান, পাখির দাম, কুকুরের বাজার,
Информация по комментариям в разработке