মা - স্বরব্যাঞ্জো | Maa - Swarobanjo

Описание к видео মা - স্বরব্যাঞ্জো | Maa - Swarobanjo

মা - স্বরব্যাঞ্জো

গানটি কপিরাইট মুক্ত। যেকোনো অবাণিজ্যিক উপায়ে বিতরণযোগ্য।

সুর, কণ্ঠ, পিয়ানো এবং বাঁশি: শাদিউল আলম জীবন
কথা: সাদাত হোসাইন
সংগীতায়োজন, মিক্সিং ও মাস্টারিং: রাগিব নিয়াজ রাফি
গিটার: রাহাত
বেজ গিটার ও স্ট্রিংস: ইস্ক্রা
---------------------------------------------------------------------------------------------

মা! ওগো মা! তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বল না।।

এইখানে এই কাঁচের ভেতর বৃষ্টি জমে ভীষণ
রোদ জানালায় আবছা আঁচে কষ্ট বিভীষণ
এইখানে এই একলা দেয়াল একলা কথকতা
রাত গহীনে বুকের ভেতর বিষাদ নিরবতা

আমিই জানি, একলা আমি, আর কেউতো জানে না,
এক আঁচলেই ভুবন বাঁধা, মা আমার মা

মাগো মা! আমার মা! তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বল না।।

এইখানে এই শুন্য আকাশ, শুন্য শহর, মাঠ
হাজার মানুষ, হাজার গানেও, শুন্য সহপাঠ
এইখানে এই ক্লান্ত দিনে, ক্লান্ত দিনের শেষ
চোখের কোলে অশ্রু ভীষণ, কান্না অনিমেষ

আমিই জানি একলা আমি, আর কেউতো জানে না
এক আঁচলেই আকাশ ভাসে, মা আমার মা

এইখানে এই জলের জীবন, জলেই মরুভূমি
চাতক বুকে তেষ্টা কাঁদে কোথায়, কোথায় তুমি
এইখানে এই শুন্য গিটার, শুন্য স্নেহের সুর
কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় কতদূর!

আমিই জানি, একলা আমি, আর কেউতো জানে না।
ঐ আকাশের তারার ভেতর তুমি আমার মা
মাগো মা! আমার মা! তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বল না।।

Комментарии

Информация по комментариям в разработке