সেরেঙ্গেটির গ্রেট মাইগ্রেশন | আদ্যোপান্ত | The Great Migration In Serengeti | Adyopanto

Описание к видео সেরেঙ্গেটির গ্রেট মাইগ্রেশন | আদ্যোপান্ত | The Great Migration In Serengeti | Adyopanto

প্রাণীকূলের প্রতি তীব্র কৌতূহলের জায়গা থেকে আপনি সেরেঙ্গেটি সম্পর্কে জানতে চাইতে পারেন। আর আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তবে এটি হতে পারে আপনার জন্য সবচেয়ে সেরা প্রাকৃতিক আয়োজন। সেরেঙ্গেটি তানজানিয়ায় অবস্থিত একটি অঞ্চল – যা প্রাণীদের সর্বোৎকৃষ্ট অভয়ারণ্য হিসেবে সারা বিশ্বে সমাদৃত। এখানকার যে জায়গাটি আপনাকে সবচেয়ে বেশি আকর্ষন করবে তা হচ্ছে – “সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক”, যা বন্যপ্রাণীদের পবিত্রভুমি হিসেবে পরিচিত। প্রাণী বৈচিত্রের ব্যাপকতার কারনে এটি আফ্রিকার সপ্তম আশ্চর্যের একটি এবং সারা বিশ্বের সেরা দশ আশ্চর্যের একটি স্থান অধিকার করে নিয়েছে।

এবার আপনি প্রশ্ন করতে পারেন, “ঠিক কি কারণে সেরেঙ্গেটি এতটা বিখ্যাত?” এর উত্তর হচ্ছে, দ্য গ্রেট মাইগ্রেশন এর জন্য। দ্য গ্রেট মাইগ্রেশন বন্য প্রাণীকূলের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা, যা সারা বিশ্বের মধ্যে কেবল সেরেঙ্গেটিতেই ঘটে থাকে। এই ঘটনার মাধ্যমে সবচেয়ে যোগ্য বন্যজন্তু প্রকৃতির সাথে খাপ খাইয়ে টিকে থাকে। অপরদিকে, অভাগাদের জায়গা হয় অন্য কোন জন্তুর পাকস্থলীতে! সেরেঙ্গেটির অদ্ভুদ বাস্তুতন্ত্র লক্ষ লক্ষ প্রাণীর আশ্রয় স্থল। এখানে ৩০০০ এর অধিক সিংহ এবং ৯০০০ হায়েনা জীবন ধারণ করে। সেই সাথে রয়েছে কুমির, চিতা, ডোরাকাটা বাঘ, বন্য কুকুর সহ অসংখ্য মাংসাশী প্রাণী। এছাড়াও রয়েছে ওয়াল্ডাবিস্ট, বুনো মহিষ, জিরাফ, জেব্রা, আফ্রিকান হাতি, দিকদিক, কৃষ্ণ ষাঁড়, হরিণ সহ হরেক প্রজাতির তৃণভোজী প্রাণীর বিচরণ। রয়েছে নানা প্রজাতির সরীসৃপ।

এ সকল প্রাণী তানজানিয়ার সেরেঙ্গেটি থেকে কেনিয়ার মাসাই মারা – প্রায় ৮০০ কিলোমিটার এলাকা জুড়ে একটি জীবনচক্রে পরস্পরের সাথে সম্পর্কে আবদ্ধ থাকে।

আদ্যোপান্তর আজকের পর্বে আমরা জানবো সেরেঙ্গেটি এবং বিস্ময়কর গ্রেট মাইগ্রেশন সম্পর্কে।

📌 সাবস্ক্রাইব করুন :    / adyopanto  
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке