রুকইয়াহ যিনা ফাহিশা - Ruqyah Zina Fahisha | by Shaikh Khalid Hibshi

Описание к видео রুকইয়াহ যিনা ফাহিশা - Ruqyah Zina Fahisha | by Shaikh Khalid Hibshi

অডিও ডাউনলোডঃ https://ruqyahbd.org/download
পিডিএফ ডাউনলোডঃ https://ruqyahbd.org/pdf
রুকইয়া যিনার শর্ট অডিও এই লিংকে আছে :    • রুকইয়াহ যিনা শর্ট - Ruqyah Zina Short  
---
রুকইয়াহ যিনার বৈশিষ্ট্যঃ
১. এটা বিশেষভাবে সেসব বোনদের জন্য উপকারী, যারা রাত্রিতে জিন সংক্রান্ত ঝামেলা ফেস করেন। ঘুমের মধ্যে মনে হয় কেউ শারীরিকভাবে হেনস্থা করতে চাচ্ছে। এটা শুধু মেয়েদের ক্ষেত্রেই না, প্রচুর ছেলেরাও এই সমস্যা ফেস করেন। এই রুকইয়ার অডিওটি এক্ষেত্রে সবচেয়ে বেশি উপকারী হবে ইনশাআল্লাহ।

২. কেউ কেউ বিপরীত লিঙ্গের জিন আক্রান্ত হয়। যার কারণ হচ্ছে, জিন তাকে পছন্দ করে। অথবা অন্য কারণে আক্রান্ত হয়েছে, কিন্তু অনেকদিন ধরে সাথে থাকতে থাকতে জ্বিন তাকে পছন্দ করে ফেলে, তাই যেতে চায় না। এক্ষেত্রে এই রুকইয়াটি উপকারী হবে ইনশাআল্লাহ।

৩. প্রথম পয়েন্টে বলা বোনদের স্বাভাবিকভাবেই স্বপ্নদোষ এবং বোবায় ধরার সমস্যা বেশি হয়। তাঁরা তো বটেই, এছাড়া এমনিতেই যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয়, তাদের জন্যও এটা উপকারী হবে ইনশাআল্লাহ।

৪. অনেকে বিবাহবহির্ভূত হারাম সম্পর্কের ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি জানেন, কিন্তু কোন কারণ বশত: বা পরিস্থিতির শিকার হয়ে অনেকদিনের পুরনো সম্পর্ক ছাড়তে পারেন না। এদের ক্ষেত্রে এটা উপকারী হবে ইনশাআল্লাহ।

৫. অনেকে নিজ স্বামীর পরকীয়ার ব্যাপারে অভিযোগ করে থাকেন, তাঁরা চাইলে এই আয়াতগুলো স্বামীর ইসলাহের নিয়াতে তিলাওয়াত করে, আল্লাহর কাছে দোয়া করতে পারেন।

৬. বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হচ্ছে পর্ণ এবং মাস্টারবেশন আসক্তি। এদের ক্ষেত্রেও এই রুকইয়াটি উপকারী হবে ইনশাআল্লাহ।

কখন শুনব? কিভাবে শুনব?

সাধারণত প্রতিদিন যে সময় সমস্যা ফেস করে, ওয়াসওয়াসা বেড়ে যায় তখন বা এর একটু আগে থেকেই শোনা ভালো। এছাড়া যখন ইচ্ছা যত ইচ্ছা শোনা যাবে। তবে হ্যাঁ! যতটা গুরুত্ব এবং মনযোগের সাথে শুনবেন আল্লাহ চায়তো উপকার তত বেশি হবে।

আরেকটি বিষয় না বললেই না! তা হচ্ছে শুধুমাত্র এই অডিও শুনে বসে থাকলে হবে না। এসব সমস্যার জন্য বিভিন্ন শাইখদের পরামর্শ এবং (যদি আমাদের গ্রুপ থেকে কিছু বলা হয় সেই) নির্দেশনাগুলোও মেনে চলবেন। উদাহরণস্বরূপ উল্লেখিত প্রথম এবং দ্বিতীয় সমস্যাটির ক্ষেত্রে রুকইয়াহ শোনার পাশাপাশি ভালোভাবে জিনের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তৃতীয় সমস্যার ক্ষেত্রে ঘুমের আগের মাসনুন আমল ঠিকমত করতে হবে। আর শেষ সমস্যাটির জন্য অবশ্যই চোখের হিফাজত এবং এসব গুনাহ থেকে বাঁচার অন্যান্য উপায় খুঁজতে হবে।
মাসনুন আমল সম্পর্কে জানতে এখানে দেখুন- https://ruqyahbd.org/blog/387/protect...

----
বিস্তারিত জানতে এই পোস্ট পড়ুন
https://ruqyahbd.org/blog/312/zina

কোনো সমস্যা হলে বা এ সংক্রান্ত আরো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
  / ruqyahbd  

Комментарии

Информация по комментариям в разработке