পলাশীর বিশ্বাসঘাতকদের শেষ পরিণতি | The Ultimate fate of the Plassey Conspirators |

Описание к видео পলাশীর বিশ্বাসঘাতকদের শেষ পরিণতি | The Ultimate fate of the Plassey Conspirators |

পলাশীর বিশ্বাসঘাতকদের শেষ পরিণতি | The Ultimate fate of the Plassey Conspirators |

মীর জাফর, ঘষেটি বেগম কিংবা লর্ড ক্লাইভ, পলাশীর যুদ্ধের কোনো ষড়যন্ত্রকারীরই স্বাভাবিক মৃত্যু হয়নি। তাদের শেষ পরিণতি ছিলো অত্যন্ত ভয়াবহ।

মীর জাফর আলী খান : এই বিশ্বাসঘাতকের স্বপ্ন ছিল সে বাংলা বিহার ঊড়িষ্যার নবাব হবে। এই ইচ্ছা পূরণ করতে ইষ্ট-ইন্ডিয়া কোম্পানির সাথে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয় মীর জাফর। তার এ ইচ্ছা পূরণ করতেই পলাশীর প্রান্তরে সে পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে পলাশীর প্রান্তরে পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। লর্ড কাইভের তিন হাজার সদস্যের সেনাবাহিনীর কাছে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হয় নবাব সিরাজুদ্দৌলার এ বিশাল বাহিনী।

মীর কাসিম : পলাশীর আরেক বিশ্বাসঘাতক মীর কাসিম। ব্রিটিশদের তাঁবেদারী করে মীর জাফরের পর নবাব হতে পারলেও এক পর্যায়ে তাকেও আস্তাকুঁড়ে নিপে করে ইস্ট-ইন্ডিয়া কোম্পানি।

ঘসেটি বেগম: ঘষেটি বেগম ছিলেন নবাব সিরাজুদ্দৌলার আপন খালা। তার স্বপ্ন ছিল পিতা আলীবর্দী খাঁর ইন্তেকালের পর তিনি হবেন হবেন বাংলার প্রথম মহিলা নবাব। এই ইচ্ছা পূরণের জন্য তিনিও হাত মেলান ইষ্ট-ইন্ডিয়া কোম্পানির সাথে।

মীর মীরন : মীর জাফরের পুত্র মীরন। সে পলাশীর যুদ্ধের আরেক ঘৃণ্য ষড়যন্ত্রকারী। তার নির্দেশেই মোহাম্মাদী বেগ নির্মমভাবে নবাব সিরাজুদ্দৌলাকে হত্যা করে। মীরনের মৃত্যু হয় বজ্রপাতে।

জগৎ শেঠ : কাশিমবাজার কুঠির ষড়যন্ত্রের প্রধানতম নায়ক এই জগৎ শেঠ। এই কুঠিরে বসেই আঁকা হয় পলাশী ষড়যন্ত্রে নীলনকশা।

উমিচাঁদ: কাশিমবাজার ষড়যন্ত্রের আরেক নায়ক উমিচাঁদ। দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে ইষ্ট-ইন্ডিয়া কোম্পানির সাথে যোগ দিয়েছিল।

নন্দকুমার: আরেক বিশ্বাসঘাতক নন্দকুমারকেও উমিচাঁদের পরিণতি বরণ করতে হয়। অর্থ আত্মসাতের অভিযোগে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

লর্ড কাইভ : বাংলায় ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির দোর্দণ্ড প্রতাপশালী প্রধান ছিলেন লর্ড কাইভ।

