✅আজকের আলোচনার বিষয়ঃ গাইনোকোমাস্টিয়া কি, কেন হয় ও চিকিৎসা পদ্ধতি!!
ডাঃ মোহাম্মদ নাসির উদ্দিন
এম বি বি এস, এফ সি পি এস (সার্জারি), এম এস (প্লাস্টিক সার্জারি)
এফ আর সি এস (গ্লাসগো), এফ এ সি এস (ইউ এস এ)
সহযোগী অধ্যাপক (প্লাস্টিক সার্জারি)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
চিফ কনসালটেন্ট,
বার্ন, প্লাস্টিক এন্ড কসমেটিক সার্জারি বিভাগ
এ এম জেড হাসপাতাল লিমিটেড
নিয়মিত রোগী দেখেন-
লেজারিনা প্লাস্টিক, অ্যাসথেটিক ও লেজার সার্জারি সেন্টার
এ এম জেড হাসপাতাল লিমিটেড
চেম্বারের ঠিকানা- চ-৮০/৩, প্রগতি সরণি, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২
সিরিয়াল পেতে যোগাযোগ করুন- ০১৭২৬-৬৫৫১৬৮
ডাঃ মোহাম্মদ নাসির উদ্দিন বর্তমানে ঢাকা মেডিকেল ও হাসপাতালের বার্ণ ও প্লাষ্টিক সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ১৯৯৭ সালে তিনি ১৭ বিসিএসের মাধ্যমে সরকারী চাকুরীতে যোগদান করেন। ১৯৯৯ সাল থেকে সুদীর্ঘ ২৫ বছরের সার্জিক্যাল ক্যারিয়ারে তিনি সহকারী রেজিস্ট্রার, রেজিস্ট্রার, আবাসিক সার্জন, জুনিয়র কনসালটেন্ট, সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটে সুনামের সংগে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩ সালে সার্জারিতে এফসিপিএস এবং ২০১২ সালে প্লাষ্টিক সার্জারিতে এম এস ডিগ্রী অর্জন করেন। ২০১৯ সালে সার্জারিতে বিশেষ অবদানের জন্য তাকে আমেরিকান কলেজ অব সার্জন এফ এ সি এস ডিগ্রী প্রদান করেন। ২০২০ সালে যুক্তরাজ্যের গ্লাসগো রয়েল কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস থেকে এফআরসিএস (FRCS) অর্জন করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়া, জার্মানি, সিংগাপুর, তুরস্ক, যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্র, ইতালি, থাইল্যান্ড ও ভারতে থেকে প্লাষ্টিক সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। তিনি দেশে এবং বিদেশের অসংখ্য বৈজ্ঞানিক সম্মেলনে যোগদান করেন এবং গবেষণা প্রবন্ধ উপস্থাপনা করেন। দেশে ও বিদেশের বিভিন্ন জার্মানে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি জাতীয় বিভিন্ন টেলিভিশনে নিয়মিত ভাবে বার্ণ ও প্লাষ্টিক সার্জারিতে বিভিন্ন সমস্যা নিয়ে রোগীদের পরামর্শ দিয়ে থাকেন। এ এম জেড হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি বার্ণ ও প্লাষ্টিক সার্জারির চিফ কনসালটেন্ট হিসেবে এই প্রতিষ্ঠানে রোগীদের সেবা প্রদান করছেন।
-
১.
আমাদের সেন্টারের সেবাসমূহঃ
সার্জিক্যাল / নন সার্জিক্যাল
সার্জিক্যালঃ
রিকনস্ট্রাকটিভ/ Reconstructive
ব্রেস্ট:
ফাইব্রোএডিনোমা / Fibroadenoma
ব্রেস্ট ক্যান্সারঃ-
মাস্টেকটমী / Mastectomy
অনকো প্লাস্টিক ব্রেস্ট রিকনস্ট্রাকশন/ Oncoplastic breast Reconstriction
টোটাল রিকনস্ট্রাকশন/ Total Reconstruction ( মাইক্রো সার্জারি সহ)
রিডাকশন ম্যামোপ্লাস্টি/ Reduction Mammoplasty
রিকনস্ট্রাকশন + মাস্টোপেক্সী/ Reconstruction with Mastopexy
ট্রমা/ Trauma/Accident Reconstruction:
ক্ষতিগ্রস্থ চামড়া ও মাংসের ক্ষতের অপারেশন
Skin graft / চামড়া প্রতিস্থাপন
Flap/ মাংস লাগানো
মাইক্রো সার্জারি
Tendon repair/ Tendon transfer
Nerve repair (Nerve transfer/ Nerve graft)
২.
