ম্যান্ডারিন কমলার বিষ্ময়কর ফলন। প্রতিটি গাছে কমলা আর কমলা, পাতার চাইতে ফল বেশি। কিভাবে সম্ভব?

Описание к видео ম্যান্ডারিন কমলার বিষ্ময়কর ফলন। প্রতিটি গাছে কমলা আর কমলা, পাতার চাইতে ফল বেশি। কিভাবে সম্ভব?

ম্যান্ডারিন কমলার বিষ্ময়কর ফলন। প্রতিটি গাছে কমলা আর কমলা, পাতার চাইতে ফল বেশি। কিভাবে সম্ভব? বানিজ্যিক কৃষি বিগত দিনেও কমলার প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করেছে। কিন্তু এই ভিডিওটি সম্পুর্ণ ব্যাতিক্রম একটি ভিডিও। কমলার যে এতো ফলন হতে পারে এটি চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। ভিডিওটিতে ম্যান্ডারিন কমলার পরিচর্যা ও জাত সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এই ধরনের কমলা আবাদ করে তরুণ উদ্যক্তাগণ লাভবান হবেন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরী হবে বলে আমার বিশ্বাস। সেই সাথে আমরা বিশ্বাস করি আমদানী নির্ভরতা কমিয়ে একদিন আমরাও কমলা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব ইনশাল্রাহ। কৃষিই সমৃদ্ধি।বিস্তারিত যোগাযোগ কৃষক- নুর হোসেন, মোবাইল নং-01719-906690 ।
#ম্যান্ডারিন_কমলা_চাষ #Banijjik_Krishi

Комментарии

Информация по комментариям в разработке