পলাশী যুদ্ধের বিশ্বাসঘাতকদের শেষ পরিণতি কি হয়েছিল? | ১৭৫৭ সালের ২৩ শে জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় ১৯০ বছর গোটা ভারতবর্ষ শাসন করে। পলাশী যুদ্ধে যারা নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তাদের কারো স্বাভাবিক মৃত্যু হয়নি।
যে বিশ্বাসঘাতকদের কারণে বাংলার আকাশ থেকে স্বাধীনতার সূর্য ডুবে গিয়েছিল তাদের মধ্যে মীর জাফর, জগৎ শেঠ, রায় দূর্লভ, মীর কাসেম, ইয়ার লতিফ খান, ঘষেটি বেগম, মুহাম্মদী বেগ, রবার্ট ক্লাইভসহ ১৫ জন বিশ্বাস ঘাতকের শেষ পরিণতি কি হয়েছিল | পলাশীর ষড়যন্ত্রকারী বিশ্বাসঘাতকদের অন্যতম মীর জাফর, জগৎ শেঠ, মহারাজা স্বরূপচাঁদ, রায় দূর্লভ, উমিচাঁদ, রাজা রাজবল্লভ, মীর কাসেম, ইয়ার লতিফ খান, মহারাজা নন্দকুমার, মিরন, ঘষেটি বেগম, মুহাম্মদী বেগ, দানিশ শাহ বা দানা শাহ, রবার্ট ক্লাইভ, ওয়াটস, স্ক্রাফটন, ওয়াটসন। পলাশীর যুদ্ধে পরাজয়ের পর নবাব সিরাজদৌল্লা ও বাংলার ভাগ্যে কি ঘটেছিল তা তো আমরা কিছুটা জানি, কিন্তু এই বিশ্বাসঘাতকদের ভাগ্যে কি ঘটেছিল? আপনারা জেনে একটু অবাক হবেন যে যুদ্ধ পরবর্তীকালে এই বিশ্বাসঘাতকদের করুণ পরিণতি বরণ করতে হয়েছিল। প্রায় সকলেরই মৃত্যু হয়েছিল মর্মান্তিকভাবে।
ঐতিহাসিক পলাশী দিবস। আজ থেকে ২৫৪ বছর পূর্বে ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানের যুদ্ধে বাংলা-বিহার-উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা (১৭৩২-১৭৫৭) কতিপয় বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রের কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়। ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়। পলাশীর যুদ্ধে নবাবের পরাজয় ও মৃত্যুর পরই ভারতবর্ষে ইংরেজ-শাসনের সূচনা হয়। ২৩শে জুন ১৭৫৭ ( 23rd June 1757 ) সালে পলাশীর প্রান্তরে ( Palasir prantor) ঘটেছিলো সেই কালজয়ী ঘটনা. কিছু মানুষের বিস্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের বশবর্তী হয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ( East India Company) বিরুদ্ধে যুদ্ধে হেরে গিয়েছিলো বাংলা , বিহার , উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ( Sirajuddaulla )এবং ফলস্বরূপ বাংলার শাসনভার চলে গিয়েছিলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেবক রবার্ট ক্লাইভের ( Robert Clive ) হাতে. তারপরেই ভারতবর্ষের বুকে নেমে এসেছিলো ২০০ বছরের এক পরাধীনতার গ্লানি . ঐতিহাসিকদের মতে , সেদিন পলাশীর যুদ্ধক্ষেত্রে মীরজাফর ( Mir jafar ) , রাজা রাজবল্লভ ( Raja Rajballabh ) , রায় দুর্লভ ( Ray Durlava ) , ইয়ার লতিফ খানসহ ( Yar Latif Khan ) আরো অনেকেই বিস্বাসঘাতকতা না করলে ভারতবর্ষে কিছুতেই আসতোনা কোনো বিদেশির ঔদ্ধত্য. তবে কথায় বলে , পাপ করলে শাস্তি অনিবার্য . সিরাজের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল এবং বিস্বাসঘাতকতা করেছিল তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছিল অস্বাভাবিক , করুন এবং মর্মান্তিকভাবে .
নিত্য মানসিক যন্ত্রনা সহ্য করতে না পেরে কেউ উন্মাদ হয়ে কূপে ঝাঁপ দিয়েছেন , কেউ নিজের গলায় খুর চালিয়েছেন আবার কাউকে গলায় বালির বস্তা বেঁধে দুর্গ থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে আবার কাউকে জলে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে . সিরাজের বিরুদ্ধে করা ষড়যন্ত্রকারীদের শেষ পরিণতি ছিল অতন্ত্য ভয়াবহ ও নিদারুন

#plassey #opentschool #history #mirjafar #murshidabad #পলাশী #plassey_1757 #history_of_plassey

Комментарии

Информация по комментариям в разработке