এসো সত্যের পথে, এসো ধর্মের পথে
গীতার জ্ঞানে আলোকিত হোক সবার জীবন।
এই আলোর বার্তা নিয়ে ২০২০ সালের পহেলা জুন যাত্রা শুরু করে ধর্ম ও জ্ঞানের সন্ধানে অনলাইন সনাতনী গ্রুপটি। বছর দুয়েকের ব্যবধানে গ্রুপটি আজ ২১ হাজার প্লাস সদস্য নিয়ে বৃহৎ এক সনাতনী মিলন মঞ্চে রূপলাভ করেছে।
সম্প্রতি গঠন করা হয়েছে "লক্ষী ভাণ্ডার সনাতনী ফান্ড" যার পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গীতা স্কুল গুলোতে করা হচ্ছে গীতা দান। এছাড়াও পলাশ ধর এবং শ্যামল দেব নাথ এর মতো আরও অনেকের চিকিৎসার ব্যয় বহনের মাধ্যমে দাড়ান হচ্ছে তাদের অসহায়ত্বের পাশে।
জন্মাষ্টমী, সরস্বতী পূজা, দুর্গাপূজার মতো বড় আয়োজন গুলোতে বিভিন্ন শাস্ত্রীয় পোস্ট করার মাধ্যমে সনাতন ধর্মের প্রচার করা হয় নিয়মিত ভাবে।
সারাবছর জুড়ে যে আয়োজনটি শিশু থেকে বৃদ্ধ সবাইকে শ্রী ভগবানের কথা গীতার সাথে সম্পৃক্ত রাখে, গীতার আলোয় উদ্ভাসিত করে সেটি হল "শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা" ইতিমধ্যে ৩ টি প্রতিযোগিতার আয়োজন সফল ভাবে সম্পন্ন হয়েছে। চলছে ৪র্থ সিজিনে প্রতিযোগিতায় অংশগ্রহণের রেজিষ্ট্রেশন। রেজিষ্ট্রেশন লিংক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন এর নিচে। আমরা একটু দেখব কেমন বর্ণাঢ্য আয়োজনে সাজানো ছিল সম্প্রতি শেষ হওয়া সিজন ৩ এর গীতা পাঠ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান।
31/12/2022 ঘন কুয়াশা আর কনকনে শীতের তীব্রতা। এরই মাঝে এডমিনদের নির্ঘুম কর্মপ্রচেষ্টায় শেষ হয়েছে সবরকমের পূর্ব প্রস্তুতি। সকাল ৮ থেকেই ভিড় জমতে থাকে সিলেটের, মহাপ্রভু জিউ মন্দিরে। বছর জুড়ে সিজন ৩ এ তিনটি গ্রুপে অংশগ্রহণ করে যারা পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছে তাদের সম্মাননা জানাতে এই ভিড়। সারা বাংলাদেশ থেকে প্রতিযোগী ও তাদের স্বজনদের আগমন দেখে গ্রুপ কতৃপক্ষ নতুন অনুপ্রেরণায় উদীপ্ত হতে থাকে। অনুষ্ঠানকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে যায় ভারত থেকে আসা ছোট্ট বৈষ্ণব ব্রতীশ সরকারের আগমন। উপস্থিত প্রতিযোগীদের সমশ্বরে মঙ্গলাচরণের শ্লোক ও শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়। একে একে মাল্যদানে বরণ করে নেওয়া হয় প্রধান অতিথি সহ আগত অন্যান্য অতিথিবৃন্দদের। বিচারক মণ্ডলী সহ অন্যান্যদেরকেও যথাযোগ্য সম্মানে ভূষিত করা হয়। আমন্ত্রিত অতিথিদের আলোচনা পর্বে উঠে আসে গীতা পাঠ ও সনাতন ধর্ম সম্পর্কে তাদের জীবনের অভিজ্ঞতাগুলো। আজ ধর্ম ও জ্ঞানের সন্ধানের মতো গ্রুপের কল্যাণে খুব ছোট থেকেই আমাদের সন্তানেরা গীতার আলোয় আলোকিত হচ্ছে। মূল্যবান আলোচনার পর শুরু হয় আকাঙ্ক্ষিত অনুষ্ঠান। একে একে ৩টি গ্রুপের উপস্থিত প্রতিযোগীরা গুণিজনদের হাত থেকে গীতা সহ সনাতন ধর্মীয় বিভিন্ন মূল্যবান গ্রন্থ গ্রহণ করেন। প্রতিদিন ধর্মীয় আচরণে নিজেকে গড়ে তুলতে প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হয়, উত্তরীয়, জপমাল, কণ্ঠে পরিধান করার তুলসী মালাও। আমন্ত্রিত ও আয়োজক বৃন্দ সকলেই যেন আনন্দিত, উচ্ছ্বসিত, উদ্বেলিত। কোন এক বিশেষ পূর্ণতার রূপরেখা যেন সকলের আনন্দিত দৃষ্টিতে, মুখমণ্ডলে। কেউ প্রাপ্তিতে, আর কেউ দিতে পেরে। এগিয়ে যাক ধর্ম ও জ্ঞানের সন্ধানে গ্রুপ, এগিয়ে যাক গীতা পাঠ প্রতিযোগিতা, জয় হোক মানবতার।
