এই রাস্তা গুলো লাগে বড় অচেনা | Cover |

Описание к видео এই রাস্তা গুলো লাগে বড় অচেনা | Cover |

এই রাস্তা গুলো লাগে বড় অচেনা,
আকাশ টার সাথে নেই জানা শোনা।
এই রাস্তা গুলো লাগে বড় অচেনা,
আকাশটার সাথে নেই জানা শোনা।
আমি তোর প্রেমেতে অন্ধ,
ছিলো চোখ কান সব বন্ধ,
থেমে গেছে জীবনের লেনাদেনা।
সেই পুরনো রাস্তাটায়, আজ একা হেটে যাই,
হচ্ছে না হিসাবের বনিবনা।
এখন এমনি করে ভালো, এমনি করে বাসি,
অন্য কোন পাখী কে।
তার চেয়ে ভালো ছিলো,
তুই নিজ হাতে খুন করে যেতি, আমাকে।
এই দুপুর রোদের ভীড়ে,
একটু খিদে পেলে,
তোর নাম্বার টায় ফোন তো আর ঢোকে না।
তুই তো জানিস ঠিক,
তুই ছাড়া আমার,
মুখে অমৃতটাও একা রোচেনা।
মাঝ রাতে তোর,
এসএমএস এর টোন,
আমার গভীর ঘুম টা কে আর ভাংগায় না।
ব্যস্ত নগরে, আমার বুকের গভীরে,
তোর মাথা রাখা মন টাকে রাঙায় না।
এখন এমনি সব যন্ত্রণা, এমনি করে বলি,
অন্য কোন সাথী কে,
তার চেয়ে ভালো ছিলো, তুই নিজ হাতে খুন করে যেতি।
কত না ভালো হতো, তুই আসতে যদি ফিরে,
স্বপ্ন দিয়ে মোরা এই ভালবাসার নীড়ে।
আজীবন হয়ে রইতাম আমি তোর কৃতদাস,
ইহকাল টাই করে দিতাম তোর জান্নাতে বসবাস।
আজীবন হয়ে রইতাম আমি তোর কৃতদাস,
ইহকাল টাই করে দিতাম তোর জান্নাতে বসবাস।
এখন এমনি করে পুজো, কেমনি করে দেবো!
অন্য কোন দেবী কে।
তারচেয়ে ভালো ছিলো, তুই নিজ হাতে খুন করে যেতি আমাকে 💔

Комментарии

Информация по комментариям в разработке