রক্তনালী জোড়া লাগানো/ মাইক্রোসার্জারির মাধ্যমে
রিপ্লানটেশনঃ
বিচ্ছিন্ন হাত / আঙুল/পেনিস জোড়া লাগানো
Amputation -
ক্ষতিগ্রস্থ অঙ্গতে ব্যবচ্ছেদ এবং পরবর্তী ব্যবস্থাপনা
ক্যান্সার / Cancer Reconstruction:
মুখ গহবর ও শরীরের অন্যান্য স্থানের SCC, BCC, Malignant Melanoma, Sarcoma অপারেশন করার পরে পূনর্গঠন
পোড়া রোগীর:-
তাৎক্ষনিক চিকিৎসা
পোড়া পরবর্তী বিকৃতি বা Contracture এর চিকিৎসা
বেশি পোড়া রোগীর ICU সুবিধা
জন্মগত ত্রুটি:
ঠোঁট ও তালু কাটা অপারেশন
হাত ও পায়ের জোড়া আঙ্গুল/Syndactyly/Polydactyly/Macrodactyly অপারেশন
৩.
হার্নিয়া / Hernia
পেটের জটিল হার্নিয়া মেশ রিপেয়ার, কম্পোনেন্ট সেপারেশন ও আ্যবডোমিনোপ্লাস্টির মাধ্যমে অপারেশন
অ্যাস্থেটিক / কসমেটিক (Aesthetic/Cosmetic) সার্জারিঃ
Breast:- অগমেনটেশন / Augmentation
মাস্টোপেক্সি/ Mastopexy
পুরুষের স্তন ছোট করার অপারেসশন / Gynecomastia Operation
ফেস / face:-
চোখের উপরের পাতা ও নিচের পাতার অপারেশন (Blepharoplasty)
Rhinoplasty (নাকের অপারেশন)
Otoplasty (কানের অপারেশন)
Face Lift
Chin Augmentation
Double Chin Reduction
Lip সার্জারি। লিপ সার্জারি (ঠোঁটের অপারেশন)
Neck Lift
৪.
লিম্ব/Limb:
Brachyplasty/Liposuction
Thigh Lift/Reduction
Buttock Lift/Reduction
Abdomen/ পেট:
Liposuction দ্বারা
Total Abdominoplasty
Mini Abdominoplasty
অন্যান্য অপারেশন:
Scar/দাগ - জন্মগত, কাটাদাগ, তিল (mole), Wart, Lipoma, Cyst, Ganglion, Paronychia, Nail Avulsion, Hair Transplant, কানের লতি কাটা অংশ জোড়া (Ear Lobe Cleft), কান ফুঁড়ানো, নাক ফুঁড়ানো , Glomus Tumour ইত্যাদি
৫.
নন সার্জিক্যাল:
লেজার:
পোড়ার দাগ, জন্মগত দাগ, মাতৃত্বজনিত দাগ
ট্যাটু দূর করা
বিনাইন পিগমেন্টেড লেসন
মেচতা ও ব্রণের দাগ
রক্তনালীর টিউমার
অবাঞ্ছিত চুল ও লোম অপসারণ
বার্ধক্যজনিত ত্বকের পরিবর্তন
কিলয়েড ও হাইপারট্রফিক স্কার
CO2, NdYag Long Pulse, Pico Laser:
ফেসিয়াল রেজুভিনেশন ( CO2 laser)
: মেছতা, ব্রণের দাগ
Keloid, Hypertrophic Scar
মাতৃত্ব জনিত দাগ
পোড়া দাগ
অবাঞ্চিত মুখের লোম ও অতিরিক্ত চুল অপসারণ
PRP:
মাথার চুল পরা
অপারেশন পরবর্তী scar/দাগ
ডায়াবেটিক ফুট
জটিল ও পুরাতন ঘা/আলসার
Botox:
বয়স জনিত বলিরেখা পরিবর্তনের চিকিৎসা
মাইক্রোডার্মাব্রেশনঃ
মুখের সুক্ষ্ন দাগের চিকিৎসা
Hydra Treatment,
Peeling (Chemical),
LED Therapy
Filler
-
#Gynecomastia #MenHealth #HormonalImbalance #GynecomastiaTreatment #BreastHealth #HormoneTherapy #LifestyleChanges #MaleBreastReduction
#HealthAwareness,#SurgeryOptions #plasticsurgery #ReconstructiveSurgery #AestheticSurgery #BreastReduction
Информация по комментариям в разработке