স্থানঃ শ্রী শ্রী গৌরাঙ্গ জিউ মন্দির
মনিপুরী রাজবাড়ী
শ্রীহট্ট ,বাংলাদেশ
বিশ্ব যখন করোনা মহামারিতে আক্রান্ত, ভীত ঠিক তখনই আত্মপ্রকাশ করে প্রাণের প্রিয় পরিবার "ধর্ম ও জ্ঞানের সন্ধানে" ।করোনার ভয় কে প্রতিহত করতে এই পরিবার মানুষের মনে গীতার সুর ঢুকিয়ে দেয় ।শুরু হয়েছিলো সিলেটের একঝাক ছাত্রছাত্রী ও প্রবাসী ভাই বন্ধুদের নিয়ে। আজ তা সিলেটের গন্ডি পেরিয়ে, দেশের গন্ডি পেরিয়ে পৌছে গেছে ভারত ,নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশে।এই পাওয়াটা সত্যিই গর্বের ।
এরই ধারাবাহিকতায় গত ৩১ শে ডিসেম্বর ২০২২ খ্রিঃ রোজ শনিবার সকাল ৯ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত ধর্ম ও জ্ঞানের সন্ধানে গ্রুপ কর্তৃক আয়োজিত গীতাপাঠ প্রতিযোগিতা সিজন -৩, ২০২২খ্রিঃ এর পুরস্কার বিতরনী, গীতাদান ও ৩য় বর্ষ উদযাপন, মিলন মেলা সফল ও সার্থক ভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী গীতাপাঠ, ভজন সংগীত, ধর্মীয় আলোচনা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজনদের সংবর্ধনা ও সম্মাননা প্রদাণ করা হয়েছে।
সভাপতিত্ব করেছেনঃ শ্রীযুক্ত রবীন্দ্র দাশ,
সভাপতি ধর্ম ও জ্ঞানের সন্ধানে পরিবার, প্রেসিডেন্ট সনাতনী সংঘ এল, আই নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। আমেরিকা প্রবাসী।
আমন্ত্রিত অতিথিবৃন্দের আগমনে আমাদের অনুস্টানকে ভিন্ন মাত্রায় রূপ দান করেছেন, তারা হচ্ছেন।
প্রধাণ অতিথিঃ প্রদীপ ভট্টাচার্য্য
সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা।
শ্রীযুক্ত সিতেশ দেব নাথ
উপদেষ্টা, ধর্ম ও জ্ঞানের সন্ধানে পরিবার
আজীবনের জন্য ঋণী হয়ে গেলাম Birupaksha Narayan Sarkar দাদার কাছে, যিনি নিজের রত্নগর্ব সন্তান ভারতের কলকাতার ছোট্র বৈষ্ণব ঠাকুর ব্রতিশ সরকারকে সিলেটে মহাপ্রভুুর পবিত্র মাটিতে নিয়ে এসেছেন। আমার জীবনের স্বার্থকতা এটাই ছিলো।
এছাড়াও এবারের অনুস্টানে বাগেরহাট, খুলনা, দিনাজপুর, নরসিংদী, এবং বৃহত্তর সিলেট থেকে গীতা পাঠ প্রতিযোগিতা সিজন-৩ এ অংশগ্রহণকারী সকল প্রতিযোগী উপস্তিত হয়েছিলো।। যা আমদের অনুস্টানের সৌন্দর্য দ্বিগুণ করেছিলো।
আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকল ভক্তবৃন্দকে যারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানের শ্রী বৃদ্ধি করেছেন।
Group link: / 11670. .
আপনি কি অনলাইন গীতাপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান?
Do you want to participate in online Gitapatha competition?
রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন / ritesh.debnath
আরও কিছু ভালো আলোচনার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
• রাধা নামের মহিমা || ভাগবত কথা || বিল্বমঙ্...
ভাগবত ধর্ম ও সম্বন্ধ তত্ত্বঃ • ভাগবত ধর্ম ও সম্বন্ধ তত্ত্ব || Bhagavata r...
সনাতন গোস্বামীর স্পর্শমণিঃ • সনাতন গোস্বামীর স্পর্শমণি || Sanatan Goswa...
গীতা থেকে আলোচনাঃ • গীতা থেকে আলোচনা। গীতাপাঠ প্রতিযোগীতা। অধ্...
The advent of Lord: • The advent of Lord. Awesome explanation fr...
#lightofgita #whydoyoureadthegita
***********************************************************************
Информация по комментариям в разработке