💁♀️প্রিয় ৫ম-১০ম শ্রেণির শিক্ষার্থীরা,
🔥৩ লক্ষ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি 🔥
টেন মিনিট স্কুলে প্রথম বারের মতো শুরু হতে যাচ্ছে ৫ম-১০ম শ্রেণির বোর্ড সিলেবাসভিত্তিক জাতীয় প্রতিযোগিতা!🏆
টেন মিনিট স্কুল খুঁজছে দেশের সেরা ৭ জন Classroom Genius- দের🔥
🏆তাহলে আজই অংশগ্রহণ করুন Classroom Genius ফ্রি-তে রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে ক্লিক করুনঃ👇 https://forms.gle/wKpENP4W4oRdwWHV8
🗣️প্রথম রাউন্ডের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে, চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত। দেরি না করে এখনই পরীক্ষায় অংশ নিতে Visit করো🔗 https://10ms.io/IeFuDC 🔥
Online- এ Open Book Exam দাও; ক্লাসরুম জিনিয়াস হয়ে সাড়ে ৩ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি পাও! 😇
📍টেন মিনিট স্কুল খুঁজছে দেশের সেরা ক্লাসরুম জিনিয়াসদের। থাকছে সাড়ে ৩ লক্ষ টাকার বৃত্তি জেতার সুযোগ। 👩🎓👨🎓
৫ম-১০ শ্রেণির শিক্ষার্থীদের জন্যে বোর্ড সিলেবাসভিত্তিক প্রতিযোগিতামূলক অনলাইন পরীক্ষার আয়োজন করেছে টেন মিনিট স্কুল। 🙌
✅কারা অংশগ্রহণ করতে পারবে?
এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম-১০ম শ্রেণির শিক্ষার্থী।
✅কোন কোন বিষয়ের পরীক্ষা হবে?
৫ম-৮ম শ্রেণি: ইংরেজি, গণিত ও বিজ্ঞান!
৯ম-১০ম শ্রেণি: ইংরেজি, গণিত ও বিভাগভিত্তিক ৩টি বিষ!
১. বিজ্ঞান বিভাগ: পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান!
২. ব্যবসায় শিক্ষা বিভাগ: হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ!
৩. মানবিক বিভাগ: অর্থনীতি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, পৌরনীতি ও নাগরিকতা!
📍কেমন হবে পরীক্ষা ও প্রশ্নের ধরন?
১. ৫ম-৮ম শ্রেণির ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের ওপর ১০টি করে মোট ৩০টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে হবে।
২. ৯ম-১০ম শ্রেণির ক্ষেত্রে ইংরেজি, গণিত এর পাশাপাশি বিভাগভিত্তিক ৩ বিষয়সহ মোট ৫টি বিষয়ের প্রতিটিতে ৬টি করে মোট ৩০টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে হবে।
৩. ১ম রাউন্ডে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে প্রতি ক্লাস থেকে সেরা ৫০০ জন অংশ নেওয়ার সুযোগ পাবে প্রতিযোগিতার ২য় রাউন্ডের পরীক্ষায়।
৪. ২য় রাউন্ডে একই বিষয়গুলোর ওপর পরীক্ষা হবে।
৫. ২য় রাউন্ডে নির্বাচিত সেরাদের নিয়ে অনুষ্ঠিত হবে গালা রাউন্ড। দেশসেরা ৭ জন ক্লাসরুম জিনিয়াস পাবে মোট সাড়ে ৩ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি!
📍যা থাকছে পুরস্কারে:
🏆 ৫ম-৮ম শ্রেণির প্রতি ক্লাস থেকে ১জন করে ৪জন সেরা Classroom Genius পাবে ৫০ হাজার টাকার স্কলারশিপ!
🏆 ৯ম-১০ম শ্রেণির ৩টি বিভাগ থেকে ১ জন করে ৩ জন সেরা Classroom Genius পাবে ৫০ হাজার টাকার স্কলারশিপ!
🏆দেশসেরা ৭ জন ক্লাসরুম জিনিয়াস পাবে মোট সাড়ে ৩ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি!
🥇 নির্ধারিত বিষয়ের উপর ৩০ মিনিটে সর্বমোট ৩০টি MCQ-এর উত্তর দিয়ে দেশের সেরা ‘ক্লাসরুম জিনিয়াস’ হয়ে শিক্ষাবৃত্তি জিতে নিতে আজই রেজিস্ট্রেশন করো!
✅প্রথম রাউন্ডের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে, চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত। দেরি না করে এখনই পরীক্ষায় অংশ নিতে Visit করো🔗
https://10ms.io/IeFuDC 🔥
প্রথম রাউন্ডের পরীক্ষা চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত।🎉
বি.দ্র: টেন মিনিট স্কুল যেকোনো সময় 'ক্লাসরুম জিনিয়াস' ক্যাম্পেইন পরিবর্ধন, অথবা পরিমার্জনের অধিকার রাখে।
#10minuteschool #exam2022 #geniusclassroom #10msskillscourse #sscexam #sscscienceclass #ssccommerce #artsschool
#munzereen #ayman #aymansadiq
#classsix #classnine10minuteschool
Related Tags:
10 minute school, class ten science, genius classroom genius, 10ms skills course, science exam ssc, class nine, ssc business, ssc Arts exam, Humanities for ssc 2022, class six math exam, english exam preparation, acedimic class 10 minute school, online exam 10 minute school, six class, genius classroom, classroom genius 10 minute school, 10ms skills course, ayman sadiq classroom, Board syllabus course, board syllabus exam 2022, classroom, ক্লাসরুম জিনিয়াস, Open book exam, ওপেন বুক এক্সাম ৫ম- ১০ম শ্রেণি,
Информация по комментариям в разработке